শাওন সোলায়মান
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০২:০৭ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১০:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ
১১ দিন বন্ধ সুরক্ষা ওয়েবসাইট

আইসিটি অধিদপ্তরের ৬ কর্মকর্তাকে বদলি

আইসিটি অধিদপ্তরের ৬ কর্মকর্তাকে বদলি

রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে করোনা টিকা নিবন্ধন ও সনদপত্র গ্রহণের প্ল্যাটফর্ম সুরক্ষা ডট গভ ডট বিডি ওয়েবসাইট বন্ধ রয়েছে ৫ আগস্ট থেকে। তবে সূত্র বলছে, সাইবার হামলার স্বীকার হয়ে এবং হামলার হুমকি এড়াতে বন্ধ রয়েছে ওয়েবসাইটটি। এতে বিপাকে পড়েছেন নতুন নিবন্ধনকারী এবং আগের টিকা গ্রহীতারা, যারা টিকা গ্রহণের সনদপত্র নিতে চাইছেন। এমন প্রেক্ষাপটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের এক সহকারী প্রোগ্রামার এবং পাঁচ প্রোগ্রামারসহ ছয় কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। তবে বিষয়টিকে প্রশাসনিক এবং ‘রুটিন ওয়ার্ক’ বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ৫ আগস্ট বিকেল ৩টায় বন্ধ হয় সুরক্ষা ওয়েবসাইট। তখন ওয়েবসাইট-সংশ্লিষ্ট এক কর্মকর্তা কালবেলাকে জানিয়েছিলেন, ইন্টারন্যাশনাল লাইসেন্সিংয়ের কাজ চলছে। কাজ শেষে ৬ আগস্ট সন্ধ্যার মধ্যে ওয়েবসাইট চালুর কথা রয়েছে। কিন্তু গতকাল মঙ্গলবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত চালু হয়নি। সেই হিসাবে প্রায় ১১ দিন বন্ধ প্ল্যাটফর্মটি।

আইসিটি অধিদপ্তরের একটি সূত্রমতে, গত ৭ আগস্ট ওয়েবসাইটে ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (ডিডস)’ ধরনের সাইবার হামলা হয়। এ ছাড়া ১৫ আগস্ট দেশজুড়ে বড় ধরনের সাইবার হামলার হুমকি ছিল। মূলত এসব কারণেই ওয়েবসাইটটি চালু করা হয়নি। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এ এম রফিকুন্নবী জানান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) ‘সফটওয়্যার টেস্টিংয়ের’ জন্য বন্ধ রয়েছে সুরক্ষা প্ল্যাটফর্ম। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে ওয়েবসাইটটি চালুর সম্ভাবনা রয়েছে।

ওয়েবসাইটে সাইবার হামলার এক দিন পরই ছয় কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করে অধিদপ্তর। তাদের সবাই অধিদপ্তরের ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের কর্মকর্তা। এই কর্মকর্তাদের মধ্যে চারজনই সুরক্ষা প্ল্যাটফর্ম-সংশ্লিষ্ট কাজে জড়িত ছিলেন।

ইডিসি প্রকল্পের প্রোগ্রামার বিপ্লব চন্দ্র সরকারকে বগুড়া জেলা কার্যালয়, প্রধান কার্যালয়ের প্রোগ্রামার আব্দুল্লাহ বিন ছালামকে নওগাঁ জেলা কার্যালয়, এএসএম হোসনে মোবারককে দিনাজপুর জেলা কার্যালয়, গোলাম মাহবুবকে নোয়াখালী জেলা কার্যালয়, সহকারী প্রোগ্রামার আনজুম রিয়াসাতকে চাঁদপুর সদর উপজেলা কার্যালয় এবং ঢাকা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক ওয়াদুদুর রহমানকে মৌলভীবাজার জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে। গত ৯ আগস্ট জারিকৃত পৃথক তিনটি বদলির আদেশে স্বাক্ষর করেন অধিদপ্তরের উপপরিচালক মির্জা মুরাদ হাসান বেগ। সব কর্মকর্তাকে আদেশের এক দিন পর অর্থাৎ ১০ আগস্টের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যোগদানে ব্যর্থ হলে কর্মকর্তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হবেন বলেও অফিস আদেশে উল্লেখ রয়েছে। প্রোগ্রামার আব্দুল্লাহ বিন ছালাম, এএসএম হোসনে মোবারক, ওয়াদুদুর রহমান এবং গোলাম মাহবুব সুরক্ষা প্ল্যাটফর্ম-সংশ্লিষ্ট দায়িত্বে ছিলেন।

বিষয়টি প্রশাসনিক কার্যক্রমের ক্ষেত্রে স্বাভাবিক এবং নিয়মিত রদবদল কার্যক্রম তথা ‘রুটিন ওয়ার্ক’ দাবি আইসিটি অধিদপ্তরের। তবে অধিদপ্তরের এক কর্মকর্তা বলছেন, সুরক্ষা ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়াতেই এ সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বদলিকৃত কর্মকর্তাদের বিরুদ্ধে তৃতীয়পক্ষের মাধ্যমে নিয়োগ বাণিজ্য, বিদেশ সফরে সরকারি আদেশে (জিও) উল্লেখিত সময়সীমার বেশি অবস্থানের অভিযোগও ছিল। ওই কর্মকর্তারা আইসিটি বিভাগের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমের ঘনিষ্ঠ ছিলেন বলেও গুঞ্জন রয়েছে। সাম্প্রতিক সাইবার হামলা বদলির কারণ—দাবি এক বদলিকৃত কর্মকর্তার। তিনি কালবেলাকে বলেন, আইসিটি বিভাগের উদ্যোগে অধিদপ্তরের তৈরি ‘সুরক্ষা’ প্ল্যাটফর্ম টিকা কার্যক্রমে বেশ সফলভাবে কাজ করছে। এই প্ল্যাটফর্ম নিজের করে নিতে বিসিসি, এটুআই এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করছিল। তাই ত্রুটির অজুহাতে আমাদের ‘বলির পাঁঠা’ করা হয়েছে। তবে সরকারি সিদ্ধান্ত হিসেবে আমরা মেনে নিয়েছি।

অনিয়ম বা গাফিলতিই এই বদলির কারণ কি না—জানতে চাইলে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এসএএম রফিকুন্নবী বলেন, এমন তাৎক্ষণিক বদলি আগেও করা হয়েছে। এটি রুটিন ওয়ার্ক। আপনি যেমনটা বলছেন, এমন কোনো কারণ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ থেকে নতুন দামে বিক্রি হবে সোনা

গুরুতর আহত আদাহ শর্মা

ইরানে মোসাদের ৫০ এজেন্ট আটক

বয়সের ছাপ কমাতে সাহায্য করে যেসব খাবার

ট্রাম্প-নেতানিয়াহুকে কিনতে পারেন বহুবার, খামেনির সম্পদ কত?

কোরআনে বর্ণিত যে নারীকে অনুসরণ করেন ইহুদিরা

খালি পেটে চিরতার পানি, উপকার নাকি ক্ষতি 

ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার ফতোয়া জারি করল ইরান

গাজা যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

টিভিতে আজকের খেলা

১০

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রলীগ কর্মীর চুল কর্তন

১১

০২ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

১৩

বুধবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

০২ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৫

টিকাটুলিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

১৬

বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, পুলিশ সদস্য গ্রেপ্তার

১৭

পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা, অতঃপর...

১৮

ছাত্রীদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি

১৯

দাম কমলো ইন্টারনেটের

২০
X