ওমর ফারুক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০১:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

আফগানদের বিপক্ষেও টি-২০ সিরিজ জয় সাকিবদের

আফগানদের বিপক্ষেও টি-২০ সিরিজ জয় সাকিবদের

ওয়াফাদার মোমান্ডকে মিডউইকেট দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে হাত বাড়িয়ে দিলেন শামীম হোসেন পাটোয়ারী। অন্য পাশ থেকে এসে তরুণ এ ব্যাটারকে পিঠ ছাপড়ে দিলেন সাকিব আল হাসান। তাদের উদযাপনে বাড়তি কোনো আমেজ চোখে পড়েনি। স্বাভাবিক ম্যাচের মতোই উপভোগ করেছেন সাকিব-শামীমরা। আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছেন তারা। ২-০ ব্যবধানে জিতে টানা চারটি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের পর এবার আফগানদেরও হারাল লাল-সবুজের প্রতিনিধিরা। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। এ বছর এটি বাংলাদেশের সপ্তম জয়। এক বছরে এর চেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে বাংলাদেশ একবারই, ২০২১ সালে। তবে সেই বছর ১১ জয়ের পাশে হার ছিল ১৬ ম্যাচে। এ ছাড়া ২০১৬ সালে ৭ ম্যাচ জিতলেও হার ছিল ৮টিতে। সেসব পরিসংখ্যানের দিক থেকে এ বছর মাত্র ৮ ম্যাচ খেলেই নতুন রেকর্ড গড়েছেন সাকিবরা। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে সমানে সমান ম্যাচ জেতার রেকর্ড হয়েছে অধিনায়ক সাকিবের (১৬)। ওয়ানডে বিশ্বকাপের বছর হওয়ায় এ জয় হয়তো খুব একটা গুরুত্ব বহন করবে না। তবে বাংলাদেশের জন্য বিশেষ কিছু হয়ে থাকবে। কেননা, সংক্ষিপ্ত সংস্করণে লম্বা সময় ধরেই খারাপ সময় পার সাকিব-লিটনরা যে পরিবর্তনের ডাক দিয়েছিলেন। পরপর চার সিরিজ জেতায় এবার হয়তো কিছুটা হলেও তার স্বস্তি পাবেন তারা। শুধু ম্যাচ জেতাই নয়, খেলোয়াড়দের মানসিকতায়ও পরিবর্তনের দেখা মিলেছে। ২০২৪ বিশ্বকাপ সামনে রেখে এভাবেই খেলা এগিয়ে নিতে চাইবেন সাকিবরা। সিরিজ শুরুর আগেই পরিসংখ্যানে ঢের এগিয়ে ছিল আফগানরা। সিলেটের মাঠে টি-টোয়েন্টিতে জয়ের রেকর্ডও ছিল না সাকিবদের। সব কিছুতে পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসী ছিলেন সাকিব। সিরিজ শুরুর আগেই বলেছিলেন, ফেভারিট কে সেটা আপনারা বেছে নেন। আমরা চাই দুই ম্যাচেই জিততে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচ—সাকিব যা চেয়েছেন, তা-ই করে দেখিয়েছেন। এবার নিজেদের সামনের দুটি বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুত করার কথা বলেছেন তিনি। আফগানদের ১১৮ রানের চ্যালেঞ্জ তাড়ায় দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। প্রথমবার ওপেনিং করা আফিফ হোসেনকে নিয়ে স্কোর বোর্ডে ৬৭ রান যোগ করেন লিটন দাস। এক বলের ব্যবধানে লিটন ফেরেন ৩৫ রানে এবং আফিফ ২৪। এরপর নাজমুল হোসেন শান্ত সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ব্যবধানটা চাপের না হলেও আফগান বোলিংয়ের সামনে চাপের মতোই ছিল তা। উইকেটে তখন তাওহীদ হৃদয় ও সাকিব। বলের সঙ্গে রানের ব্যবধান বেড়েই চলছিল। গ্যালারি থেকে শোনা যাচ্ছিল, ‘সাকিব, সাকিব, সাকিব’। সমর্থকদের ডাক পেতেই লং অনের ওপর দিয়ে রশিদ খানকে দারুণ এক ছক্কা হাঁকান সাকিব। ঠিক সময়মতো ছক্কা মারায় ক্রিকইনফোর স্কোরার লিখেছিলেন, ‘অ্যান্ড দ্য কিং রেসপন্স পারফেক্টলি।’ শেষ পর্যন্ত উইকেটে ছিলেন সাকিব। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক। ম্যাচসেরার সঙ্গে সিরিজসেরার পুরস্কারও জিতেছেন তিনি। পুরস্কার নিতে এসে বাংলাদেশ অধিনায়ক যেমনটা বলেছিলেন, ‘আজ (গতকাল) আমি ও কোচিং স্টাফ চেয়েছে তরুণরা বেশি সময় কাটাক এবং কাজ শেষ করে আসুক। এরপর (অবশ্য) আমাকে আসতে হয়েছে। আশা করি, এ জয়ে পাওয়া আত্মবিশ্বাস সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপে কাজে দেবে।’ ব্যাটিংয়ের মতো বোলিংয়েও দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের শুরুতে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে টি-টোয়েন্টিতে উইকেট শিকারের ফিফটি পূর্ণ করেন তাসকিন আহমেদ। আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইকেও ফেরান তিনি। এরপর সাকিব, মুস্তাফিজুর রহমানদের বোলিংয়ে অল্প রানেই আটকে যায় সফরকারীরা। সহজ লক্ষ্য পেয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিয়ে চাকরি খোয়ালেন বেরোবি সমন্বয়ক

হাওর ও চরাঞ্চলের শিক্ষক বদলির তদবির আসে ওপর থেকে : গণশিক্ষা উপদেষ্টা

জয় স্যুটকেস ভরে টাকা নিয়ে গেছে : হাবিব-উন-নবী সোহেল

২৫ বছর ধরে বাঁশির মায়ায় আটকে আছে শফিকুলের জীবন

একাত্তরেও আ.লীগ পালিয়েছে, এবারও পালিয়ে গেছে : টুকু

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ হচ্ছে কবে

তিন দিনের মধ্যে সাদাপাথর ফেরত না দিলে ব্যবস্থা

উগান্ডার সঙ্গে ট্রাম্পের চুক্তি, জানা গেল নেপথ্য কারণ

১০

ইসহাক দারের সঙ্গে কী আলোচনা হলো বিএনপি-জামায়াত-এনসিপির

১১

মনোনয়নপত্র বিতরণ শুরু রোববার : রাকসু ট্রেজারার

১২

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত

১৩

পাথরের জন্য মাইকিং, ডেডলাইন ২৬ আগস্ট

১৪

‘চোখের সামনেই আমার ছেলেটার মৃত্যু হয়েছে’

১৫

তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান

১৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমেরিকান প্রবাসী মিঠুর খাদ্যসামগ্রী বিতরণ

১৭

যশোর-৬ আসন অপরিবর্তিত রাখার দাবিতে গণমিছিল

১৮

কুকুরকে খাবার খাওয়ানোর কারণে নারীকে ৩৮ সেকেন্ডে ৮ বার থাপ্পড়!

১৯

টেকনাফ সীমান্তের ওপারে আবারও গোলাগুলি, এপারে আতঙ্ক

২০
X