কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

চলচ্চিত্রকার মৃণাল সেন

স্মরণ
চলচ্চিত্রকার মৃণাল সেন

উপমহাদেশীয় বাংলা চলচ্চিত্রের ট্রিলজি বলা হয় সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনকে। তিনজনই ছিলেন নিজ নিজ স্থানে অতুলনীয়। তাদের মধ্যে অন্যতম প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন। কিংবদন্তি এ চলচ্চিত্র নির্মাতা বর্তমান বাংলাদেশের ফরিদপুরে ১৯২৩ সালের ১৪ মে জন্মগ্রহণ করেন। এ দেশের আলো-বাতাস গায়ে মেখেই কেটেছে মৃণাল সেনের শৈশব-কৈশোর। ফরিদপুরের কাদামাটিতে হেঁটে হেঁটেই পা রাখেন তারুণ্যের চৌকাঠে। দেশ বিভাগের রাজনৈতিক ডামাডোল তাকে ঠেলে দেয় কলকাতায়। কলকাতার স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিষয়ে পড়াশোনা করেন তিনি। পদার্থবিজ্ঞানের একজন ছাত্র হয়ে শিল্পকলার সেরা মাধ্যম চলচ্চিত্রকেই বেছে নিয়েছিলেন জীবনের ধ্যান-জ্ঞান হিসেবে। ছাত্রজীবনে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি ছিল তার দারুণ আগ্রহ। কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখার সঙ্গে যুক্ত থাকলেও সরাসরি কখনো কমিউনিস্ট পার্টির সদস্য হননি। চল্লিশের দশকে গণনাট্য সংস্থার আইপিটিএর সঙ্গে যুক্ত হন। এ সংস্থার মাধ্যমে তিনি সমভাবাপন্ন মানুষের কাছাকাছি আসতে সক্ষম হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে সাংবাদিকতাও করেছেন। গণনাট্য সংস্থার হয়ে গ্রামের হাটে-মাঠে-ঘাটে ঘুরে ঘুরে মৃণাল সেন দেখা পান জীবনের শতধারার। মনের ক্যানভাসে গেঁথে রাখা সেসব ছবি সেলুলয়েডে আঁকার স্বপ্নে বিভোর হয়ে নির্মাণ করেন প্রথম ছবি ‘রাতভোর’। ১৯৫৫ সালে মুক্তি পাওয়া মৃণাল সেন পরিচালিত প্রথম ছবিটি ব্যবসায়িকভাবে সাফল্যের মুখ দেখেনি। তবে চলচ্চিত্রকার হিসেবে এনে দেয় পরিচিতি। শক্তিশালী নির্মাতা মৃণাল সেনের পরিচয়টা আসে আরও চার বছর পর, ১৯৫৯ সালে যখন মুক্তি পায় তার দ্বিতীয় মুভি ‘নীল আকাশের নিচে’। ১৯৬০ সালে মুক্তি পায় তার তৃতীয় সিনেমা ‘বাইশে শ্রাবণ’। শুরু হয় চলচ্চিত্রকার মৃণাল সেনের জয়যাত্রা। এ মুভিটিই তাকে প্রথম আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এরপর ১৯৬৯ সালে মুক্তি পাওয়া ‘ভুবন সোম’ সিনেমার মাধ্যমে প্রচলিত ধারাকে বদলে দেন তিনি। এতে অভিনয় করেন উপমহাদেশের শক্তিমান অভিনেতা উৎপল দত্ত। ১৯৭১ সালে মুক্তি পায় ‘ইন্টারভিউ’ সিনেমাটি। এরপর ক্যালকাটা ৭১, পদাতিক, একদিন প্রতিদিন, মহাপৃথিবী, অন্তরীণ, আকালের সন্ধানে ও খারিজ চলচ্চিত্রগুলো নির্মাণ করেন মৃণাল সেন। বাংলা ছাড়াও হিন্দি, ওড়িয়া ও তেলেগু ভাষায়ও দেখিয়েছেন চলচ্চিত্র নির্মাণের মুনশিয়ানা। কালীন্দিচরণ পাণিগ্রাহীর গল্প অবলম্বনে ১৯৬৬ সালে ওড়িয়া ভাষায় নির্মাণ করেন ‘মাটির মনীষ’। ‘খারিজ’ ১৯৮৩ সালের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার ও ‘আকালের সন্ধানে’ ১৯৮১ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার অর্জন করে। এ ছাড়া ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ, ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে অর্জন করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে অর্ডার অব ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেন, ফরাসি সর্বোচ্চ নাগরিক সম্মান কমান্ডার অব দ্য আর্টস অ্যান্ড লেটারসে ভূষিত হন এ প্রখ্যাত চলচ্চিত্রকার। একবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য ফিল্মের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। গুণী এই চলচ্চিত্রকার ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি : সারোয়ার তুষার

আগের সংসার নিয়ে মুখ খুললেন তনির স্বামী

৪ ঘণ্টায়ও নেভানো যায়নি মিরপুরের গোডাউনের আগুন

পুকুরে গোসলে করতে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

১৩ খাতে বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিল মালয়েশিয়া

ইউআইইউ এবং পিএনজেড ইনোভেশনের মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

৪৮ কেজি হরিণের মাংসসহ ১ শিকারি গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে : রাশেদ প্রধান 

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতা আটক

হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে যারা আছেন

১০

‘আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে’

১১

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ৯

১২

বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো!

১৩

জুলাই জাতীয় সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না : রাশেদ প্রধান

১৪

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদলের ২ নেতা নিহত 

১৫

ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম ও কল রেকর্ড আছে : ডা. তাহের 

১৬

মধ্যপ্রাচ্য ধ্বংস নিয়ে জর্ডানের রাজার বিস্ফোরক মন্তব্য

১৭

২১ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন

১৮

ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

১৯

কাতার চ্যারিটির বাংলাদেশ অফিসে চাকরির সুযোগ

২০
X