ড. বিভূতি ভূষণ মিত্র
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ মে ২০২৫, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

বায়ুদূষণ রোধে নবায়নযোগ্য জ্বালানি

বায়ুদূষণ রোধে নবায়নযোগ্য জ্বালানি

বাংলাদেশে বিশেষ করে ঢাকাসহ সিটি শহরগুলোয় বায়ুদূষণ একটি মারাত্মক সমস্যা। পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা বায়ুদূষণ রোধে এখন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করার কথা বলছেন। নবায়নযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, ভূতাপীয় শক্তি ও বায়োমাস। এগুলো প্রকৃতি থেকে প্রাপ্তশক্তি। এসব শক্তি পুনরায় ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব। আমরা যেসব জ্বালানি ব্যবহার করি, তা থেকে কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ বেশি হয়। বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হলে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ শূন্যের কোঠায় নেমে আসবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি বছর বায়ুদূষণের কারণে বিশ্বে আনুমানিক ৩০ লাখ মানুষ মারা যায়। মূলত স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার ও অন্যান্য রোগ, শ্বাসযন্ত্রের নানাবিধ সংক্রমণ হতে পারে। বিশ্বব্যাংকের আরও একটি তথ্যমতে, বাংলাদেশে ২০১৯ সালে বায়ুদূষণজনিত সমস্যায় ৭৮ থেকে ৮৮ হাজার মানুষ মারা গেছে। বায়ুদূষণের কারণে বাড়ছে বিষণ্নতাও। জিডিপির চার ভাগেরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বায়ুদূষণের কারণে প্রতি বছর কমপক্ষে ৬.৮ বছর করে আয়ু কমে যাচ্ছে। শুধু ঢাকা নয়, ঢাকার নিকটবর্তী গাজীপুর দেশের সবচেয়ে দূষিত জেলা। এখানকার মানুষের গড় আয়ু কমে যাচ্ছে ৮.৩ বছর। বায়ুদূষণের অন্যতম প্রধান উপাদান হলো বাতাসে পিএম বা অতিক্ষুদ্র কণার উপস্থিতি। বাতাসকে ভালো বাতাস বলা যায় যদি কোনো স্থানের বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে। মধ্যমমানের বাতাস বলা হয় যদি এটি ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকে আর ১০১ থেকে ১৫০-এর মধ্যে থাকলে বিপদসীমার মধ্যে আছে বলে ধরা হয়। ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে অস্বাস্থ্যকর আর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। বায়ুমান ৩০১ থেকে ৫০০-এর মধ্যে হলে তা বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়। একটি তথ্য অনুযায়ী, বাংলাদেশে বায়ুদূষণের মাত্রা বেশি থাকে শীতকালে এবং অস্বাস্থ্যকর হলেও বর্ষাকালে দূষণ একটু কম থাকে।

সম্প্রতি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) বায়ুদূষণ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক এক আলোচনা সভা করে। সংবাদ সম্মেলনে ক্যাপস চেয়ারম্যান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার জানান, গত ৯ বছরে মাত্র ৩১ দিন নির্মল বাতাসে শ্বাস নিতে পেরেছে ঢাকাবাসী। তিনি ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকায় আমেরিকান দূতাবাস থেকে প্রাপ্ত তথ্যের আলোকে এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৯ বছরে ঢাকার মানুষ ৬২৪ দিন (২০ শতাংশ) মাঝারি বায়ু, ৮৭৮ দিন (২৮ শতাংশ) সংবেদনশীল বায়ু, ৮৫৩ দিন (২৭ শতাংশ) অস্বাস্থ্যকর বায়ু, ৬৩৫ দিন (২১ শতাংশ বায়ু) খুব অস্বাস্থ্যকর বায়ু, ৯৩ দিন (৩ শতাংশ) দুর্যোগপূর্ণ বায়ু গ্রহণ করে।

এ সময় তিনি আরও জানান, গত ৯ বছরে ২০২৩ ও ২০২১ সালে খুব অস্বাস্থ্যকর দিনের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। ২০২১ সালে খুব অস্বাস্থ্যকর দিন ছিল ৮৬ দিন। ২০২৩ সালে অস্বাস্থ্যকর দিন ছিল ১৩৩ দিন। ২০২৩ সালে অত্যন্ত অস্বাস্থ্যকর বা দুর্যোগপূর্ণ দিন ছিল ১৪ দিন। ২০২৪ সালে অত্যন্ত অস্বাস্থ্যকর বা দুর্যোগপূর্ণ দিনের সংখ্যা বেড়ে হয়েছিল ৩৫ দিন।

বাংলাদেশে বায়ুদূষণের অনেক কারণের মধ্যে বিশেষ কারণগুলো হলো—নির্মাণকাজ থেকে বায়ুদূষণ, ইটভাটা ও শিল্পকারখানা থেকে বায়ুদূষণ, যানবাহন থেকে বায়ুদূষণ, বর্জ্য পোড়ানো থেকে বায়ুদূষণ ইত্যাদি। এ ছাড়া রাস্তাঘাট ও ভবন নির্মাণের সময় ধুলোবালি বাতাসে মিশে দূষিত করে। দূষণ বাড়তে থাকে কারণ নির্মাণের সময় সঠিক নিয়মে করা হয় না। ইটভাটা থেকে যেমন প্রচুর ছাই তৈরি হয়, তেমনি ইটভাটা থেকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার অক্সাইড বাতাসে মিশে বাতাসকে দূষিত করে। ফিটনেসবিহীন যানবাহন থেকে নির্গত ধোঁয়ার কারণে বাতাস দূষিত হয়। এ ছাড়া বর্জ্য পোড়ানোর মাধ্যমেও বাতাস দূষিত হচ্ছে।

তাই বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণ রোধে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করতে হবে। এর বিকল্প হিসেবে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি ব্যবহার করতে হবে। ইটের বিকল্প হিসেবে ব্লক ইট ব্যবহার করতে হবে। বর্জ্য পোড়ানো বন্ধ করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে হবে। জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আনতে হবে। এর ব্যবহার কমিয়ে আনতে পারলেই কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমে যাবে। বায়ুদূষণও কমতে থাকবে। এজন্য নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সরকার ও নাগরিকদের মনোযোগী হতে হবে।

লেখক: শিক্ষক ও গবেষক

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাংগস ইমার্টের আয়োজনে রেফ্রিজারেটর কার্নিভাল

হবিগঞ্জে পুলিশের গাড়িতে ডাকাতদলের হামলা

সান্তোসে কেমন আছেন নেইমার?

নজরুলজয়ন্তী ঘিরে কুমিল্লায় ৩ দিনের বর্ণাঢ্য আয়োজন

পাকিস্তানে পৌঁছেছে টাইগারদের ১০ সদস্যের বহর

কপোতাক্ষ নদের কাঁকড়া রপ্তানি হচ্ছে ৪ দেশে 

মেসির জাদুতে রুদ্ধশ্বাস কামব্যাক, তবুও জয় পেল না মায়ামি

আনাস হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু

যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় দুর্ঘটনায় দায়ী ৩ জনকে আটক

অটোরিকশা চালকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

১০

সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন

১১

রাজধানীতে ট্রাকের চাপায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী

১২

সীমান্তে ২ বাংলাদেশিকে বিএসএফের গুলি

১৩

বজ্রবৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

১৪

কবি নজরুলের স্মৃতিবিজড়িত ২ বাড়ি 

১৫

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতা মুক্তা গ্রেপ্তার

১৬

জাল সনদে এমপিও আবেদনে মাদ্রাসাশিক্ষকদের কঠোর নির্দেশনা অধিদপ্তরের

১৭

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা থমকে গেল পাঁচ কারণে

১৮

অ্যাশেজের টানা কনসার্ট

১৯

চবির ব্যাচ-৪২ এর সভাপতি তাহিরা মিশু, সম্পাদক আলীমুল 

২০
X