ড. অরূপরতন চৌধুরী
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০৮:২৫ এএম
প্রিন্ট সংস্করণ
বিশ্ব তামাকমুক্ত দিবস

ধূমপান থেকে তরুণদের রক্ষা করতে হবে

ধূমপান থেকে তরুণদের রক্ষা করতে হবে

বিশ্বের এক নীরব মহামারির নাম ‘তামাক’। তামাক ছাড়া আর এত বড় দ্বিতীয় কোনো কারণ নেই, যা বছরে সারা বিশ্বে ৮৭ লক্ষাধিক মানুষের প্রাণহানির কারণ হতে পারে। আমাদের দেশেও তামাকের ভয়াবহতা উদ্বেগজনক, প্রতিদিন ৪৪৫ জন মানুষ মারা যায় তামাকের কারণে সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে! অথচ এ বিষয়ে তেমন কোনো আলোচনা বা খবর নেই। অকালমৃত্যু প্রতিরোধে নেই যথেষ্ট প্রস্তুতি ও পরিকল্পনা। সর্বগ্রাসী তামাকের ভয়াবহতা রুখে দিতে ১৯৮৭ সাল থেকে ৩১ মে দিনটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলোর উদ্যোগে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। নব্বইয়ের দশক থেকে বাংলাদেশেও তামাকমুক্ত দিবস পালিত হচ্ছে। জনসাধারণের মধ্যে তামাকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তামাকবিরোধী সামাজিক আন্দোলনটি জোরদারকরণে দিবসটির ভূমিকা অগ্রগণ্য। একসময় বেসরকারি উদ্যোগে পালন করা হলেও এখন তামাকমুক্ত দিবসটি উদযাপনে নেতৃত্ব দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল।

সরকারি-বেসরকারি সংস্থা/দপ্তরসমূহের সমন্বয়ে এ বছরও বিশ্ব তামাকমুক্ত দিবস পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছর প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘Unmasking the Appeal: Exposing Industry Tactics on Tobacco and Nicotine Products’ বাংলা ভাবানুবাদ—‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি।’ বর্তমান প্রেক্ষাপটে প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী। কারণ, মুনাফালোভী ধূর্ত তামাক কোম্পানিগুলো নানাবিধ অপকৌশলে তাদের মৃত্যুপণ্যের ব্যবসা সম্প্রসারণে মরিয়া হয়ে উঠেছে। এমনকি তামাক কোম্পানিগুলো রাষ্ট্রীয় আইন, বিধিমালা, নিয়মকানুনের তোয়াক্কা করছে না! তাদের প্রধান টার্গেট আমাদের সন্তান! শিশু-কিশোর ও তরুণদের অর্থাৎ আগামী প্রজন্মকে তারা নেশার ফাঁদে ফেলে মুনাফার পাহাড় গড়ার নেশায় আগ্রাসী রূপ ধারণ করেছে এবং সেটা ঠিক এমন সময়ে, যখন বাংলাদেশ ‘ইয়ুথ ডিভিডেন্টে’র সুফল পেতে চলেছে। তামাক কোম্পানি সেটা তাদের অশুভ লক্ষ্য বাস্তবায়নে উদগ্রীব হয়ে আছে!

বর্তমানে আমাদের সিংহভাগ জনগোষ্ঠী বয়সে তরুণ। মূলত, এ কারণেই বাংলাদেশকে ‘ইয়ুথ ডিভিডেন্ট’ দেশ হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ। বিতর্ক থাকতে পারে, তবে কিশোর-তরুণরাই এখন দেশের অন্যতম প্রধান চালিকাশক্তি। তারাই উদ্যোক্তা, পথপ্রদর্শক। তাদের উদ্যমতা, অসীম সাহস, অন্যায়ের বিরুদ্ধে রক্তস্নাত সংগ্রাম ইতিহাস হয়ে উঠেছে। এখন নব উদয়ের পথে তারা রাজপথ কাঁপিয়ে শুদ্ধ রাজনীতির চর্চ্চা মোদ্দাকথা—সবকিছুতেই তরুণরাই মুখ্য। নেতৃত্বের ঝান্ডা তরুণরাই বয়ে চলেছে, ইস্পাতকঠিন শক্ত হাতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এজন্যই বলে গেছেন—

‘ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখীর ঝড়!

তোরা সব জয়ধ্বনি কর’

তরুণরা অকুতোভয়, তারাই আগামীর অগ্রসৈনিক। তরুণদের কাজী নজরুলের ভাষায় বলতে হয়—“শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির।”

তরুণদের নিয়ে যত আশার বাণী, যত সম্ভাবনার গান প্রতিথযশা গুণী মানুষরা শুনিয়েছেন, তা এখনো আমাদের আন্দোলিত করে। এজন্যই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ থেকে শুরু করে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বাঙালি জাতির মুক্তি, স্বাধীনতার জন্য নিজেকে সঁপে দিয়েছিলাম। সাম্প্রতিককালে দেশের তরে বর্তমান প্রজন্ম যা করেছে, তা আমাদের আশান্বিত করে। ভয়ও পাই। কারণ বর্তমান সময়ের কিশোর-তরুণরা কোন পথে ধাবমান, তা নিয়ে সন্দিহান হওয়ার যথেষ্ট কারণ আছে! নেশার ফাঁদে পড়ে উগ্রতা ও অপরাধপ্রবণতার ঊর্ধ্বগতি হতাশ বাড়ায়। এদের বিপথে যাওয়ার জন্য দায়ী বহুজাতিক তামাক কোম্পানিগুলো। দায় রয়েছে সমাজ, শিক্ষাব্যবস্থা, প্রশাসন যন্ত্রের। জনপ্রতিনিধি, সংস্কৃতির ধারক-বাহক বলে যারা সমাজে পরিচিত, তারাও নেতিবাচকতায় অনেক বড় ভূমিকা রেখেই চলেছেন।

বাংলাদেশে বর্তমানে ৩৫.৩ শতাংশ (৩ কোটি ৭৮ লাখ) প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান, তামাক সেবন করে। শিশু-কিশোরদের মধ্যেও এ বদভ্যাস রয়েছে, যা অত্যন্ত মারাত্মক ও অশনিসংকেত! বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত ‘Global School Based Student Health Survey-2014’ গবেষণায় দেখা যায়, বাংলাদেশে ১৩-১৫ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে তামাক ব্যবহার করে ৯ দশমিক ২ শতাংশ। বিশ্বে এ সংখ্যা ৩ কোটি ৮০ লাখ (বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ২০২১)! শিশু-কিশোর ও তরুণদের মধ্যে ধূমপানের হার বাড়ছে আশঙ্কাজনক হারে। খেয়াল করবেন, স্কুল-কলেজের শিশু, কিশোরদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় ভয়ডরহীনভাবে হিরোদের মতো প্রকাশ্যে সিগারেট ও ফ্যাশন হিসেবে ই-সিগারেট সেবন করতে দেখা যায়। তাদের বয়সে আমরা বয়োজ্যেষ্ঠদের সম্মানে ধূমপান তো দূরের কথা, জোরে কথাও বলতে বারণ ছিল! সুতরাং, সচেতনতা বাড়ানো ও আইন বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তদের আরও সক্রিয় হতে হবে।

আমাদের মনে রাখা প্রয়োজন, সিগারেটের ধোঁয়ায় থাকা সাত হাজারের বেশি বিষাক্ত রাসায়নিক আছে। এর মধ্যে ৭০টি ক্যান্সার সৃষ্টি করে। সুতরাং তামাকের পরোক্ষ ক্ষতি থেকেও অধূমপায়ী বিশেষ করে শিশু, নারীদের রক্ষা করতে হবে। বাংলাদেশে ১৫ বছরের কমবয়সী শিশুর মধ্যে ৪ লাখ ৩৫ হাজারের বেশি শিশু তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়, যার মধ্যে ৬১ হাজারের অধিক শিশু বাড়িতে পরোক্ষ ধূমপানের শিকার হয়। পরোক্ষ ধূমপানে বাংলাদেশে প্রায় ২৬ হাজার অধূমপায়ী মারা যায়, এদের অধিকাংশ শিশু ও নারী! সুতরাং তামাকের বিষাক্ত ছোবল থেকে নিজেকে রক্ষা করুন এবং প্রিয়জনদের ও আপনার আশপাশে সবার সুরক্ষা নিশ্চিত করুন। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বছরে ১ লাখ ৬১ হাজারের অধিক মানুষের অকালমৃত্যু, ১২ লাখ মানুষ অসুস্থতা ও ৪ লাখ মানুষের পঙ্গুত্ব প্রতিরোধ করা সম্ভব হবে। জনসাধারণের মধ্যে সচেতনতা ও আইনের যথাযথ বাস্তবায়নই পারে তামাকমুক্ত সমাজ ও তামাকমুক্ত দেশ গড়তে। ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবসের আহ্বান সফল হোক।

লেখক: অধ্যাপক, বীর মুক্তিযোদ্ধা (একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক), প্রতিষ্ঠাতা সভাপতি, মানস-মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত, অনেককে জরিমানা

শরণার্থীদের বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে জার্মান সরকার

ভোটকেন্দ্রে কালো টাকার খেলা খেলতে দেব না : জামায়াত আমির

হোয়াটসঅ্যাপে নতুন দুই সুবিধা চালু

নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না : অ্যাডভোকেট সালাম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নীপতি লতিফকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

মহিলা দল নেত্রীকে মারধর, বিএনপি নেতা বহিষ্কার 

সাংবাদিক হলে এনসিপির প্রচারণায় কী করতেন, জানালেন প্রেস সচিব

এনসিপির গাড়িবহরে হামলা

ভিন্ন ছকে মাঠে নামছে পিটিআই, নির্দেশনা ইমরান খানের

১০

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, একাধিক চমক

১১

ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবি

১২

চবিতে আন্দোলনের মুখে হত্যাচেষ্টা মামলায় আসামির পদোন্নতি বোর্ড প্রত্যাহার

১৩

থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংবাদ সম্মেলন

১৪

পাগলা মসজিদে এখন থেকে অনলাইনে করা যাবে দান

১৫

খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

১৬

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন- ২০২৫

১৭

খেলার জন্য পুঁজিবাজারের মাঠ পুরোপুরি প্রস্তুত : বিএসইসি কমিশনার 

১৮

ইতালিতে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৭

১৯

ইরানের ওপর আবারও যুক্তরাষ্ট্রের আঘাত

২০
X