নুসরাত সুলতানা
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৯:৪১ এএম
প্রিন্ট সংস্করণ
চারদিক

পর্যটকদের মৃত্যুর শেষ কোথায়

ফাইল ছবি
ফাইল ছবি

আজকের বাংলাদেশে ভ্রমণ একটি ক্রমবর্ধমান চর্চা। পাহাড়, সমুদ্র, বন বা ঐতিহাসিক নিদর্শন—সবকিছুর প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ প্রশংসনীয়। কিন্তু এ আকর্ষণের পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য আতঙ্ক এবং নিরাপত্তার অভাব। কারণ সাম্প্রতিক বছরগুলোতে পর্যটনকেন্দ্রে দুর্ঘটনায় প্রাণ হারানোর খবর যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠছে, এই প্রাণহানি কি এড়ানো যেত না?

গত ৮ জুলাই কক্সবাজার ঘুরতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের তিন শিক্ষার্থী সমুদ্রে স্রোতে তলিয়ে যান। তাদের মধ্যে দুজনের লাশ পাওয়া গেলেও অরিত্র নামে শিক্ষার্থীর লাশ এখনো পাওয়া যায়নি। শুধু তারা নন, প্রতি বছর বহু পর্যটক মারা যাচ্ছেন পাহাড়ে, সমুদ্রে ঘুরতে গিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে মারা যাওয়ার জন্য পর্যটকদের অসতর্কতাকে দায়ী করা হয়। নিশ্চয়ই পর্যটকদের মৃত্যুর জন্য তাদের অসতর্কতা রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে কর্তৃপক্ষও তাদের দায়ী এড়াতে পারে না।

পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্রসৈকত কক্সবাজার, সেখানে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতে মাত্র ৫-৬ কিলোমিটার রয়েছে কয়েকজন নিরাপত্তাকর্মী, বাকি এলাকা অরক্ষিত। বিশেষ করে টেকনাফ, হিমছড়ি, ইনানী, দরিয়ানগর এসব এলাকায় পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নেই, যার ফলে পর্যটকদের জীবন নিয়ে রয়ে যায় ঝুঁকি। সমুদ্রসৈকতে নেই নির্দিষ্ট কোনো সুইমিং জোন। প্রতিকূল পরিবেশে পর্যাপ্ত সতর্ক সংকেত দেওয়া হয় না, দেওয়া হয় না পর্যটকদের যথেষ্ট নিরাপত্তাসামগ্রী। এমনকি কোনো পর্যটক হারিয়ে গেলে তাকে তাৎক্ষণিক খুঁজে বের করার মতো নেই উন্নতমানের কোনো ব্যবস্থা। যার ফলে আমরা দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র সমুদ্র স্রোতে তলিয়ে যাওয়ার তিন দিন পরও খুঁজে বের করা সম্ভব হয়নি। তাই বিভিন্ন উৎসব আর প্রতিকূল পরিস্থিতিতে পর্যটকদের মৃত্যুর হার বেড়েই চলছে। অথচ পর্যটন খাত থেকে প্রতি বছর সরকার, হোটেল-মোটেল মালিকসহ অন্যান্য সংগঠন অনেক টাকা আয় করে। তাদের আয়ের একটা অংশও তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যয় করতে রাজি নয়। অথচ উন্নত দেশগুলো পর্যটন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে। তাই আমাদের দেশের পর্যটকদের নিরাপত্তার দায়ভার কর্তৃপক্ষকে নিতে হবে এবং পর্যটন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সমুদ্রসৈকতগুলোতে সুইমিং জোন এবং নিরাপত্তা বলয় সৃষ্টি করতে হবে। উন্নত বিশ্বের আলোকে বাংলাদেশেও এক যুগ আগে সুইমিং জোন তৈরি করার কথা বলা হলেও, তা এখনো কার্যকর হয়নি, তা কার্যকর করা। পর্যটন এলাকাগুলোয় পর্যাপ্ত লাইফগার্ড, বিচকর্মী এবং প্রতি পয়েন্টে ক্যামেরা যুক্ত করা। কোনো পর্যটক পানিতে ডুবে যাওয়া বা অন্য কোনো কারণে খুঁজে পাওয়া না গেলে তাদের উদ্ধারে আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত রেসকিউ টিম রাখা, যারা তাৎক্ষণিক উদ্ধারকাজে সাহায্য করতে পারবে। চুরি, ডাকাতিসহ অন্যান্য অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা রাখা। কোনো পর্যটক মারা গেলে বা অন্য কোনো ক্ষতির সম্মুখীন হলে তার অসচেতনতা বলে দায় এড়ানো যায় না, এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করে দোষী প্রমাণ হওয়া সাপেক্ষে পর্যটন খাতসংশ্লিষ্টদের জরিমানার ব্যবস্থা রাখা। আর পর্যটকদের তো অবশ্যই সচেতন থাকা জরুরি। অতি উৎসাহী হয়ে জীবনের ঝুঁকি না নেওয়া। কোনো পর্যটক নিরাপত্তা বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর ছোট বাচ্চা নিয়ে ভ্রমণে বাড়তি সতর্ক থাকা।

সর্বোপরি, বাংলাদেশ অপার সৌন্দর্যের এক লীলাভূমি। এখানে পর্যটন অন্যতম সম্ভাবনাময় খাত। এটাকে সংরক্ষণ করা সরকারের দায়িত্ব। শ্রীলঙ্কার মতো বিশ্বের অনেক দেশ শুধু পর্যটন শিল্প দিয়ে বছরে অনেক টাকা আয় করে। বাংলাদেশের এ সম্ভাবনাময় পর্যটন খাতকে এগিয়ে নিতে হবে। আর পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে বিদেশি পর্যটকদেরও এ দেশ ভ্রমণে উৎসাহিত করে তোলা সম্ভব। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

নুসরাত সুলতানা

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে ঢাবিতে নানা আয়োজন 

ময়লাযুক্ত জলাশয়ে মিলল নিখোঁজ তিন শিশুর মরদেহ

স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

‘হানির নিচে সব ডুবি গেছে, ঘরে যাইতাম কেন্নে’

প্রধান বিচারপতি নিয়োগে প্যানেল পদ্ধতির প্রস্তাব এবি পার্টির

মেট্রোরেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে সোমবার

অন্তিম মুহূর্তে তৃষ্ণার গোলে নাটকীয় জয় বাংলাদেশের!

চাঁদার টাকাসহ বিএনপি নেতাকে হাতেনাতে ধরল সেনাবাহিনী

ডিম সেদ্ধ না ভাজা, কোনটি বেশি স্বাস্থ্যকর?

রোটারি ক্লাব চিটাগং এরিস্টোক্রেটের নতুন কমিটি

১০

৩৯ প্রভাবশালীর দখলে পাউবোর ৩২০ কোটি টাকার জমি

১১

দীর্ঘ খরা কাটিয়ে অবশেষে লিটন দাসের ব্যাটে আলো

১২

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপির ‘মনিটরিং সেল’ 

১৩

বাইকারের জীবন রক্ষার প্রতীক ‘এএইচও’ বাংলাদেশে বাধ্যতামূলক হবে কবে?

১৪

শাজাহান সিরাজের পঞ্চম মৃত্যুবার্ষিকী সোমবার

১৫

দাবি আদায়ে সচিবালয় অভিমুখে তথ্য আপাদের পদযাত্রা ও স্মারকলিপি

১৬

মিয়ানমারে উলফার ৪ ঘাঁটিতে ভারতীয় সেনাদের ব্যাপক হামলার অভিযোগ

১৭

এমপি হচ্ছেন হর্ষবর্ধন শ্রিংলা

১৮

ছোট আমদানি-রপ্তানিকারকদের ‘বড় সুখবর’ দিল বাংলাদেশ ব্যাংক

১৯

লিটন-শামিমের ব্যাটে চড়ে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

২০
X