কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান বিচারপতি নিয়োগে প্যানেল পদ্ধতির প্রস্তাব এবি পার্টির

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : কালবেলা
ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : কালবেলা

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আওয়ামী আমলের বিচারপতি নিয়োগ এড়াতে আমরা সবচেয়ে জ্যেষ্ঠ বিচারপতি নিয়োগের বিরোধিতা করেছি। আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ না দিয়ে ২/৩ জন জ্যেষ্ঠ বিচারপতির সমন্বয়ে প্যানেলের মাধ্যমে আগামী ১০ বছর পর্যন্ত এ পদ্ধতি থাকতে পারে।

তিনি বলেন, আওয়ামী বিচারপতির লেয়ার শেষ হওয়া সাপেক্ষে সিনিয়রের ভিত্তিতে প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি হতে হবে, তবে সেইসঙ্গে বিচারপতি নিয়োগের সুনির্দিষ্ট নীতিমালা করার দাবি আমরা জানিয়েছি। জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগে ফ্যাসিবাদী আমলের বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

রোববার (১৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনে সাংবাদিকদের সঙ্গে মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হকও এসময় বক্তব্য দেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, জরুরি অবস্থা ঘোষণাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার রোধে নতুন বিধান তৈরিতে প্রধানমন্ত্রীর পরিবর্তে মন্ত্রীপরিষদের অনুমোদনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমতে এসেছে। তবে এবি পার্টি জরুরি অবস্থা জারির ক্ষমতা প্রধানমন্ত্রীর পরিবর্তে মন্ত্রীপরিষদকে দেওয়ার বিষয়টি যে লাউ সেই কদুই হিসেবে দেখছে।

তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতায় কেবিনেট কখনো প্রধানমন্ত্রীর বাইরে যাবে না। এখানে আমরা বিরোধী দলীয় নেতা/উপনেতাকে সংযুক্ত করার দাবি জানিয়েছি, এবং ফাইনালি এটিতে সকলে আমরা ঐক্যমত্যে আসতে পেরেছি। তাই ক্ষমতা কুক্ষিগত করার চক্রান্ত রোধ করতেই জরুরি অবস্থা জারিতে বিরোধী দলের অংশগ্রহণ জরুরি ছিল। তবে সকলে এই মর্মে একমতে এসেছেন যে, জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা। মন্ত্রিসভার বৈঠকে সংসদের বিরোধীদলীয় নেতা বা নেত্রী বা তার অনুপস্থিতিতে বিরোধীদলীয় উপনেতা উপস্থিত থাকবেন।

ব্যারিস্টার সানী আবদুল হক জানান, রাজনৈতিক দলগুলো অধিকাংশ আপিল বিভাগ থেকে জ্যেষ্ঠ বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দান করার বিষয়ে একমত পোষণ করেছেন। তবে কয়েকটি রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে কোনো রাজনৈতিকদল বা জোট নির্বাচনে ইশতেহার পূর্বক যদি জনগণের ম্যান্ডেন্ট লাভ করে তাহলে তারা আপিল বিভাগের জ্যেষ্ঠতম দুজন বিচারপতি থেকে একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করবেন এমন বিষয়ে ঐক্যমতে আসেন। পরবর্তীতে এমন বিধান সংযোজন করতে পারবে।

তিনি বলেন, অসদাচরণ বা অসামর্থ্য অভিযোগের কারণে ৯২ অনুচ্ছেদের অধীন কোনো বিচারকের বিরুদ্ধে তদন্ত চলমান থাকলে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করা যাবে না মর্মে কমিশন প্রস্তাবনা দিয়েছে। আমরা এটির বিরোধিতা করেছি, কারণ একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ আসলেই আমরা তাকে অযোগ্য মনে করতে পারি না। এটি আইনের শাসনের পরিপন্থি বলে আমরা মনে করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিকে ১৮৫ পদে নিয়োগ, অনলাইন চলছে আবেদন

মেট্রোরেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে আজ

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার 

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ভয়াবহ দাবানল

মেঘনা গ্রুপে আকর্ষণীয় পদে নিয়োগ

গাজায় মোট মৃত্যু ৫৮ হাজার ছাড়াল

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না ৩ মাদ্রাসাছাত্রের

১৪ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১০

১৪ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১১

গণভবনকে যার সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত

১২

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে কমিশনের নতুন ফর্মুলা

১৩

পিএসজিকে বিধ্বস্ত করে শিরোপা জিতল চেলসি

১৪

লন্ডনে সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

১৫

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

১৬

‘হাসিনাকে বাংলার মসনদে ফেরাতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে’

১৭

আবু সাঈদ হত্যায় ফরেনসিক বিশ্লেষণে দুটি বিষয় স্পষ্ট : আসিফ নজরুল

১৮

সোহাগকে বাঁচাতে কেন এগিয়ে আসেননি বাহিনীর সদস্যরা, জানালেন আনসারপ্রধান

১৯

অবশেষে আ.লীগের মন্ত্রীর ভাইকে সরানো হলো মুদ্রণ শিল্প সমিতি থেকে

২০
X