কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৮:২৩ এএম
প্রিন্ট সংস্করণ
ড. শমশের আলী

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহিরুহ

ড. এ বি এম ওবায়দুল ইসলাম
দূরশিক্ষা ও বিজ্ঞানের মহিরুহ

বাংলাদেশের বিজ্ঞান ও শিক্ষাজগতে আরও একটি নক্ষত্রের পতন ঘটল। গত ২ আগস্ট রাতের শেষ প্রহরে পরলোকগমন করেছেন দেশের প্রথিতযশা পরমাণু বিজ্ঞানী, বরেণ্য শিক্ষাবিদ ও বহুমুখী জ্ঞানসাধক অধ্যাপক ড. মুহাম্মাদ শমশের আলী। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বিজ্ঞানের প্রসার ও শিক্ষাক্ষেত্রে তার অবদান তার নামকে স্থাপন করেছে গভীর শ্রদ্ধা ও সম্মানের আসনে। তার কর্মময় জীবন ও কীর্তিকে স্মরণ করে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

মুহাম্মাদ শমশের আলী ১৯৩৭ সালের নভেম্বর মাসে কুষ্টিয়া জেলার ভেড়ামারা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ছিল যশোর জেলার বসুন্দিয়া গ্রামে এবং বাবা আমীর আলী ছিলেন রেলওয়ের কর্মকর্তা। শৈশবকাল কেটেছে চুয়াডাঙ্গা, ভারতের রানাঘাট এবং নিজ জেলা যশোরে। শমশের আলীর শিক্ষাজীবন শুরু চুয়াডাঙ্গার এক স্থানীয় বিদ্যালয়ে, পরে দেশভাগের পর যশোর জিলা স্কুলে ভর্তি হয়ে ১৯৫৪ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ছাত্র হিসেবে অসাধারণ মেধাবী শমশের আলী স্কুল ও কলেজ জীবনে সব পরীক্ষায় প্রথম বিভাগে পাস করেন এবং সর্বদা শ্রেষ্ঠত্ব বজায় রাখেন। রাজশাহী কলেজ থেকে ১৯৫৬ সালে ইন্টারমিডিয়েট (বিজ্ঞান) উত্তীর্ণ হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন।

তিনি ১৯৫৯ সালে স্নাতক সম্মান ও ১৯৬০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পদার্থবিজ্ঞানে। অধ্যয়নের প্রতি তার গভীর মনোনিবেশ ও প্রজ্ঞার স্বীকৃতিস্বরূপ একই সময়ে তিনি কমনওয়েলথ স্কলারশিপসহ অন্যান্য আন্তর্জাতিক বৃত্তি অর্জন করেন। পরমাণু পদার্থবিজ্ঞানে উচ্চতর গবেষণার আকাঙ্ক্ষা থেকে ১৯৬১ সালে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী প্রফেসর আব্দুস সালামের পরামর্শে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে গমন করেন। সেখানে কিংবদন্তি পদার্থবিজ্ঞানী লর্ড ব্রায়ান ফ্লাওয়ার্স ও স্যার স্যাম এডওয়ার্ডসের তত্ত্বাবধানে গবেষণা সম্পন্ন করে ১৯৬৫ সালে তাত্ত্বিক পারমাণবিক পদার্থবিদ্যায় পিএইচডি উপাধি অর্জন করেন শমশের আলী। ছাত্রজীবন থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে তার মেধা ও অধ্যবসায়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল।

ড. শমশের আলী গবেষক হিসেবে খ্যাতি অর্জন করেন তার গভীর তাত্ত্বিক বিশ্লেষণ ও সৃষ্টিশীল চিন্তাশক্তির মাধ্যমে। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষত পারমাণবিক ভৌতবিজ্ঞানে তার মৌলিক গবেষণা আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমাদৃত হয়। বিশ্বের স্বনামধন্য বৈজ্ঞানিক জার্নালগুলোয় তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ১৯৬৫ সালে পিএইচডি শেষে দেশে ফিরে তিনি পাকিস্তান (পরে বাংলাদেশ) পরমাণু শক্তি কমিশনে গবেষণাকর্মে নিজেকে নিয়োজিত করেন। আসলে এরও আগে ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রির ফল প্রকাশের আগেই পাকিস্তান পরমাণু শক্তি কমিশনে একটি বৈজ্ঞানিক কর্মকর্তার পদে যোগ দিয়ে তার কর্মজীবনের সূচনা হয়। দেশে প্রত্যাবর্তনের পর ১৯৬৫ সালে তিনি ঢাকা পরমাণু শক্তি কেন্দ্রে সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে নিয়োগ পান। দুর্দান্ত কর্মদক্ষতা ও নেতৃত্বের যোগ্যতার কারণে মাত্র ৩৩ বছর বয়সে ১৯৭০ সালে তাকে সেই পরমাণু শক্তি কেন্দ্রের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়, যা তিনি ১৯৭৮ সাল পর্যন্ত সফলতার সঙ্গে পালন করেন।

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের গবেষণা কর্মকাণ্ডকে এগিয়ে নিতে তিনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ১৯৭৫-৮২ সময়কালে দায়িত্ব পালন করেন। এভাবে টানা ২১ বছর ধরে (১৯৬১-১৯৮২) তিনি পরমাণু শক্তি কমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দেশকে পারমাণবিক গবেষণার ভিত সুদৃঢ় করতে অমূল্য ভূমিকা রেখেছেন। পারমাণবিক পদার্থবিদ্যায় তার মৌলিক গবেষণা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৩ সালে তাকে সম্মানসূচক ‘অনারারি প্রফেসর’ পদবি প্রদান করে, যা ছিল এক বিরল সম্মাননা। পরের বছর ১৯৭৪ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পারমাণবিক পদার্থবিজ্ঞানে মৌলিক অবদানের জন্য ড. শমশের আলীকে হরিপ্রসন্ন রায় স্বর্ণপদক প্রদান করে। এসব অর্জন তার গবেষণাকর্মের অসাধারণ মান ও প্রভাবের স্বীকৃতি বহন করে।

ড. শমশের আলী মতো বিজ্ঞান গবেষণা, শিক্ষা প্রশাসন, বিজ্ঞান-সংস্কৃতি সংযোগ ও ধর্মীয় ভাবনার পরিশীলনে বহুমাত্রিক প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব বিরল। জ্ঞান-বিজ্ঞানকে মানুষের কল্যাণের হাতিয়ার হিসেবে ব্যবহারের যে আদর্শ তিনি রেখে গেছেন, তা আগামী প্রজন্মের জন্য যুগান্তকারী দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি দেখিয়ে গেছেন, গভীর জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ আর মানবসেবার মিশেল ঘটিয়ে সমাজে আলো ছড়ানো যায়। জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে এই গুণীকে আর তার গড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো ও সৃষ্টকর্ম পথপ্রদর্শক হয়ে থাকবে।

লেখক: উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম নিয়ে সেমিনার

১০

নিশাঙ্কার শতকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা

১১

সিটির হারের পর রদ্রির হতাশ স্বীকারোক্তি: ‘আমি মেসি নই’

১২

ঝড়ো ফিফটি করেও দলকে জেতাতে পারলেন না সাকিব

১৩

টঙ্গীতে ২ থানার ওসি একযোগে বদলি

১৪

তারেক রহমানের নেতৃত্বে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব : হুমায়ূন কবির

১৫

সোবোশ্লাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে আর্সেনালকে হারাল লিভারপুল

১৬

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি আনোয়ার, সম্পাদক হিলালী

১৭

তারেক রহমানকে ঘিরেই রাজনীতিতে পরিবর্তন আনতে চায় বিএনপি

১৮

চীন থেকে ফিরেই নুরকে দেখতে গেলেন নাহিদ-সারজিসরা

১৯

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ / বিএনপির অবারিত সুযোগ, আছে চ্যালেঞ্জও

২০
X