চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র ও গ্রামবাসীর সংঘর্ষে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান তিনি। এ সময় আহতদের সাথে কথা বলেন এবং দ্রুত সুস্থতার জন্য মোনাজাত করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ও ফয়সাল মুহাম্মদ ইউনূস, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, চকবাজার থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ ও এরশাদুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন