কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৩:৩২ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

তুরাগ রক্ষার কেউ নেই!

তুরাগ রক্ষার কেউ নেই!

নদীমাতৃক বাংলাদেশে নদী দখলের মচ্ছবের ইতিহাস আজকের নয়। সুদীর্ঘ সময় ধরে চলছে এই মহোৎসব। ফলে অধিকাংশ নদীর নাম কাগজে-কলমে থাকলেও বাস্তবে দৃশ্যমান নয়। এসব নদী মরে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়ার পেছনে অন্যান্য কারণ থাকলেও দখল একটি বড় কারণ। সোমবার কালবেলায় প্রকাশিত ‘ছয় প্রতিষ্ঠান গিলছে তুরাগ’ শীর্ষক প্রধান শিরোনামে দখলদারির এ মচ্ছবের চিত্রকেই তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর দিয়াবাড়ী বাসস্ট্যান্ড থেকে শুরু করে আশুলিয়া বেড়িবাঁধ পর্যন্ত দেশের ছয়টি শিল্পপ্রতিষ্ঠান—মাইশা কনস্ট্রাকশন, করিম গ্রুপ, দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল), পথ বিল্ডার্স, ক্রাউন সিমেন্ট-এর রেডিমিক্স কারখানাসহ ছোট-বড় আরও অনেক প্রতিষ্ঠানের রেডিমিক্স কারখানার সঙ্গে বিপুলসংখ্যক ইটভাটা কীভাবে গিলে খাচ্ছে তুরাগ নদকে। সবকটি কারখানাই গড়ে তোলা হয়েছে তুরাগ নদের জায়গা দখল করে। কোনো কোনো প্রতিষ্ঠান পুরোটাই নদের একেবারে ভেতরে। কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এসব প্রতিষ্ঠানের মালপত্র লোড-আনলোডের সময় বর্জ্য পড়ছে নদে। নিয়মিত বালু ফেলে ভরাট করে ধীরে ধীরে সম্প্রসারণ করা হচ্ছে এসব কারখানা। এর ফলে কমে যাচ্ছে নদের প্রস্থ। ঢাকা নগরীর পাশ দিয়ে বয়ে চলা চারটি নদীর অন্যতম এ তুরাগ নদের দৈর্ঘ্য ৬২ কিলোমিটার, গভীরতা ১৩.৫ মিটার। প্রস্থ ৮২ মিটার হলেও বাস্তবে কোথাও কোথাও তা ২০-২৫ মিটারে নেমে এসেছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে, এর পুরোভাগেই রয়েছে দখলদারির চিত্র।

প্রতিবেদন অনুসারে, বেড়িবাঁধ ধরে হেঁটে চললে চোখে পড়ার কথা নদের নয়নাভিরাম দৃশ্য। কিন্তু এখন সারি সারি শিল্পকারখানা ছাড়া চোখে পড়ে না কিছুই। বেশিরভাগ ক্ষেত্রেই নদ দখল করে, কোথাও আবার আংশিক দখল করে গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান। বালু ফেলে ভরাট করা হচ্ছে দেদার। প্রভাবশালীদের মালিকানাধীন এসব শিল্পপ্রতিষ্ঠান কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই মেতেছে দখল উৎসবে। ফলে রং হারিয়েছে নদ। অথচ একসময় প্রমত্তা এ তুরাগের জীবন-যৌবন সবই ছিল। তখন এ নদ প্রাকৃতিকভাবে জীববৈচিত্র্য রক্ষাসহ বহু মানুষের জীবিকা নির্বাহের উপজীব্য হিসেবে ব্যবহৃত হতো। সুদীর্ঘ সময় ধরে নিঃস্বার্থভাবে এ নদ আমাদের রক্ষা করেছে নানাভাবে। এখন তুরাগের পানিতে হাত দিতেও ভয় পান মানুষ। দুর্গন্ধে নাক বন্ধ রাখতে হয়। স্থানীয়দের ভাষ্যে, ‘চোখের সামনে নদডারে খাইয়া ফেলল!’

আমরা জানি নদীর চিত্র সারা দেশে একই। রাজধানী পাশ দিয়ে শতবর্ষ ধরে বয়ে চলা প্রমত্তা বুড়িগঙ্গার দৈন্যদশার কথাও আমরা জানি। এ নদীও দূষণ, দখলের খপ্পরে আজ মৃতপ্রায়। মাঝেমধ্যেই দখলদারদের বিরুদ্ধে নানা অভিযান চালানো হয়। কিছুদিন পর আবার আগে যা ছিল, সে চিত্রই ফিরে আসে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষসহ নদী রক্ষার জন্য রয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন নামে একটি স্বাধীন প্রতিষ্ঠান। স্বভাবতই এ প্রশ্ন জোরালোভাবে ওঠে যে, তাদের কাজ আসলে কী? এসবের দায় কি তারা এড়াতে পারেন? সারা দেশ তো রয়েছেই, রাজধানী শহরের পাশ দিয়ে বয়ে চলা জলজ্যান্ত এই নদটিও দীর্ঘদিন ধরে মনুষ্য দখল আর দূষণের কবলে পড়ে মৃতপ্রায়, অথচ তাকে রক্ষার কেউ নেই!

যেসব প্রতিষ্ঠান তুরাগের দূষণ ঘটাচ্ছে ও দখল করে ধ্বংস করছে, তারা কিন্তু রাতের অন্ধকারে করছে না। দিনের আলোয় দিনের পর দিন করে যাচ্ছে এসব কাজ। কারা করছে তা অতি স্পষ্ট, তাহলে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তুরাগে দখলদারির বিরুদ্ধে সংশ্লিষ্টরা এখনই যথাযথ পদক্ষেপ নেবেন—এটাই প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম হওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সালাহউদ্দিন আহমদ

আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স উদযাপন

তারেক রহমান ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করবেন : মাহবুবুর রহমান 

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে তারেক রহমানের বার্তা

স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য রক্ষায় মানুন এই ৫ নিরাপত্তা টিপস

নারীর মর্যাদা ও ক্ষমতায়নই হবে আগামীর বাংলাদেশের শক্তি : মীর হেলাল

বাদীর জিম্মায় জামিন পেলেন ছাত্রদল নেতা শাওন

দেবকে নিয়ে শুভশ্রীকে যা বললেন শান

স্বাভাবিক এক্সিট নিয়ে এ দেশেই থাকতে চাই : ধর্ম উপদেষ্টা

ইসরায়েলি বাহিনীর হাতে বন্দির সময়কার অভিজ্ঞতা জানালেন শহিদুল আলম 

১০

ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ

১১

নিজ ঘরে স্বামী-স্ত্রীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার

১২

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : উপদেষ্টা সাখাওয়াত

১৪

ব্যাচেলরদের শোবার ঘর গুছিয়ে রাখার সহজ কিছু টিপস

১৫

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

রিমান্ড শেষে সাবেক এমপি পাভেল কারাগারে 

১৭

ইশরাক-নুসরাতের বাগদান নিয়ে নুরের ফেসবুক পোস্ট

১৮

অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

১৯

ভোটে সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’ : গোলাম পরওয়ার

২০
X