মোতাহার হোসেন
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০২:৩৮ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৭:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

হিটস্ট্রোক: দায় ও করণীয়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

উত্তপ্ত উনুনের মতো স্মরণকালের তীব্র তাপপ্রবাহে পুড়ছে ঢাকসহ সমগ্র বাংলাদেশ। এ অবস্থার অবসানে মানুষের প্রার্থনা স্বস্তির বৃষ্টির। কিন্তু বৈশাখের শুরু থেকেই তীব্র তাপপ্রবাহে ছটফট করছে মানুষ, পশু ও প্রাণিকুল। দিন দিন সূর্যের আগুন ঝরানো পরিস্থিতি ক্রমান্বয়ে ‘হিটস্ট্রোকে’ রূপ নিয়েছে। এ অবস্থা বিরাজ করবে মে মাস পর্যন্ত। গরম থেকে স্বস্তি পেতে মানুষ, পশু ও প্রাণিকুল ছুটছে ছায়া, কিছুটা ঠান্ডা বাতাসের খোঁজে। টানা প্রায় তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ইট, বালু, সিমেন্টে নির্মিত প্রাচীরঘেরা রাজধানীর এই চিত্র ক্রমেই গ্রাস করছে দেশের উত্তরাঞ্চলের অধিকাংশ জেলাসহ দেশের অন্যত্রও। আবহাওয়া অফিস বলছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরাঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা ৪৩ ডিগ্রি অতিক্রম করেছে। চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ পরবর্তী কয়েকদিন অব্যাহত থাকবে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে বাড়তে পারে অস্বস্তিও। গত কয়েকদিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর দেশব্যাপী ‘হিট অ্যালার্ট’ জারি করেছে এবং বিনা প্রয়োজনে মানুষকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে। আর জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে হলে ছাতা নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে। টানা তাপপ্রবাহে পুড়ছে দেশ। কখনো তীব্র আবার কখনো অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দুঃসহ গরমে ঘরে-বাইরে হাঁসফাঁস অবস্থা মানুষের। টানা এতদিনের তাপপ্রবাহ গত ৭০ বছরে কেউ দেখেনি বাংলাদেশে। এপ্রিল মাসের টানা তাপপ্রবাহের এ ব্যাপ্তিকালকে অস্বাভাবিক ও রেকর্ড হিসেবে দেখছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ৪৮ জেলায় তাপপ্রবাহ চলছে। চলতি এপ্রিল মাসে গরমের এই দশা থেকে মুক্তি মিলবে সম্ভবত মের মাঝামাঝি নাগাদ। দেশের পশ্চিমাংশে ভারি বৃষ্টিপাত ছাড়া তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। এদিকে গরম থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় নামাজ পড়ে দোয়া করেছেন মুসল্লিরা। হিটস্ট্রোক ও গরমজনিত রোগে মানুষের মৃত্যুর খবর প্রকাশিত হচ্ছে।

মূলত জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব এবং বাতাসে কার্বন নিঃসরণ বৃদ্ধি পাওয়ায় উত্তপ্ত হচ্ছে বায়ুমণ্ডল, উত্তপ্ত হচ্ছে ভূপৃষ্ঠও। এ কারণে দেশব্যাপী ‘হিটস্ট্রোক’ পরিস্থিতি বিরাজ করছে বলে মনে করেন পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা। তারা বলেন, ঢাকাসহ সারা দেশে সবুজ বলয়, বন, বৃক্ষ, মুক্ত জলাশয় কমে যাওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে। তদুপরি তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে যানবাহন, বাসা, অফিস, আদালত, ব্যাংকপাড়া, শিল্পকারখানায় এসির অতিরিক্ত ব্যবহারে ‘উত্তপ্ত উনুনে ঘি ঢেলে’ দেওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদদের ভাষ্য হচ্ছে, দেশব্যাপী এই তাপপ্রবাহের মধ্যেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝেমধ্যে ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়ের তাণ্ডব থাকবে স্বল্প সময়ের জন্য। এ পরিস্থিতি বিরাজ করবে মধ্য জুন পর্যন্ত—এমন আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। রাজধানীতে যে তাপমাত্রা, তা ছিল চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। তবে গত কয়েকদিন ধরে টানা তাপপ্রবাহের মধ্যে বৈশাখের তৃতীয় দিন এক পশলা বৃষ্টিতে খানিকটা স্বস্তি এনেছে নগর জীবনে। তবে এই স্বস্তি সাময়িক। পরে ফের গরমের অস্বস্তিতে মানুষ। তীব্র গরমে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বাইরে কড়া রোদ থেকে বাঁচতে অনেকে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন। কেউ আবার লেবুর শরবত খেয়ে স্বস্তির সন্ধান করছেন।

গত কয়েক বছরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশেও বেশ কয়েকবার আঘাত হেনেছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী বছরগুলোয় সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও প্রাকৃতিক দুর্যোগ মারাত্মক রূপ ধারণ করবে। এ মুহূর্তে অতিরিক্ত তাপপ্রবাহে দেশের মানুষ আক্রান্ত। ঝড়ের সময় তাপমাত্রা কিছুটা কমে এলেও অন্যান্য ভোগান্তি বাড়ে বহুগুণে। কালবৈশাখী কিংবা অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যার সময় রাজধানীসহ বিভিন্ন উপকূলীয় অঞ্চল পানিতে তলিয়ে যায়। এ মুহূর্তে আমাদের ওপর এই বৈরী আবহাওয়ার প্রভাব কমিয়ে আনাটাই শুধু চ্যালেঞ্জ। এ পরিস্থিতির সঙ্গে মানুষকে কীভাবে খাপ খাইয়ে নেওয়া যায়, এর পদ্ধতি রপ্ত করতে হবে। পাশাপাশি ক্রমেই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বেশি বেশি বৃক্ষরোপণ, মুক্ত জলাশয় সৃষ্টি করে তপ্ত পৃথিবীকে বাঁচিয়া রাখা ও মানুষের স্বস্তির উপায় হিসেবে বিবেচিত হতে পারে।

বিশ্ববাসীর জন্য আরেকটি আশঙ্কার কথা হচ্ছে, বিংশ শতাব্দীর শেষার্ধ এবং এই শতকের শুরু থেকে দক্ষিণ গোলার্ধের হিমবাহগুলো ক্রমবর্ধমান হারে গলতে শুরু করে। বিশেষত, গত দশকের মাঝামাঝি থেকে এই গতি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। হিমশীতল অ্যান্টার্কটিকা মহাদেশ এবং হিমালয়ের বরফ গলা অব্যাহত থাকায় বিশ্ববাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর দক্ষিণ মেরুর তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি সমগ্র বিশ্বের জন্যই বড় ধরনের হুমকিস্বরূপ। দক্ষিণ মেরুর বরফঢাকা পূর্বাঞ্চলের মালভূমিতে অবস্থিত কনকর্ডিয়া গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা বলেছেন, ২০২২ সালের ১৮ মার্চ এ অঞ্চলের তাপমাত্রা মৌসুমি গড় তাপমাত্রার চেয়ে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। আবহাওয়া বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে হিমশীতল জায়গার তাপমাত্রায় এমন পরিবর্তন যথেষ্ট উদ্বেগের কথা বলেছেন। অ্যান্টার্কটিকার বরফ গলতে থাকায় চারপাশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে ক্রমেই। অ্যান্টার্কটিকার এই পরিবর্তন পুরো মানব সভ্যতার জন্য মহাবিপদ ডেকে আনছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জনজীবন বিপদাপন্ন হয়ে উঠছে। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে অনেক দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। দীর্ঘ খরার অভিঘাতে কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রেও সংকট দেখা দিচ্ছে। এমন অবস্থায় প্রকৃতি, পরিবেশ সংরক্ষণ, অধিক হারে বনায়ন, বৃক্ষাচ্ছাদন, মুক্ত জলাশয়, জলাধার গড়ে তোলা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনা হলে প্রকৃতির এই বৈরী আচরণ থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। এ নিয়ে এখন থেকেই কাজ শুরু করা দরকার।

লেখক: সাংবাদিক, সাধারণ সম্পাদক-বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেঁয়াজ-রসুন-আদার বাজারে অস্থিরতা

বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস, পরিসংখ্যানে কারা এগিয়ে

রয়্যাল এনফিল্ড কেনায় বিশেষ সুবিধা দেবে কমিউনিটি ব্যাংক

নুরের ওপর হামলার বিষয়ে জুলকারনাইন সায়েরের পোস্ট 

জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে যোগ দিতে বাধা

এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ

নিয়ম পরিবর্তন করে নির্বাচন দেন, আপত্তি থাকবে না : হাসনাত

তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে

নেদারল্যান্ডসের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে নুরের, মেডিকেল বোর্ড গঠন

১০

মানুষ ঘুমের মধ্যে কেন হাসে, কী করণীয়

১১

জাপার কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান

১২

শাহ পরাণের মাজারে শিরনি বন্ধ হবে, দরবার ভাঙবে : মেঘমল্লার বসু

১৩

বাড়ি বেচে দিলেন সোনু সুদ

১৪

বাইচের নৌকা ডুবে নিহত ২

১৫

মার্কিন আদালতে ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষিত

১৬

বায়ুদূষণে চ্যাম্পিয়ন কামপালা, ঢাকার অবস্থান কত

১৭

সব সময় ক্লান্ত লাগার ৫ সাধারণ কারণ

১৮

পরীক্ষামূলকভাবে আজ শুরু স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

১৯

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক

২০
X