ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ বাছাইয়ে সেই বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ে সেই বাংলাদেশ

কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে হিরো এশিয়া কাপের পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী প্লে-অফের যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে আসন্ন বিশ্বকাপ বাছাই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজরা। অথচ আসরে খেলারই কথা ছিল না বাংলাদেশের। বাছাইয়ে যোগ্যতা অর্জনের ব্যর্থতার পরও সুযোগ এসেছিল পাকিস্তান নাম প্রত্যাহার করায়। সেই বাংলাদেশই এখন বিশ্বকাপ বাছাইয়ে।

প্লে-অফ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান। দলটি ২-০ গোলে চায়নিজ তাইপেকে হারিয়ে পঞ্চম অথবা ষষ্ঠ স্থানের জন্য লড়াইয়ের মঞ্চে উঠে এসেছে। রোববার অনুষ্ঠিত হবে সে ম্যাচ। এ ম্যাচে জয়ী দল পঞ্চম স্থান নিয়ে আসর শেষ করবে, হারলে মিলবে ষষ্ঠ স্থান।

ভারতের বিহারের রাজগির শহরে ম্যাচের শুরুতেই বাংলাদেশ প্রভাব বিস্তার করেছিল। প্রথমার্ধে ৩ গোল করে দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল মশিউর রহমান বিপ্লব ও আশিকুজ্জামানের কোচিংয়ে খেলা দলটি। কাজাখস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল বেশ সুসংগঠিত, যা প্রতিপক্ষ দলের পরিষ্কার সুযোগ আটকে দেয়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তাদের আধিপত্য বজায় রেখে আরও দুটি গোল করে ম্যাচের লাগাম নিয়ন্ত্রণে রেখেছিল। শেষ মুহূর্তে কাজাখস্তান একটি গোল করলেও তা বাংলাদেশের জয় উদযাপন থামাতে পারেনি। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোমান সরকার। রোমান সরকার ম্যাচে জোড়া গোল করেছেন, দুই গোল করেছেন পেনাল্টি কর্নার (পিসি) বিশেষজ্ঞ আশরাফুল ইসলামও। এ ডিফেন্ডার ১০তম মিনিটে প্রথম গোল করেন পিসি থেকে, ২৩তম মিনিটে পরের গোল করেছেন পেনাল্টি স্ট্রোক থেকে। ২৮তম মিনিটে রোমান সরকার ফিল্ড গোল করেছেন, ৩৩তম মিনিটে দ্বিতীয় গোল করেছেন পিসি থেকে। পরের মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে ৫-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন তায়েব আলী। আলতাইনবেক আইতকালিয়েভ কাজাখস্তানের একমাত্র গোলটি করেছেন।

ম্যাচের পর রোমান সরকার কালবেলাকে বলছিলেন, ‘যে কোনো প্রতিযোগিতায় ভালো করতে হলে গোটা দলকে একটা ইউনিট হয়ে খেলতে হয়। আমরা এখানে সে চেষ্টা করেছি।’ আক্রমণভাগ এবং মাঝমাঠে খেলার দক্ষতাসম্পন্ন এ খেলোয়াড় আরও বলছিলেন, ‘আমরা সামর্থ্যের সেরাটা দিয়ে চেষ্টা করছি। চেষ্টা এখনো শেষ হয়নি, আমাদের হাতে একটা ম্যাচ বাকি। সে ম্যাচেও শতভাগ দিয়ে চেষ্টা করব। দেখা যাক কি হয়!’

বুধবার রাতে সুপার ফোরের দারুণ আকর্ষণীয় ম্যাচে ভারতের সঙ্গে ২-২ গোলে ড্র করে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। গতকাল চীনের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের আশ্চর্য পতন দেখল এশিয়া কাপ। ম্যাচের ১৩তম মিনিটে প্রথম গোল করা চীন ৪৩তম মিনিটে জোড়া গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচে ১১ পিসি পেয়েছিল দক্ষিণ কোরিয়া, যার একটিও কাজে লাগাতে পারেনি! শেষ পর্যন্ত ৩-০ গোলেই হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিআইডির ওপর হামলা, যুবক আটক

শুল্কের প্রভাব কমাতে এসি, চা ও স্কুল সরঞ্জামের দাম কমাচ্ছে ভারত

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে স্বপ্নের কথা জানালেন জামায়াত আমির

গুরুতর অভিযোগে আর্জেন্টিনাকে কোটি টাকার জরিমানা ফিফার

সুরমা নদীতে ভাসছিল জমিয়ত নেতার মরদেহ

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাল বাংলাদেশ

পাকিস্তানে ভয়াবহ বন্যার পেছনে অস্ত্র হিসেবে পানি ব্যবহার করছে ভারত? 

অশ্লীল স্পর্শের শিকার অক্ষয় কুমার

শিশু তাসনুহার বস্তাবন্দি লাশ উদ্ধার

‘ব্রাজিলের বিশ্বকাপ দলে কাদের জায়গা নিশ্চিত?’, উত্তর দিলেন আনচেলত্তি

১০

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন

১১

যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো 

১২

ইঁদুরের কামড়ে হাসপাতালে প্রাণ গেল নবজাতকের

১৩

যে ৮ কারণে মুখের চামড়া কুঁচকে যায়

১৪

মোবাইল চার্জ দেওয়ার সঠিক সময় কখন?

১৫

বিয়ের ভুয়া প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের দায়ে যুবকের ২০ বছর কারাদণ্ড 

১৬

মুগ্ধতায় মিম

১৭

এক নজরে দেখে নিন এশিয়া কাপের ৮ দলের স্কোয়াড

১৮

এশিয়া কাপের জন্য বাংলাদেশের সেরা একাদশ বাছাই করলেন আকাশ চোপড়া

১৯

ফেসবুকে কোন সময়ে পোস্ট দিলে বেশি ভিউ পাওয়া যায়? যা বলছেন বিশেষজ্ঞ

২০
X