ফুটবলে অন্যতম আলোচিত বিষয় ‘বর্ণবাদ’। এই বিষয়ে সবসময়ই কড়া অবস্থানে ছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বর্ণবাদের অভিযোগের তীর উঠেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধেও।
বর্ণবাদী আচরণের কারণে আর্জেন্টিনা, আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া, বসনিয়া-হার্জেগোভিনা এই ছয় দলকে মোটা অঙ্কের জরিমানা করেছে ফিফা। ছয় দলকে ফিফার ডিসিপ্লিনারি কমিটির এমন শাস্তির কথা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।
জানা যায়, জুন মাসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের ঘটনার কারণেই ফিফার এমন শাস্তি। আর্জেন্টিনাকে ১ লাখ ৪৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৮১ লাখ টাকা।
গত ১০ জুন ঘরের মাঠ বুয়েনস আইরেসে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়। সেই ম্যাচে বর্ণবাদের দায়ে অভিযুক্ত আলবিসেলেস্তেদের ১ লাখ ৪৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
একই ম্যাচে কলম্বিয়ান ফুটবলারকে কড়া ট্যাকেল করায় লাল কার্ড দেখেছিলেন বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ। যে জন্য দুই ম্যাচ নিষিদ্ধও হয়েছিলেন তিনি।
এদিকে ছয় দলের মধ্যে সর্বোচ্চ জরিমানা করা হয়েছে আলবেনিয়াকে। তাদের জরিমানা ২ লাখ ডলার, বাংলাদেশি টাকায় যা ২ কোটি ৪৩ লাখ টাকা।
মন্তব্য করুন