ইউরোপে ইতালিয়ান দাপট পুনরুদ্ধারের ইঙ্গিত দেওয়া ন্যাপোলি, ইন্টার মিলান, এসি মিলান, জুভেন্তাস, এএস রোমা, ল্যাজিও চলমান দলবদল বাজারে তৎপর। ইউরোপের পঞ্চপাণ্ডবের দলবদল বাজারে অবশ্য ভিন্ন পন্থায় চলছে ইতালিয়ান ক্লাবগুলো। বাকি চার লিগের অন্যান্য ক্লাবের মতো অর্থের থলে নিয়ে নামতে না পারলেও সীমিত সাধ্যের মধ্যে ঘর গোছাচ্ছে দেশটির ক্লাবগুলো। কাই হাভার্টজ-জুরিয়েন টিম্বারকে সই করিয়ে ক্ষান্ত হয়নি আর্সেনাল; ডেক্লাইন রাইসকেও চায় গানার্সরা। উদ্দেশ্যে, দুই দশকের খরা কাটিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তোলা। ম্যাক এলিস্টারের পর ডমিনিক সোবোসজলাইকে নিশ্চিত করেছে লিভারপুল। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা অল রেডরা কিলিয়ান এমবাপ্পের মতো ব্লকবাস্টার ট্রান্সফার পরিকল্পনায় নিয়ে এগোচ্ছে!
৫৫ মিলিয়ন পাউন্ডে ম্যাসন মাউন্টকে দলে নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ইন্টার গোলরক্ষক আন্দ্রে ওনানার দিকে দৃষ্টি দিয়েছে। স্কোয়াডের ফাঁকফোঁকর বন্ধ করতে মাতেও কোভাসিচকে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। জুড বেলিংহ্যাম-আরদা গুলারকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ইকাই গুন্দোগানকে সই করানো বার্সেলোনা ব্যস্ত ব্রাজিলিয়ান ভিক্টর রককে নিয়ে। উদীয়মান তারকা বার্সায় নাম লেখাতে সম্মত হয়েছেন, চূড়ান্ত হয়েছে ফি। কিন্তু আর্থিক জটিলতায় ভিক্টর রককে চুক্তি করাতে পারছে না কাতালান জায়ান্টরা। এদিকে ফরাসি জায়ান্ট পিএসজি ফরোয়ার্ড মার্কো আসেনসিওকে রিয়াল মাদ্রিদ থেকে দলে নিয়েছে। কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছাড়লে বার্সেলোনার ওসমান দেম্বেলের দিকে হাত বাড়াবে পিএসজি। হ্যারি কেইনের মতো ব্লকবাস্টার ট্রান্সফার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বায়ার্ন মিউনিখ। ন্যাপোলির ২৬ বছর বয়সী সেন্টারব্যাক কিম নি জায়ের ট্রান্সফারও সম্পন্ন করার পথে জার্মান জায়ান্টরা।
উল্লিখিত ট্রান্সফার ও গুঞ্জনগুলো আলোচিত; যার সঙ্গে বিপুল অর্থের সংশ্লিষ্টতা রয়েছে। বিপরীতে ইতালিয়ান ক্লাবগুলো মেগা ডিলের পথ পরিহার করে সীমিত সামর্থ্যের মধ্যে ফুটবলার সংগ্রহ করছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট ইন্টার মিলান সসুলো থেকে মিডফিল্ডার ডেভিডে ফ্রাত্তেসিকে দলে ভিড়িয়েছে ৬ মিলিয়ন ইউরোয়। বুরুশিয়া মনশেগ্লাবাচ থেকে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলা ফরোয়ার্ড মার্কাস থুরামকে ফ্রি ট্রান্সফারে দলে নিয়েছে সিমিওনে ইনজাঘির দল। এ ছাড়া ফ্রান্সেসকো আসেব্রিকে ৩.৫ মিলিয়ন ও মিডফিল্ডার ক্রিস্টিয়ান আসলানিকে ১০ মিলিয়ন ইউরোয় দলে ভেড়ায় মিলানের জায়ান্টরা। এসি মিলান আর্জেন্টাইন ফরোয়ার্ড লুকা রোমেরোকে ফ্রি ট্রান্সফারে দলে নিয়েছে। চেলসি থেকে মিডফিল্ডার রুবেন লুফটাস-চিককে ১৬ মিলিয়ন ইউরোয় দলে নিয়েছে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল খেলা ক্লাবটি। এ ছাড়া গোলকিপার মার্কো স্পোর্তিয়েল্লোকে ফ্রি এজেন্ট হিসেবে দলে নিয়ে ক্লাবটি। ইতালিয়ান চ্যাম্পিয়ন ন্যাপোলি ১২ মিলিয়ন ইউরোয় ভেরোনা থেকে জিওভান্নি সিমিওনেকে দলে নিয়েছে।
আরেক ফরোয়ার্ড গিয়াকোমো রাসপাদোরিকে ২৬ মিলিয়ন ইউরোয় সসোলো থেকে দলে নিয়েছে ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাবটি। ইউরোপা লিগ ফাইনালিস্ট এএস রোমা এখন পর্যন্ত দুই ফ্রি এজেন্টকে দলভুক্ত করেছে। ফ্রাঙ্কফুর্ট ছেড়ে এসেছেন আইভরি কোস্ট ডিফেন্ডার ইভান দিকা ও লিঁও ছেড়ে এসেছেন আলজেরিয়ান মিডফিল্ডার হাশেম অউয়ার। জাস্টিন ক্লুইভার্টসহ ৬ ফুটবলার বিক্রির মাধ্যমে নতুন খেলোয়াড়ের জন্য ফান্ড সংগ্রহ করছেন কোচ হোসে মরিনহো। উয়েফা কনফারেন্স লিগ ফাইনালিস্ট ফিওরেন্তিনা এখনো স্কোয়াডে নতুন ফুটবলার যোগ করতে পারেনি। সালভাতোরে সিরিগু, রিকার্ডো সাপোনারা, সায়মন জুরকোউস্কি, লরেঞ্জো ভেনুতি ও ইউসুফ মালেহকে বিক্রি করে প্রায় ৯ মিলিয়ন ইউরো আহরণ করেছে ফিওরেন্তিনা। ইতালিয়ান লিগে রানার্সআপ ল্যাজিও মিডফিল্ডার দিয়েগো গঞ্জালেজ ও মাতেও কানসেলিয়েরিকে দলে নিয়েছে।
এখন পর্যন্ত সীমিত মূল্যে পাঁচ ফুটবলার বিক্রি করেছে ক্লাবটি। বিপুল অর্থ ব্যয় করা ইংলিশ, স্প্যানিশ, জার্মান ও ফরাসি ক্লাবগুলোর চেয়ে গত মৌসুমে তুলনামূলক সফল ছিল ইতালিয়ান ক্লাবগুলো। সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ ২০২৩-২৪ মৌসুমে। এ কাজে সফল হলে ইতালিয়ানরা প্রমাণ করবে অর্থই সাফল্যের একমাত্র পূর্বশর্ত নয়!
মন্তব্য করুন