জাকির হোসেন লিটন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫১ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

ডিসি নিয়োগে বিতর্ক চলছেই

জনপ্রশাসন
ডিসি নিয়োগে বিতর্ক চলছেই

দেশের ৫১টি জেলার জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে সৃষ্ট বিতর্ক শেষ হয়নি। আওয়ামী লীগ সরকারের আশীর্বাদপুষ্ট এসব কর্মকর্তার অপসারণ চেয়ে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারও ঢাকার ডিসি মো. তানভীর আহমেদের প্রত্যাহার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। ‘ঢাকার সর্বস্তরের নাগরিক সমাজ’ ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে অবিলম্বে দাবি মেনে না নিলে জেলা প্রশাসককে অসহযোগিতাসহ আরও বড় ধরনের কর্মসূচি পালনের হুমকি দেওয়া হয়।

এর আগে রোববার লক্ষ্মীপুরের নবনিযুক্ত ডিসি রাজীব কুমার সরকার এবং তার আগের দিন খুলনার ডিসির অপসারণ চেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে লক্ষ্মীপুর ও খুলনার ‘সর্বস্তরের নাগরিক সমাজ’। তার আগে নাটোরের ডিসির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হলে তাকে লক্ষ্মীপুর বদলি করা হয়।

এদিকে অন্তর্বর্তী সরকারের ডিসি নিয়োগ নিয়ে ঘটে যাওয়া নজিরবিহীন ও ন্যক্কারজনক ঘটনার তদন্তে গঠিত কমিটি নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। ৫৯টি জেলার ডিসি নিয়োগের পর এসব কর্মকর্তাকে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ও পতিত সরকারের সুবিধাভোগী হিসেবে উল্লেখ করে বৈষম্যবিরোধী কর্মকর্তারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। এর পরই নড়েচড়ে বসে সরকার। উদ্ভূত পরিস্থিতিতে ৯ জন ডিসির নিয়োগ বাতিল এবং চারজনকে রদবদল করা হয়। পাশাপাশি কর্মকর্তাদের এ ক্ষোভের বিষয়টি তদন্তে স্বাস্থ্য সচিব আকমল হোসেন আজাদকে প্রধান করে পরদিনই এ কমিটি গঠন করে মন্ত্রণালয়। তবে ডিসি নিয়োগের সুপিরিয়র সিলেকশন বোর্ডে (এসএসবি) থাকা এ সদস্যের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেই সাতজনকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা নিয়ে শুরুতেই বিতর্ক ওঠে।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত এ কমিটি সেদিনের ঘটনা নিয়ে বৈষম্যবিরোধী সাতজন কর্মকর্তার সাক্ষ্য নিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল মকসুদ জাহেদীর কক্ষে বক্তব্য গ্রহণকালে একরকম পুলিশের ইন্টারোগেশন সেলের মতো আচরণ করে কমিটি। এমনকি আলাদাভাবে ১৫ থেকে প্রায় ৩০ মিনিট পর্যন্ত বক্তব্য গ্রহণকালে সরকারি এসব কর্মকর্তার কাউকেই বসতে দেওয়া হয়নি। এ থেকে বাদ যাননি নারী কর্মকর্তাও। এ সময় প্রশ্নবাণে জর্জরিত করা হয় কর্মকর্তাদের।

প্রশ্নকালে পতিত সরকারের পতনে তিনিসহ সরকারি কোনো কর্মকর্তারই কোনো ভূমিকা ছিল না বলে উল্লেখ করেন তদন্ত কমিটির প্রধান আকমল হোসেন আজাদ। তবে এর বিরোধিতা করে বৈষম্যবিরোধী কর্মকর্তারা আওয়ামী লীগ সরকার পতনে নিজেদের নানা ভূমিকার কথা তুলে ধরলে তিনি ক্ষুব্ধ হন। তিনি বলেন, কোনো সরকারের পতন করা কর্মকর্তাদের কাজ নয়। এমনকি যারা সরকার পতনে ভূমিকা রেখেছে, তাদের বিরুদ্ধে পরোক্ষভাবে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন এই সচিব। তিনি বলেন, কোনো কর্মকর্তা ছাত্রদল করে প্রশাসনে এসেছেন। তাদের পদোন্নতি বা পদায়নে সেটি বিবেচনায় নেওয়ার বিষয় নয়। তদন্ত কমিটির প্রধানের এমন আচরণে ক্ষুব্ধ হন বৈষম্যবিরোধী কর্মকর্তারা।

কর্মকর্তাদের কেউ কেউ কমিটি প্রধানকে পাল্টা প্রশ্ন করেন, তাহলে ৫৯ জন ডিসির মধ্যে ছাত্রলীগ, আওয়ামী লীগ পরিবার ও পতিত সরকারের সুবিধাভোগীরা কীভাবে পদায়িত হলেন? তাদের আওয়ামী লীগ-সংশ্লিষ্ট হিসেবেই বিবেচনায় নেওয়া হয়েছে কি না? তবে এই প্রশ্নের জবাব তিনি দিতে বাধ্য নন বলে জানান। তিনি বলেন, এটি এসএসবির ব্যাপার। তা ছাড়া বোর্ড সুপারিশ করার পর প্রধান উপদেষ্টা তাদের ডিসি নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন বলেও দাবি করেন আকমল হোসেন আজাদ।

তিনি আরও বলেন, ৭-৮শ কর্মকর্তার ভাইভা নেওয়া হয়েছে। সবাইকে ডিসি বানানো সম্ভব নয়। এ সময় জেরার মুখে থাকা কর্মকর্তারা বলেন, আমরা ডিসি হতে চাই না। আমরা চাই বঞ্চিত ও দক্ষ কর্মকর্তারাই যেন এ সম্মান পান। সেই সঙ্গে বিগত সরকারের কোনো দোসর এবং পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়নে সহায়তাকারী কোনো কর্মকর্তা যাতে ডিসি পদে নির্বাচিত না হন, সেই বিবেচনা থাকা উচিত বলে মনে করেন তারা। এ সময় পত্রপত্রিকায় কীভাবে ডিসিদের বিরুদ্ধে খবর প্রকাশ হলো, সেটি সম্পর্কে জানতে চান সচিব। জবাবে কর্মকর্তারা বলেন, এটি সাংবাদিকদের কাজ। আমরা জানি না। শেষে কারা সাংবাদিকদের এসব তথ্য সরবরাহ করেছে, সেটি দেখা হবে বলেও পরোক্ষ হুমকি দেন কমিটির প্রধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্সের এক্সক্লুসিভ / চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা

হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতে তৌহিদ আফ্রিদি

ফোন নম্বর ছাড়াই মেসেজ-কল নিয়ে আসছে ইলন মাস্কের নতুন অ্যাপ

রোহিঙ্গাদের জন্য এর বেশি করার সুযোগ বাংলাদেশের নেই : ড. ইউনূস

মাঠ থেকে মুখবাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে ভ্যালেন্সিয়ার সহকারী কোচ

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

১৬ বছর আগে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

কলিজার টুকরা দিয়েও বাঁচানো গেল না স্বামীকে, মারা গেলেন নিজেও

১০

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

১১

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১২

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

১৩

কথা রাখেনি প্রেমিকা, অভিমানে গলায় ছুরি চালালেন হাবিবুর 

১৪

তীর্থযাত্রী বহনকারী ট্রলিতে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৮

১৫

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ইসহাক দার

১৬

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

১৭

ক্ষমা চেয়ে আবেদন উমামা ফাতেমার

১৮

যেসব লক্ষণে বুঝবেন আপনি লো ব্লাড প্রেশারে ভুগছেন

১৯

গণহত্যা মামলায় আফ্রিদি গ্রেপ্তার, ফেসবুকে প্রতিক্রিয়া প্রত্যয় হিরণের

২০
X