শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
শরীফ হোসেন, নারায়ণগঞ্জ
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৯:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

৬০ কোটির জামদানি বিক্রির টার্গেট

ঈদে চাঙ্গা রূপগঞ্জের জামদানি পল্লি
৬০ কোটির জামদানি বিক্রির টার্গেট

জামদানি শাড়ির কথা শুনলেই সামনে আসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়ার কথা। নোয়াপাড়াকে জামদানির আঁতুড়ঘর বলা হয়। এ এলাকা থেকেই জামদানি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যাচ্ছে। জামদানি শাড়ির ইতিহাস এখানে কয়েকশ বছরের। এ পেশার সঙ্গে জড়িত রয়েছেন প্রায় ৫ হাজার তাঁতি। ঈদ সামনে রেখে তাঁতিদের যেন দম ফেলার সুযোগ নেই। তবে এবার জামদানি পল্লিতে সরাসরি ক্রেতা থেকে অনলাইনে শাড়ি বেশি বিক্রি হচ্ছে বলে জানান তাঁতিরা। এবারের ঈদে ৬০ কোটি টাকার জামদানি বিক্রির টার্গেট রয়েছে ব্যবসায়ীদের।

জানা গেছে, রূপগঞ্জের জামদানি সারা দেশ থেকে পাইকাররা এসে নিয়ে যাচ্ছে। এ ছাড়া প্রায় ২০ কোটি টাকার জামদামি ভারত, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন স্থানে রপ্তানি হচ্ছে। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য জামদানি শাড়ি নানা ডিজাইনের হয়ে থাকে। এর মধ্যে পান্না হাজার, তেরছা, পানসি, ময়ূরপঙ্খি, বটপাতা, করলা, জাল, বুটিদার, জলপাড়, দুবলী, ডুরিয়া, বলিহার, কটিহার ডিজাইন বেশ জনপ্রিয়।

সম্প্রতি নোয়াপাড়ায় সরেজমিনে দেখা যায়, জামদানি পল্লিতে প্রবেশ করতেই কানে আসছে খটখট শব্দ। ঈদ সামনে রেখে তাঁতিদের যেন দম ফেলার সুযোগ নেই। নানা ডিজাইনের মাধ্যমে মনের মাধুরী মিশিয়ে তাঁতিরা তৈরি করছেন জামদানি শাড়ি। জামদানি পল্লিতে প্রায় ৩০টি শোরুম রয়েছে। দোকানগুলোতে পাইকারি ও খুচরা ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আগে তাঁতিরা শুধু জামদানি শাড়ি তৈরি করলেও বতর্মানে পাঞ্জাবি, থ্রিপিস, টুপিস ও বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাক তৈরি করছেন। এতে জামদানির জনপ্রিয়তা দিন দিন আরও বাড়ছে। তবে জামদানি পল্লিতে আসা ক্রেতারা হতাশা প্রকাশ করেছেন পল্লির পরিবেশ নিয়ে। বেহাল রাস্তাঘাট ও ঘিঞ্জি পরিবেশ জামদানি পল্লির সৌন্দর্য যেন অনেকটাই ম্লান করেছে বলে দাবি ক্রেতাদের।

তাঁতিরা জানান, দু-তিন বছর কিছু প্রতিবন্ধকতা থাকলেও এ বছর তাদের জামদানি বিক্রি খুব ভালো হচ্ছে। সরাসরি পাইকারি ও খুচরা ক্রেতারা তাদের কাছ থেকে শাড়ি নিয়ে যাচ্ছেন। দামও ভালো মিলছে। সরাসরি ক্রেতার পাশাপাশি তারা ই-কমার্স ও সামাজিক যোগাযোগমাধ্যমকে জামদানি শাড়ি বিক্রির নতুন বাজার হিসেবে ব্যবহার করছেন। দুই মাধ্যম মিলিয়ে এবারের ঈদে তাদের প্রায় ৬০ কোটি টাকার শাড়ি বিক্রির টার্গেট রয়েছে।

তারা আরও বলেন, বর্তমানে পল্লির তাঁতি ও দোকান মালিকদের সবারই সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ রয়েছে। সেই পেজের মাধ্যমেই তারা শাড়ি বিক্রি করে চলছেন। বেশ সাড়াও পাচ্ছেন তারা। একেকটি শাড়ি ২ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। তাঁতিদের কাছ থেকে জামদানি কিনে অনেক যুবক অনলাইনে বিক্রি করেও বেশ লাভবান হচ্ছে।

পল্লির বিসমিল্লাহ জামদানি মালিক আসিফ বলেন, গত কয়েক বছর জামদানির বাজার খারাপ গেলেও এ বছর থেকে জামদানির বাজার চাঙ্গা হতে শুরু করেছে। আগে শাড়ি বিক্রি করে তাঁতিদের মজুরি দিতে হিমশিম খেতে হলেও বর্তমানে ভালোভাবেই তা পারছেন। অনলাইনে শাড়ি খুব ভালো বিক্রি হচ্ছে।

শফিকুল জামদানির মালিক শফিকুল ইসলাম বলেন, দেশের বেশ কয়েকটি নামিদামি ব্র্যান্ডের শোরুমে জামদানি দিয়ে আসছি কয়েক বছর ধরে। সুতার দাম বাড়ার কারণে ব্যবসা আগের মতো নেই। আমার জামদানি তৈরির কারখানায় আমেরিকার সাবেক হাইকমিশনার পিটার হাসসহ দেশের বাইরে থেকে অনেকেই পরিদর্শন করে গেছেন। জামদানিকে বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা প্রয়োজন।

জামদানি ব্যবসায়ী আরিফুল ইসলাম কাশেম বলেন, ভারতে জামদানি রপ্তানি করি। ভারতে আমাদের দেশের জামদানির কদর অনেক। বিভিন্ন মেলায় আমরা অংশগ্রহণ করি। জামদানির মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশকে উপস্থাপন করি।

সোহাগ জামদানির মালিক সোহাগ জানান, তার বাবা নজরুল ইসলাম ২০ বছর ধরে জামদানির সঙ্গে সম্পৃক্ত। জামদানি পল্লিতে তার বাবার দোকানও রয়েছে। তিনি পাইকারদের পাশাপাশি অনলাইনে জামদানি শাড়ি বিক্রির চিন্তা করলেন। গত বছর সোহাগ জামদানি নামে এক পেজ খোলেন। পেজটিতে নিয়মিত জামদানির শাড়ির ছবি তুলে আপলোড করতে থাকলেন। কয়েক মাস যেতে না যেতেই দোকানের পাশাপাশি অনলাইনেও বিক্রি হতে থাকল অনেক। ঈদের কারণে অনলাইনে শাড়ি বেশ ভালো বিক্রি হচ্ছে।

তবে তাঁত কারিগরদের অভিযোগ, গত কয়েক বছর জামদানির বাজার মন্দার অজুহাতে তাঁতকল মালিকরা শ্রমিকদের মজুরি বাড়ায়নি। কিন্তু এ বছর জামদানির বাজার ভালো হলেও তাঁত কারিগরদের মজুরি তেমন বাড়ানো হয়নি। বছরের ওপর বছর মজুরি না বাড়ার কারণে অনেকে তাঁত পেশা ছেড়ে দিচ্ছেন। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে এই মজুরিতে সংসার চালানো কষ্টসাধ্য ব্যাপার হয়েছে। তাই বেতন না বাড়ালে তাঁত-কারিগরের অভাবে এ পেশা বিলীন হয়ে যাবে এক সময়।

এ ব্যাপারে তাঁতকল মালিকদের দাবি, জামদানি বিক্রি বাড়লেও খরচ অনেক বেড়েছে। সুতার দাম, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন খরচ বাড়ায় শাড়ি বিক্রি বেশি হলেও তেমন লাভ হচ্ছে না। তাই কারিগরদের মজুরিও তেমন বাড়ানো সম্ভব হচ্ছে না। এর পরও যতটুকু পারা যায় মজুরি বাড়ানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১০

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১১

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১২

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৩

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৪

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৫

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৬

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৭

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১৮

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৯

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

২০
X