কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৩:২২ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির দিকে

মৃত্যু আরও দুজনের
ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির দিকে

দেশের ডেঙ্গু পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। মৌসুমের ঝুঁকিপূর্ণ সময়ে এখন বাড়ছে আক্রান্তের সঙ্গে মৃত্যুও। এ বছর সরকারি হিসাবে ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়িয়েছে। এর মধ্যে গত ১১ দিনে মৃত্যু ৩৮ জনের। এই মৌসুমে সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়েছে গেল সেপ্টেম্বরে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৪০ হাজারের বেশি। তাদের বেশিরভাগ রাজধানীর দুই সিটির বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে ডেঙ্গুতে মৃত ২০১ জনের মধ্যে ১০৭ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চিকিৎসাধীন ছিলেন। ২৮ জন উত্তর সিটি করপোরেশনের। চট্টগ্রাম বিভাগে ২১ জন, খুলনায় ১২, ঢাকায় ৭ এবং ময়মনসিংহ ও রংপুরে একজন করে দুজনের মৃত্যু হয়। মাসের হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে। ওই মাসে ৮০ জনের মৃত্যু হয়। অক্টোবরের গত ১১ দিনে মৃত্যু হয় ৩৮ জনের। আগস্টে ২৭, জুলাইয়ে ১২, জুনে ৮, মে মাসে ১২, এপ্রিলে ২, মার্চে ৫, ফেব্রুয়ারিতে ৩ এবং জানুয়ারিতে ১৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া এখন পর্যন্ত মৃত ২০১ জনের মধ্যে ৫০ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৪৯ দশমিক ৮০ শতাংশ নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪০ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৩০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭০ শতাংশ নারী। আক্রান্তের হিসাবেও রাজধানীর দুই সিটি করপোরেশনে সর্বোচ্চ। এখানে ২৬ হাজার ৭২ জন। চট্টগ্রাম বিভাগে ৭ হাজার ৯০৪ জন। ঢাকায় ৬ হাজার ২৫৯ জন। খুলনায় ৩ হাজার ২০৫ জন, ময়মনসিংহে ১ হাজার ৪৯ জন, রাজশাহীতে ৯৯২ জন, রংপুরে ৬১৭ জন, সিলেটে ৭৯ জন এবং গাজীপুর সিটি করপোরেশনে আরও তিনজন।

মাসের হিসাবে দেখা গেছে, অক্টোবরের গত ১১ দিনে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল ৯ হাজার ৯৫৭ জন। সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭ জন। আগস্টে ৬ হাজার ৫২১, জুলাইয়ে ২ হাজার ৬৬৯, জুনে ৭৯৮, মে মাসে ৬৪৪, এপ্রিলে ৫০৪, মার্চে ৩১১, ফেব্রুয়ারিতে ৩৩৯ এবং জানুয়ারিতে ১ হাজার ৫৫ জন।

গতকাল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৪৬১ ডেঙ্গু রোগী। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ছাড়পত্র নিয়েছেন ৩৭ হাজার ১৭২ জন।

৪৯০ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু আরও দুজনের: এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৯৫ জনে। এ সময় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল সারা দেশে আরও ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত দুজনই রাজধানীর বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২২৫ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ১২২ জন, চট্টগ্রামে ৫৯ জন, বরিশালে ২৭ জন, খুলনায় ৩৫ জন, ময়মনসিংহে ১৬ জন এবং রংপুরে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন। যার মধ্যে ঢাকায় ১ লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ১১ হাজার ১৭১ জন। গত বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ ডেঙ্গুরোগী। এ ছাড়া ডেঙ্গুতে মারা গেছেন ১ হাজার ৭০৫ জন, যা দেশের ইতিহাসে এক বছরে ডেঙ্গু রোগে সর্বাধিক মৃত্যু। ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হন। মারা যান প্রায় ৩০০ জন। ২০২০ সালে করোনা মহামারির মধ্যে ডেঙ্গুর সংক্রমণ কম ছিল। পরের বছর ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১০৫ জন মারা যান। ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হন, যার মধ্যে ২৮১ জন মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কুচকাওয়াজে যেসব অস্ত্রের প্রদর্শন করল চীন

মরেও রেহাই পেলেন না কাউন্সিলর মিন্টু

পিটার হাস এখন কক্সবাজারে

২ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে

৬ হাজার টাকায় বিক্রি এক ইলিশ

ইসরায়েলের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের পথে মিসর

চীনের সামরিক প্যারেড নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাল জাপান

পুলিশের ওপর হামলায় গ্যাংহোতা জনি-রনি গ্রেপ্তার

পিয়াকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব, অতঃপর

সন্ধ্যায় বাংলাদেশ-ভিয়েতনাম ফুটবল ম্যাচ, দেখবেন যেভাবে

১০

কিশোরের করুণ পরিণতির পর চ্যাটজিপিটি নিয়ে নতুন পরিকল্পনা 

১১

চবিতে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৮

১২

টানা ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

১৩

ফরহাদের ছাত্রলীগ বিতর্ক, ভিডিও বার্তা দিলেন আসল ফরহাদ

১৪

শসায় ওজন কমে? জানুন পুষ্টিবিদ কী বলছেন

১৫

সাকিবের কীর্তিতে ভাগ বসালেন নবি

১৬

এস এম ফরহাদের ডাকসু নির্বাচনে বাধা নেই

১৭

মাদক সেবন করে মাতাল দুই বন্ধুর ঝগড়া, অতঃপর...

১৮

কুড়িলে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল  

১৯

কিশোরীকে ধর্ষণ : কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড

২০
X