কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০২:৩০ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রে হামলার সন্দেহে সেনাবাহিনীর ২ সদস্য!

দেশজুড়ে আতঙ্ক
যুক্তরাষ্ট্রে হামলার সন্দেহে সেনাবাহিনীর ২ সদস্য!

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে নববর্ষ উদযাপন করা মানুষের ভিড়ের মধ্যে দ্রুতগতিতে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি শামসুদ্দিন জব্বার এক সময় মার্কিন সেনাবাহিনীতে কাজ করতেন। পুলিশের গুলিতে নিহত এই সন্দেভাজনের গাড়িতে জঙ্গি গোষ্ঠী আইএসের একটি পতাকা পাওয়া গেছে। যদিও এখনো আইএস এ ঘটনার কোনো দায় স্বীকার করেনি। অন্যদিকে একই রাতে নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরণের যে ঘটনা ঘটে, সে ঘটনার সন্দেহভাজন ব্যক্তিও মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন। তাই এ দুটি এ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। কয়েক ঘণ্টার ব্যবধানে এ দুটি ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাড়ানো হয়েছে বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা।

লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৫ জনের মতো। বুধবার স্থানীয় সময় রাত সোয়া ৩টার দিকে ফ্রেঞ্চ কোয়ার্টার পার্টি এলাকার বুরবোন স্ট্রিটে এ ঘটনা ঘটে। দেশটির ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই একে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে তদন্ত করছে। নিউ অরলিন্স শহরের এই স্থানটি নাইটলাইফের জন্য বেশ প্রসিদ্ধ। ঘটনার সময় ফ্রেঞ্চ কোয়ার্টারে রাস্তাটি নববর্ষ উদযাপনকারী পর্যটক ও স্থানীয়দের দিয়ে পূর্ণ ছিল। এফবিআই জানিয়েছে, ট্রাকটির চালক ছিলেন ৪২ বছর বয়সী সামসুদ্দিন জব্বার। যিনি একজন মার্কিন নাগরিক এবং টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ছিলেন। সিবিএস নিউজ একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, চালক ব্যারিকেড ভেঙে জনতার ভিড়ের মধ্যে প্রচণ্ডগতিতে পিকআপ তুলে দেয় এবং ট্রাক থেকে নেমে গুলি করা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পুলিশ সঙ্গে গোলাগুলি চলাকালে সন্দেহভাজন ব্যক্তি নিহত হন। আহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন, যারা সন্দেহভাজন ব্যক্তির গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছে এফবিআই। তবে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এফবিআই জানিয়েছে, হামলায় জড়িত ওই পিক আপের ভেতর থেকে ইসলামিক স্টেটের পতাকা পাওয়া গেছে। হামলাকারীর কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের সঙ্গে সম্পৃক্ততা আছে কী-না বা তিনি কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবর থেকে জানা গেছে, ওই পিকআপটি থেকে আগ্নেয়াস্ত্র এবং পাইপ বোমা উদ্ধার করা হয়েছে। এগুলো কুলারের ভেতরে লুকানো ছিল এবং রিমোট দিয়ে বিস্ফোরণ ঘটানোর জন্য তারের সঙ্গে সংযুক্ত ছিল। সেখান থেকে একটি রিমোট কন্ট্রোলও পাওয়া যায়। পরে সেগুলো নিস্ক্রিয় করা হয়। কর্তৃপক্ষ তদন্ত করছে, জব্বার একা এই হামলা চালিয়েছেন নাকি কেউ তাকে সহায়তা করেছে। সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তারা জানান, তাদের ধারণা হামলাকারী একা ছিলেন না। যদিও আইন প্রয়োগকারী সংস্থা এখনো সেই সহযোগীদের বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করেনি। তদন্তকারীরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বোঝার চেষ্টা করছেন যে কেউ এই ডিভাইসগুলো স্থাপন করতে সাহায্য করেছে কি না। এফবিআই জানিয়েছে যে, সাদা ফোর্ড এফ-১৫০ লাইটনিং মডেলের পিকআপটি ভাড়া করা বলে মনে হচ্ছে এবং এটি কীভাবে জব্বারের হাতে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পিকআপটির সামনের অংশে পুরো দুমড়ে-মুচড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সন্দেহভাজন হামলাকারীর গাড়িতে আইএসের পতাকা পাওয়া গেলেও এ ঘটনার দায় এখনো স্বীকার করেনি জঙ্গি গোষ্ঠীটি। সাধারণত ঘটনা ঘটার কয়েক ঘণ্টার মধ্যে দায় স্বীকার করে থাকে আইএস। তবে অনলাইনে আইএসের সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। শামসুদ্দিন জব্বারকে তারা ‘শহীদ’ ও ‘সিংহ বলে অভিহিত করেন। একই সঙ্গে কোনো কোনো সমর্থক আইএসের দায় স্বীকার না করা পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন।

অন্যদিকে, এই হামলার কয়েক ঘণ্টা পরে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে ট্রাম্প হোটেলের বাইরে একটি টেসলা সাইবার ট্রাক বিস্ফোরিত হয়, এতে চালক নিহত হন এবং সাতজন আহত হন। হোটেলের ভেতর ও বাইরে থেকে ধারণ করা ভিডিও থেকে দেখা গেছে, দাঁড়িয়ে থাকা গাড়িটি বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। এরপর এটির ভেতর থেকে অগ্নিশিখা বেরুতে থাকে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের একটি অংশ এই হোটেলটি। তিনি আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে ফের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন। ট্রাম্পের হোটেলের সামনে, আবার তার সহযোগী ইলন মাস্কের টেসলার গাড়িতে বিস্ফোরণ-এ দুটি বিষয় অনেক প্রশ্ন তৈরি করেছে। ইলন মাস্ক জানিয়েছেন, গাড়ির প্রযুক্তিগত কোনো কারণে বিস্ফোরণ ঘটেনি। হয় কোনো আতশবাজি অথবা বোমায় এটি বিস্ফোরিত হয়েছে। এখন খুঁজে বের করার চেষ্টা হচ্ছে, টেসলার এই গাড়ির সঙ্গে কোনো সন্ত্রাসী হামলার সংশ্লিষ্টতা আছে কি না। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের কর্মকর্তা কেভিন ম্যাকমাহিল অবশ্য বলেছেন, তারা ধারণা করছেন এটি আত্মঘাতী হামলার ঘটনা ছিল। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি নিজেকে বোমায় উড়িয়ে দেন। তার নাম প্রকাশ না করে ম্যাকমাহিল বলেন, এ সন্দেহভাজন ব্যক্তিও এক সময় মার্কিন সেনাবাহিনীতে কাজ করেন। তার লিংকডিইন প্রোফাইল থেকে পুলিশ জানতে পারে যে, এ ব্যক্তি মার্কিন সেনাবাহিনীতে ১৯ বছরেও বেশি সময় কাজ করেন। তার সর্বশেষ পরিচয় ছিল তিনি অটোনোমাস সিস্টেম ম্যানেজার হিসেবে কাজ করতেন। এ পরিচয়ে তিনি মাত্র তিন মাস কাজ করেন। দুটি ঘটনার দুই সন্দেহভাজন মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য হওয়ায় তাই স্বাভাবিকভাবে অনেক প্রশ্ন উঠেছে। যদিও প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এখন পর্যন্ত দুটি ঘটনার কোন যোগসূত্র পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X