বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর মুক্তির তারিখ ঘোষণাসহ সিনেমাটির ট্রেলার ও পোস্টার উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আগামী ১৩ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। গতকাল রোববার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, চার বছরের পথপরিক্রমায় আজ আমরা ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছি। আগামী ১৩ অক্টোবর সিনেমাটি সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে।
মন্ত্রী বলেন, ‘মুজিব-দ্য মেকিং অব আ নেশন’, ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে বাংলাদেশের ইতিহাস, অভ্যুদয়ের ইতিহাস আছে। কারণ, এই বাংলাদেশ জাতিরাষ্ট্র গঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে।
হাছান মাহমুদ বলেন, এটি শুধু একটি সিনেমা নয়, এটি বঙ্গবন্ধুর বায়োপিক। এটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধু কীভাবে একটি জাতির রূপকার হলেন, সেটিই এ ছবিতে চিত্রায়িত হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, জাতির জন্য তার যে সংগ্রাম, তার যে ত্যাগ, তার যে দৃঢ়তা, ফাঁসির মুখোমুখি দাঁড়িয়েও তিনি কীভাবে অবিচল ছিলেন, সেগুলো এই
ছবিতে উঠে এসেছে। সবচেয়ে বড় কথা যেটি সেটি হচ্ছে, ১৫ আগস্টের মর্মান্তিক দুর্ঘটনার কথা আমরা জানি, কিন্তু সেই ঘটনা কোনো জায়গায় কখনো চিত্রায়িত হয়নি, শুধু এই ছবিতে চিত্রায়িত হয়েছে এবং সেই ঘটনা দিয়েই এ ছবির সমাপ্তি ঘটেছে।
মন্ত্রী আরও বলেন, বেশ আগেই আমরা বায়োপিকের সেন্সর সার্টিফিকেট দিয়েছিলাম। খুব সহসা এটি ভারতেও সেন্সর সার্টিফিকেট পেতে যাচ্ছে। সুতরাং আমরা প্রথমে বাংলাদেশে মুক্তি দিতে চাই। পরে এটি ভারতবর্ষসহ পুরো পৃথিবীতে মুক্তি দেওয়া হবে। আমি সবাইকে এ ছবি হলে গিয়ে দেখার জন্য অনুরোধ জানাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার, প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক, চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও বায়োপিকের লাইন ডিরেক্টর সতীশ শর্মা।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটিতে শতাধিক বাংলাদেশি শিল্পীর মধ্যে এ দিন চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, সংগীতা চৌধুরী, দিব্য জ্যোতি, সমু চৌধুরী, আশিউল ইসলাম, নাইরুজ সিফাত, আবুল কালাম আজাদ মিয়া, তুষার খান প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন। শিল্পী ও কলাকুশলীদের নিয়ে সিনেমাটির পোস্টার উন্মোচনে অংশ নেন তথ্যমন্ত্রী। বিদেশ থেকে এ উপলক্ষে পরিচালক শ্যাম বেনেগাল এবং বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরিফিন শুভর পাঠানো ভিডিওবার্তা ও সিনেমাটির ট্রেলার দর্শকদের ছুঁয়ে যায়।
ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান) ও জায়েদ খান (টিক্কা খান)।
সম্প্রতি ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির। এ উপলক্ষে টরন্টো চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন অভিনয়শিল্পী আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া। উৎসবে ছবির দর্শক প্রতিক্রিয়া নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। অভিনেতা আরিফিন শুভর কথায়, ‘যে ছবিটি ইতিহাসের একটি অংশ হয়ে উঠেছে, কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন হওয়াটা অন্যরকম ভালো লাগার। উৎসবে যোগ দিয়ে কানাডা প্রবাসী বাঙালিদের সঙ্গে ছবিটি দেখার সুযোগ পাওয়ায় আমি ধন্য।’
একই রকম অনুভূতির কথা জানিয়েছিলেন ছবির অন্য শিল্পীরাও। উৎসব চলাকালে পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় বাংলাদেশ ও ভারতে একসঙ্গে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে কথা অনুযায়ী এবার এলো ছবি মুক্তির চূড়ান্ত ঘোষণা।
২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়। চলতি বছরের ৩১ জুলাই ছবিটি বাংলাদেশে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে চলচ্চিত্রটির প্রথম ধাপের শুটিং শুরু হয়। এতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। ‘মুজিব’ ছবিতে ‘অচিন মাঝি’ শিরোনামে একটি গান লিখেছেন জাহিদ আকবর, সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র।