n ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ব্যাংক দিবস। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় অর্থায়নসহ আরও নানা আর্থিক কাজে ব্যাংকের অবদানকে স্বীকৃতি দিতেই এ দিবস ঘোষণা করা হয় জাতিসংঘের সাধারণ সভায়।
n অ্যান্টার্কটিকাতেও দুটি এটিএম বুথ আছে। ওয়েলস ফারগো ব্যাংক সেগুলো পরিচালনা করে।
n নর্থ ক্যারোলাইনায় ৫৯ বছর বয়সী এক লোক ব্যাংক থেকে ১ ডলার ডাকাতি করেছিলেন। কারণ তিনি গ্রেপ্তার হতে চেয়েছিলেন। গ্রেপ্তার হলেই জেলখানায় মিলবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা।
n পিগি ব্যাংক শব্দটির সঙ্গে পিগ তথা শূকরের সম্পর্ক নেই। মধ্যযুগে মানুষ জারে টাকা জমাত। ওই সময় কমলা রঙের মাটির আরেক নাম ছিল পিগ। আর কুমাররাও টাকা জমানোর জার বানাত ওই মাটি দিয়ে। তা থেকেই আসে পিগি ব্যাংক নামটি।
n সামান্য গুজবেও ধস নামতে পারে ব্যাংকে। ১৯৩১ সালে নিউইয়র্কের ব্যাংক অব ইউনাইটেড স্টেট তাদের এক গ্রাহককে স্টক বিক্রি না করার পরামর্শ দিয়েছিল। সেই লোক গুজব ছড়াল, ব্যাংকটি গ্রাহককে তাদের শেয়ার বিক্রি করতে দিচ্ছে না। গুজবে কান দিয়ে আড়াই হাজার গ্রাহক এক দিনেই তুলে ফেলল ২০ লাখ ডলার। তাতেই রাতারাতি ধসে পড়ে ব্যাংকটি।
n সিভিল ওয়ারের সময় আমেরিকার ব্যাংকগুলো নিজেদের কাগুজে মুদ্রা নিজেরাই ছাপতে পারত। এতে করে ওই সময় পুরো যুক্তরাষ্ট্রে ছিল ৮ হাজার রকমের নোট।