জ্যেষ্ঠ সাংবাদিক, কলাম লেখক ও সিনিয়র সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতারা।
শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ার কলাগাছিয়া এলাকার মেঘনা নদীতে ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি আজকের পত্রিকার অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নেতারা সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের পাঁচ দশকের গৌরবোজ্জ্বল সাংবাদিকতার কাযর্কালকে স্মরণ করে বলেন, তিনি সততা ও সাহসিকতার স্বর্ণালি দৃষ্টান্ত স্থাপন করেছেন সাংবাদিকতায়। নতুন প্রজন্মের কাছে তিনি সব সময় অনুসরণীয় হয়ে থাকবেন।
মন্তব্য করুন