শীতকাল মানেই ত্বকের একটু বাড়তি যত্ন। কারণ, বছরের নির্দিষ্ট সময়ে ত্বকের রুক্ষতা বহুগুণ বেড়ে যায়। শীতল বাতাস, কম আর্দ্রতা ও কম তাপমাত্রার কারণে স্বাভাবিক সময়ের চেয়ে ত্বকের ক্ষতির পরিমাণ বাড়ে। ত্বকের কোষগুলো ভাঙতে থাকে, ত্বকে আসে কালচে ভাব। এ ছাড়া এই সময়ে ত্বকের নমনীয় ভাব কমে আসে, কালো দাগও বেশি ফুটে ওঠে।
ত্বকের যত্নের রুটিনে তাজা কমলালেবু অন্তর্ভুক্ত করে এ শীতের মৌসুমকে উপভোগ করুন। কমলালেবু ভিটামিন ‘সি’ ও ‘এ’ সমৃদ্ধ। এটি ত্বককে নানাভাবে উপকার করতে পারে। কমলালেবু ত্বকের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ার যদিও অনেক কারণ রয়েছে। কমলালেবুতে রয়েছে ত্বকের উজ্জ্বলতা ও ডিটক্সিফাইং বৈশিষ্ট্য।
তাই দেরি না করে কমলালেবুকে আপনার বিউটি রুটিনের একটি অংশ করে তোলার সহজ উপায় হলো কমলালেবুর তৈরি ফেসিয়াল করা। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন এ ফেসিয়াল।
অরেঞ্জ ফেসিয়াল ক্লিনজার
অরেঞ্জ ফেসিয়াল ক্লিনজার দিয়ে ত্বকের ছিদ্রে জমে থাকা ময়লা দূর করতে সক্ষম হবেন। এ ছাড়া, কমলালেবুর মধ্যে ত্বক উজ্জ্বল করার বৈশিষ্ট্য রয়েছে। এ ক্লিনজারটি আপনার মুখকে আরও উজ্জ্বল করে তুলবে। এর জন্য আপনার প্রয়োজন এক চা-চামচ কমলালেবুর রস এবং এক চা-চামচ মধু। একটি পাত্রে উভয় উপাদান মিশিয়ে নিন। মুখ ও ঘাড়েও ব্যবহার করুন। পাঁচ মিনিট রাখুন এবং তারপর একটি পরিষ্কার কাপড় দিয়ে আপনার মুখ মুছে ফেলুন।
অরেঞ্জ ফেস স্ক্র্যাবার
ক্লিনজিংয়ের পর ত্বককে এক্সফোলিয়েট করুন। এর জন্য প্রয়োজন একটি স্ক্র্যাবার। এ কমলালেবুর স্ক্র্যাবার ত্বকের মৃত স্তর অপসারণ করতে এবং ত্বককে আরও উজ্জ্বল করতে সাহায্য করবে। এর জন্য এক টেবিল চামচ কমলালেবুর রস, এক চা-চামচ চিনি এবং এক চা-চামচ নারিকেল তেল সব উপকরণ একটি পাত্রে নিয়ে মিশিয়ে নিন। মুখে হালকা পানির ছিটা দিন এবং তারপর পুরো মুখ ও ঘাড়ে স্ক্র্যাব করুন। বৃত্তাকার গতিতে হালকা হাতে ম্যাসাজ করুন। এ ফেস স্ক্র্যাবারটি মুখে লাগিয়ে রাখুন প্রায় পাঁচ মিনিট। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
অরেঞ্জ ফেস ক্রিম
এবার ভালো করে মুখে ম্যাসাজ করুন। মুখ ম্যাসাজ ত্বককে ডিটক্সিফাই করতে সাহায্য করবে। এটি ত্বককে আরও উজ্জ্বল দেখাবে। এর জন্য লাগবে এক চা-চামচ কমলালেবুর রস এবং দুই চা-চামচ অ্যালোভেরার রস। এ দুটি জিনিস একসঙ্গে মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। খেয়াল ঊর্ধ্বমুখী স্ট্রোকে ম্যাসেজ করবেন। ক্রিমটি ত্বকে শোষিত হওয়ার পর, একটি পরিষ্কার কাপড় দিয়ে মুখ মুছে নিন।
অরেঞ্জ ফেস মাস্ক
সবশেষে, কমলালেবুর ফেস মাস্ক দিয়ে ত্বককে আরেকটু প্যাম্পার করুন। এটি ত্বককে নরম করতে সাহায্য করবে। সতেজ অনুভব করবেন। এর জন্য প্রয়োজন দুই-তিন টেবিল চামচ কমলালেবুর রস, এক টেবিল চামচ চন্দন গুঁড়ো কিংবা মুলতানি মাটি, এক চা-চামচ মধু এবং এক চা-চামচ দুধ। একটি পাত্রে তিনটি উপাদান মিশিয়ে নিন। এবার এটি সারা মুখে ও ঘাড়ে লাগান। ২০ মিনিট রাখুন এবং তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। বাড়িতে এ ফেসিয়াল করার পর ২৪ ঘণ্টার জন্য কোনো ফেস প্রোডাক্ট এড়িয়ে চলুন।
মডেল : কানিজ অনামিকা
ছবি : রনি বাউল