‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশে যোগ দিতে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সকাল থেকেই পোস্টার, ফেস্টুন, ব্যানার নিয়ে দলে দলে আসছেন তারা। তবে তীব্র তাপপ্রবাহের কারণে বেশি উপস্থিতি না থাকলেও নগরের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
শনিবার (১০ মে) বেলা সাড়ে ১২টায় সরেজমিনে দেখা যায়, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লাকসামসহ বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে পলোগ্রাউন্ড মাঠে ঢুকেন নেতাকর্মীরা। তবে তীব্র তাপদাহের কারণে মাঠের একপাশে অবস্থান নেন তারা।
জানা গেছে, তীব্র গরমের মধ্যেও অনুষ্ঠাতব্য সমাবেশে অংশ নেবে কয়েক লাখ নেতাকর্মী। একদিকে গরম, অন্যদিকে মানুষের ঠাসাঠাসি; ফলে শঙ্কা রয়েছে হিট স্ট্রোকের। ঝুঁকি এড়াতে নেতাকর্মীদের জন্য প্রায় ৭২ হাজার লিটার পানির ব্যবস্থা করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এ ছাড়া করা হয়েছে শরবত পানির ব্যবস্থাও।
নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সমাবেশে আসা প্রত্যেক নেতাকর্মী যাতে সুস্থ ও নিরাপদে থাকেন, এ কারণেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
নগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ কালবেলাকে বলেন, তীব্র তাপপ্রবাহের মধ্যেও এই তারুণ্যের সমাবেশ সফল করতে এবং উপস্থিত আগত নেতাকর্মীদের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করেছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জন্য আমরা ২ লিটারি দুই হাজার কেইস পানির ব্যবস্থা করেছি। যুবদল এবং ছাত্রদলও আমাদের মতো একইভাবে পানির ব্যবস্থা রেখেছেন।
এদিকে নেতাকর্মীরা বলছেন, তারুণ্যের উৎসবে অংশ নিতে ইতিমধ্যে চট্টগ্রামে প্রায় কয়েক লাখ নেতাকর্মী উপস্থিত হয়েছেন। তবে তীব্র গরমের কারণে এখনই পলোগ্রাউন্ডে আসেননি বেশির ভাগ। জোহরের নামাজ শেষ হওয়ার পর আস্তে আস্তে সবাই পলোগ্রাউন্ডে আসতে শুরু করবেন।
এর আগে, শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মাহাবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্যসচিব নাজিমুর রহমানসহ আরও অনেকে।
মন্তব্য করুন