নদীর প্রকৃতি হলো বহমান বয়ে চলা। দেশীয় সংগীতের মৌমিতা তাশরিন নদীও নিজের খেয়ালেই চলেন। নিভৃতে আপনমনে একের পর এক কাজ করে চলেছেন। নতুন নতুন গান করে শ্রোতাদের উপহার দিচ্ছেন তিনি। সেপ্টেম্বরে একটি মৌলিক গান নিয়ে হাজির হবেন নদী। মিউজিক ভিডিওসহ শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। শুধু তাই নয়, আরও চারটি কাভার সং তৈরি করে রেখেছেন নদী। পর্যায়ক্রমে সেসব গানও শ্রোতাদের সামনে তুলে ধরবেন বলে কালবেলাকে জানালেন এ শিল্পী।
এ ছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ফোক স্টেশনের সিজন ৬-এ একটি মৌলিক গান আসবে নদীর। আর দুটি কাভার সং আসবে সেখান থেকেই। এর বাইরে আরটিভির মিউজিক লাউঞ্জ থেকে চারটি মৌলিক গান প্রকাশ হবে বলে জানান তিনি। সেপ্টেম্বরে গানের শুটিং হবে। নদীর কণ্ঠে ‘সুতো কাটা ঘুড়ি’, ‘জলছায়া’, ‘আজ হারাই’, ‘ডুবসাঁতার’, ‘মন মানে না’, ‘দেশি গার্ল’সহ আরও বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।