তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বছর শেষে বলিউড

বছর শেষে বলিউড। ছবি: সংগৃহীত
বছর শেষে বলিউড। ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেপ্রেমীদের জন্য ২০২৪ সাল এক কথায় দুর্দান্ত একটি বছর কেটেছে। এ বছর বি-টাউনসহ দেশটির বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মুক্তি পেয়েছে ‘স্ত্রী টু’, ‘সিংহাম অ্যাগেইন’, ‘ফাইটার’, ‘তেরি বাতো মে অ্যাইসা উলঝা জিয়া’, ‘লাপাতা লেডিস’, ‘শয়তান’, ‘কল্কি-২৮৯৮ এডি’ ‘ইন্ডিয়ান ২’, ও ‘লাকি ভাস্কর’-এর মতো দর্শকপ্রিয় সিনেমা। যে ধারাবাহিকতা বছর শেষেও বজায় থাকছে। ডিসেম্বরে বড় পর্দা ও ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে আরও কয়েকটি দর্শক প্রতিক্ষীত সিনেমা। বছর শেষে কী কী সিনেমা মুক্তি দেওয়া হবে বিশ্বে, তা নিয়েই বিস্তারিত থাকছে আজ।

পুষ্পা: দ্য রুল

বছরের সবচেয়ে প্রতিক্ষীত সিনেমার একটি ‘পুষ্পা: দ্য রুল’। ৫ ডিসেম্বর সাত ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তির আগে থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে আল্লু অর্জুন, ফাওয়াদ ফাসিল, রাশমিকা মান্দানার এই ছবি। এর মধ্যেই ট্রেলার দিয়ে দর্শকদের চমকে দেন নির্মাতা। এখন অপেক্ষা মুক্তির। সুকুমারের পরিচালনায় সিনেমাটি মুক্তির আগেই ১ হাজার কোটি রুপি আয় করেছে। এর মধ্যে প্রেক্ষাগৃহে বিভিন্ন ভাষায় ‘পুষ্পা ২’ দেখানোর স্বত্ব নির্মাতারা ৬৬০ কোটি রুপিতে বিক্রি করেছেন। এর মধ্যে তেলেগু ভাষার স্বত্ব বিক্রি করা হয়েছে ২২০ কোটি রুপিতে, হিন্দি সংস্করণের স্বত্ব বিক্রি করা হয়েছে ২০০ কোটি রুপিতে। অন্যদিকে তামিল ভাষার জন্য নির্মাতারা নিয়েছেন ৫০ কোটি রুপি। এরপর আন্তর্জাতিক পরিবেশনা, ওটিটি, স্যাটেলাইট ও সংগীতের স্বত্ব বিক্রি করে মুক্তির আগেই মোটা অঙ্ক ঘরে তুলেছে সিনেমাটি।

অগ্নি

ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে ৬ ডিসেম্বর মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘অগ্নি’। এর গল্প ভারতের একজন ফায়ার সার্ভিস অফিসারকে নিয়ে। কাজের জন্য তার এবং তার দলকে কী কী ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়; তাই তুলে ধরা হয়েছে গল্পে। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন রাহুল ঢোলাকিয়া ও কুনাল মেহতা। ফায়ার সার্ভিস অফিসারের চরিত্রে অভিনয় করেছেন প্রতীক গান্ধী। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা, জিতেন্দ্র জোশির মতো তারকা।

বিদুথালাই পার্ট ২

ভারতের তেলেগু সুপারস্টার বিজয় সেতুপতি। ২০২৪ সালটি তার জন্য দুর্দান্ত কেটেছে। এ বছরের ১৪ জুন মুক্তি পায় তার অভিনীত বছরের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘মহারাজা’। মাত্র ২০ কোটি রুপিতে নির্মিত এই ছবি বক্স অফিস থেকে আয় করে নেয় ১০০ কোটি রুপির বেশি। এবার মুক্তি পাচ্ছে তার আরও একটি মাস্টারপিস সিনেমা, নাম ‘বিদুথালাই পার্ট ২’। এটি পরিচালনা করছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা ভেত্রিমারান। সিনেমাটি মুক্তি পাবে ডিসেম্বরের ২০ তারিখ। এরই মধ্যে এর ট্রেলার দর্শকের নজর কেড়েছে। বিজয় ছাড়াও

এতে আরও অভিনয় করেছেন মঞ্জু ওয়ারিয়ার, গৌতম বাসুদেব মেনন ও ভবানী শ্রীর মতো তারকা।

বেবি জন

চলতি বছরের শেষটা বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের জন্য অন্যরকম হতে যাচ্ছে। এ বছরের বড়দিনে মুক্তি পাচ্ছে তার ‘বেবি জন’ সিনেমা। যেটি দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘থেরি’ ছবির হিন্দি রিমেক। অ্যাকশনে ভরপুর এ সিনেমায় একেবারে অন্য রূপে হাজির হবেন এই অভিনেতা। যার ঝলক দর্শক এরই মধ্যে টিজারে পেয়েছেন। সিনেমাটি পরিচালনা করেছেন কালিস। এতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন বরুণ। তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে কীর্তি সুরেশকে। খল চরিত্রে জ্যাকি শ্রফ। এটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক চোরাচালান চক্রের মূলহোতাসহ ২ সহযোগী গ্রেপ্তার

বিএনপিতে কোনো ভেদাভেদ নেই : মিনু

গুগলকে কনটেন্ট সরাতে অনুরোধের সংখ্যা নিয়ে সরকারের ব্যাখ্যা

অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি করে বিএনপি : শিমুল বিশ্বাস

বগুড়ায় খালেদা জিয়ার নির্বাচন পরিচালনায় ১১ সদস্যের কমিটি

নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় : ইশরাক 

আ.লীগ হিন্দু সম্প্রদায়ের আবেগ নিয়ে রাজনীতি করেছে : আমান

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে : নজরুল ইসলাম

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

নারীসহ দুজনকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রচার, চাঁদা দাবি

১০

পুলিশকে কামড়ে পালানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

১১

ভূমিকম্পে ঢাকায় কোন এলাকা নিরাপদ, ‘ব্লাইন্ড ফল্ট’ কোথায়

১২

চার বছর পর ফিরল শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ

১৩

ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

১৪

চাঁদপুরের বাণিজ্য সম্ভাবনা ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৫

পুলিশ আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয় : শাহজাহান চৌধুরী

১৬

সমাধান ছাড়াই শেষ হলো ববি ও বিএম কলেজের আলোচনা

১৭

দেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হবে না : সেলিমুজ্জামান

১৮

আটকে গেল ১৩ শিক্ষার্থীর জজ হওয়ার স্বপ্ন

১৯

যৌন হয়রানীর অভিযোগে মামলা করলেন শুটার রত্না

২০
X