মো. মাজেদ হোসেন
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১২:২১ পিএম
প্রিন্ট সংস্করণ

হলিউডের আগামী দিনের লাস্যময়ীরা

হলিউডের আগামী দিনের তারকারা। ছবি : সংগৃহীত
হলিউডের আগামী দিনের তারকারা। ছবি : সংগৃহীত

হলিউডের অভিনেত্রীরা বরাবরই মেধাবী, দক্ষ ও সৌন্দর্যের প্রতিমূর্তি। যুগ যুগ ধরে হলিউড অভিনেত্রীরা আবেদনময়তা, সৌন্দর্য ও স্টার পাওয়ার দিয়ে বিশ্বকে আবিষ্ট করে রেখেছেন। হলিউডে বর্তমানে বেশ কয়েকজন মোহনীয়, আবেদনময়ী ও উদীয়মান নায়িকা রয়েছেন, যারা এ মুহূর্তে জনপ্রিয়তার তুঙ্গে। পাগল করা রূপ-সৌন্দর্যের সঙ্গে অভিনয় আর গ্ল্যামার দিয়ে দর্শকের হৃদয় জয় করেছেন—তেমনি কিছু উদীয়মান লাস্যময়ীকে নিয়ে এ আয়োজন। লিখেছেন মো. মাজেদ হোসেন

মনিকা বারবারো, ছবি : সংগৃহীত

খুব বেশি একটা পরিচিতি না থাকলেও সিনেপ্রেমীদের ক্র্যাশ হয়ে উঠছেন মার্কিন অভিনেত্রী মনিকা বারবারো। টম ক্রুজের সঙ্গে ‘টপ গান: ম্যাভেরিক’-এ অ্যাকশন অবতারে, ‘এ কমপ্লিট আননোন’-এ ভবঘুরে চরিত্রে কিংবা ‘অ্যাট মিডনাইটে’-এ মোহনীয় লুকে—সিনেদুনিয়ায় নিজের একটি শক্ত আসন করে নিয়েছেন মনিকা। মায়াবী হাসি, নিটল চোখ আর আকর্ষণীয় ফিগারে পর্দায় তার উপস্থিতি আবেগি করে তোলে তরুণ-যুবকদের। জেমস ম্যাঙ্গোল্ডের মিউজিক্যাল বায়োপিকে জোয়ান বেজের চরিত্রে বারবারোকে অস্কার এনে দেয়। অভিনয়ের পাশাপাশি তিনি তুখোড় নৃত্যশিল্পী। সালসা ও ট্যাঙ্গোতে রয়েছে তার বিশেষ পারদর্শিতা। অভিনয়ের সঙ্গে নৃত্য, একই সঙ্গে কমনীয় চেহারা-হাসি—বারবারোকে করে তুলেছে হলিউডের আগামীর মহাতারকা।

মেইসি স্টেলা, ছবি : সংগৃহীত

মেইসি স্টেলার রূপ-লাবণ্যে বুঁদ হয়ে হলিউডের সিনেমাপ্রেমীরা। কানাডিয়ান স্বর্ণকেশী মেইসির ব্যাপক পরিচিতি গায়িকা হিসেবে। ইউটিউবে রবিনের ব্রেকআপ সিঙ্গেল ‘কল ইওর গার্লফ্রেন্ড’-এর ‘কাপ গান’ তাকে নিয়ে যায় আলোচনার শীর্ষে। তবে অভিনয়েও যে তিনি সিদ্ধহস্ত, সেটি অব্রে প্লাজার বিপরীতে কমেডি ঘরানার ‘মাই ওল্ড অ্যাস’-এ তাকে দেখেই বোঝা যায়। আকর্ষণীয় লুকে আর সাবলীল অভিনয়ের মাধ্যমে হলিউডে মেইসি স্টেলা নতুন সেনসেশনে পরিণত হয়েছেন। অ্যান হ্যাথাওয়ে ও ইওয়ান ম্যাকগ্রেগর অভিনীত সায়েন্স ফিকশন সিনেমা ‘ফ্লাওয়ারভেল স্ট্রিট’ নিয়ে শিগগির আসছেন পর্দা কাঁপাতে। সংগীতের পাশাপাশি অভিনয়গুণে আগামীর তারকা হতে যাচ্ছেন মেইসা স্টেলা।

জেনা ওরতেগা, ছবি : সংগৃহীত

‘সৌন্দর্য’ শব্দটি পুরোপুরি নির্ভর করে পছন্দের ওপর। আমেরিকান সুন্দরী জেনা ওর্তেগা আসলে কতটা সুন্দর? যারা জেনাকে চেনেন, তারা জানেন ‘ওয়েডনেসডে’-তে কী ভয়ংকরভাবে পর্দা মাতিয়েছেন তিনি। বাস্তবে কিন্তু জেনা শুধু সুন্দরীই নন, তিনি কমনীয়, অনন্য ও মার্জিত। ভৌতিক চরিত্রে অভিনয় করে জেনা সিনেমহলে ব্যাপক পরিচিতি পেয়েছেন আর তাকে তারকা বানিয়েছে। কিন্তু অসাধারণ অভিনয়ের পাশাপাশি তার মোহনীয় লুক সত্যিই নজর কাড়ে। জেনা ওর্তেগাকে ‘বিটলজুস’ সিক্যুয়েলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। হলিউডের অন্যতম সেরা তারকা হওয়ার জন্য যা যা প্রয়োজন, তার সবকিছুই আছে জেনার মধ্যে।

জেনডেয়া কোলম্যান, ছবি : সংগৃহীত

জেনডেয়া মারি স্টোর্মার কোলম্যান—বর্তমান সময়ের হলিউডের সবচেয়ে বেশি চর্চিত অভিনেত্রীদের একজন। ইউফোরিয়া টিভি শো, এরপর ডিউন ও টম হল্যান্ডের বিপরীতে ‘স্পাইডারম্যানে’ অভিনয় করে দর্শকহৃদয় মাত করেছেন ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া জেনডেয়া কোলম্যান। সৌন্দর্যের ক্ষেত্রে একটি তারুণ্যময় এবং অনন্য দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন জেনডেয়া, যা তাকে অনন্য করে তুলেছে। মায়াবী চেহারা, আকর্ষণীয় ফিগারের সঙ্গে পজিটিভ দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতার মিশেল মার্কিন এই অভিনেত্রীকে আগামী প্রভাবশালী তারকা হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে ধারণা সিনেমাবোদ্ধাদের।

জেনিফার লরেন্স, ছবি : সংগৃহীত

সময়ের অন্যতম আবেদনময়ী তারকা জেনিফার লরেন্স। মেধার ছাপ ও অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলে নিজেকে এরই মধ্যে আলাদাভাবে চিহ্নিত করতে পেরেছেন তিনি। ২৫ বছর বয়সেই জেনিফার লরেন্স সফল অভিনেত্রীর জীবনে যা কিছু দরকার, সবই পেয়েছেন। ‘দ্য হাঙ্গার গেমস’ ও ‘জয়’ সিনেমা দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সৌন্দর্য আর কমনীয়তা তো আছেই—পাশাপাশি পেশাদারিত্ব ও বাছাই ক্ষমতার সঙ্গে ব্যক্তিত্ব তাকে অনেক বেশি শানিত করেছে। ভবিষ্যতে জেনিফার হতে পারেন বিশ্বের অন্যতম সেরা অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপি হই আর না হই, হিন্দু সম্প্রদায়ের পাশে আছি’

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

নৌবহরের কয়েকটি নৌযানে উঠে পড়েছে ইসরায়েলি সেনারা

ইনজুরটাইমের গোলে বার্সার বিরুদ্ধে পিএসজির জয়

গণতন্ত্রের বিজয়ের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য : মিন্টু

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

ফিক্সিংয়ের চেষ্টা করে তামিম ভাইরা ব্যর্থ হয়েছেন : আসিফ মাহমুদ

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

১০

আইএলটি২০ তে দল পেলেন সাকিব-তাসকিন

১১

সুমুদ ফ্লোটিলাকে থামিয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধজাহাজ, পথ পরিবর্তনের হুঁশিয়ারি 

১২

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ বললেন ধর্ম উপদেষ্টা

১৩

গাজামুখী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে ঘিরে রেখেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ

১৪

বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশির দল : প্রিন্স

১৫

বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী : আনোয়ারুজ্জামান

১৬

বিভিন্ন মন্দিরে শিশুদের মাঝে চকলেট বিতরণ

১৭

আ.লীগকে অচিরেই আইনগতভাবে নিষিদ্ধ করা হবে : জুয়েল

১৮

কাজে আসছে না ১১ কোটি টাকার পানি শোধনাগার

১৯

পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

২০
X