

দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। হলি ক্রস কলেজের ৭৫ বছর পূর্তিতে কলেজ প্রাঙ্গণে কনসার্ট করবে দলটি।
বর্তমানে চিরকুটের স্টেজ শোর ব্যস্ততা আগের তুলনায় অনেক বেড়েছে। নিয়মিত তারা দেশের বিভিন্ন জেলায় কনসার্ট করছে। সে ধারাবাহিকতায় এবার তারা হলি ক্রস মাতাতে যাচ্ছে, যা নিয়ে ব্যান্ডের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে গান করতে সবসময়ই ভালো লাগে আমাদের। সেখানে উপস্থিত সবাই সংগীত উপভোগ করেন। আমাদের সঙ্গে গলা মিলিয়ে গান করেন। তেমনই একটি আয়োজনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ।’
আগামী ১৯ ডিসেম্বর হলি ক্রস কলেজ প্রাঙ্গণে লাইভ পারফর্ম্যান্স করবে চিরকুট ব্যান্ড।
মন্তব্য করুন