

টিভি নাটকের এক সময়ের ব্যস্ততম অভিনেত্রী সারিকা সাবরিন। তবে গত তিন বছর নাটকের অভিনয়ে তাকে দেখা যাচ্ছে না। নিজেকে গুটিয়ে নিয়েছেন ফিকশন থেকে—এর বদলে মনোযোগী হয়েছেন উপস্থাপনা ও ভ্রমণে। সম্প্রতি ইউরোপের দেশ গ্রিস ভ্রমণ শেষে দেশে ফিরেছেন এ তারকা।
স্বামী রাহীর সঙ্গে গ্রিসের রাজধানী অ্যাথেন্স ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র সান্তরিনি দ্বীপে একান্ত সময় কাটিয়েছেন সারিকা। তিনি জানান, চলতি বছরে দেশের বাইরে বেশ ভালো সময় কেটেছে তার। গ্রিসের আগে ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসেও ঘুরে বেড়িয়েছেন। যেহেতু নাটকের শুটিং নেই, তাই এ বিরতির সময়টুকুতে পৃথিবী ঘুরে দেখাকেই আনন্দের উৎস হিসেবে বেছে নিয়েছেন।
দেশে ফিরেই ফের ব্যস্ত হয়ে পড়েছেন নিজের নিয়মিত শো এবং মেয়ের পড়াশোনা নিয়ে। করোনার সময় থেকে বাংলাভিশনের জনপ্রিয় সেলিব্রিটি শো ‘আমার আমি’র হাল ধরেন সারিকা। দেখতে দেখতে পাঁচ বছরেরও বেশি সময় পার করেছেন এ শোয়ের সঙ্গে।
উপস্থাপনা প্রসঙ্গে সারিকা বলেন, “‘আমার আমি’ শোটি এখন নিয়মিত করছি। যেহেতু আগে কখনো উপস্থাপনা করিনি, তাই শুরুর দিকটা বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে এখন বিষয়টি দারুণ উপভোগ করছি। এ শোয়ের মাধ্যমে অভিনয়ের বাইরের জগতের মানুষ—যেমন গান ও সিনেমার গুণী শিল্পীদের সঙ্গে আড্ডার সুযোগ হয়, যা আমাকে সমৃদ্ধ করছে।” তিনি আরও বলেন, ‘বিদেশে ঘুরতে গেলে প্রবাসী ভাই-বোনদের অকৃত্রিম ভালোবাসা পাই। তারা জানান, প্রবাস জীবনে বাংলা নাটকই তাদের বিনোদনের বড় মাধ্যম। এটা শুনলে গর্ববোধ করি।’
উল্লেখ্য, ছোট পর্দায় অনুপস্থিত থাকলেও ওটিটিতে মাঝেমধ্যে দেখা মেলে এ অভিনেত্রীকে। সর্বশেষ রায়হান রাফীর ‘আমলনামা’ ওয়েব ফিল্মে দেখা গেছে তাকে। এ ছাড়া ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের একটি প্রজেক্টেও কাজ শেষ করেছেন, তবে সেটি ওয়েব সিরিজ নাকি ফিল্ম—তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ সারিকা।
মন্তব্য করুন