গ্রুপ থিয়েটার দিবসে নাটকের স্বজনদের প্রাণবন্ত আড্ডা, গল্পে মুখরিত হয়ে উঠেছিল মহিলা সমিতির আঙিনা। নিজেদের মাঝে কুশল বিনিময় আর আনন্দ আড্ডায় প্রাণবন্ত দুই ঘণ্টার অধিক সময় কাটায় নাট্য স্বজনরা। পিঠা খাওয়ার মাঝে চলে শুভেচ্ছা বিনিময়।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ফেডারেশান নেতাদের আড্ডার আমন্ত্রণে নাটক সরণির মহিলা সমিতির আঙিনায় মেলা বসেছিল মঞ্চ নাটকের শিল্পী, নাট্যজনদের।
অধ্যাপক শফি আহমেদ, আব্দুল আজিজ, ড. আইরিন পারভীন লোপা, হাফিজুর রহমান সুরুজ, সেলিম মাহবুব, অধ্যাপক ফিরোজ ,শওকত হাসান, জুনায়েদ ইউসুফ, ফিরোজ খান, মাহবুব আলম, জহিরুল হক, আশুতোষ সাহা, মীর আফরোজ জামান, আশরাফুল আলম রন্টু, জয়িতা মহলানবীশ, শুভাশীষ দত্ত তন্ময়, ফজলে রাব্বি সূকর্ণ, শাকিল আহমেদ, নূরে আলম সুমন, রাজীব রেজা, মারুফ তমাল, অ্যাড. পিয়া প্রমুখ।
মন্তব্য করুন