কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অধ্যাপক শামসুজ্জামান খানের ৮৩তম জন্মবার্ষিকীতে একক বক্তৃতা

বাংলা একাডেমির সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠানে বক্তরা। ছবি : কালবেলা
বাংলা একাডেমির সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠানে বক্তরা। ছবি : কালবেলা

অধ্যাপক শামসুজ্জামান খানের চিন্তার গভীরে ছিল দেশপ্রেম এবং বাঙালিত্বের অহঙ্কারে দীপ্ত, ঐতিহ্যসচেতন ও মূল্যবোধসম্পন্ন একটি জাতি গঠনের স্বপ্ন ও প্রত্যাশা। বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্মকে সাংস্কৃতিকভাবে সচেতন করা, তাদের মধ্যে দেশাত্মবোধ ও বৈশ্বিক চেতনা জাগিয়ে তোলা, অপসংস্কৃতি ও ধর্মান্ধতা সম্পর্কে সচেতন করা, অসাম্প্রদায়িক মানবতাবাদী মানস গঠনে উজ্জীবিত করা ইত্যাদিকে তিনি ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন।

অধ্যাপক শামসুজ্জামান খানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত (২৮ ডিসেম্বর ) বৃহস্পতিবার একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তরা। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. সরকার আমিন। শামসুজ্জামান খান : ঐতিহ্য-অন্বেষণ ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি শীর্ষক বক্তৃতা দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. এম আবদুল আলীম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব উম্মুল বানীন দ্যুতি। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা একাডেমির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. হাসান কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ।

কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, বাংলা একাডেমি এবং শামসুজ্জামান খান অবিচ্ছেদ্য নাম। একাডেমির বহু গবেষণা ও উন্নয়নকর্ম সম্পাদন করে শামসুজ্জামান খান যেমন আমাদের কাছে স্মরণীয় তেমনি বঙ্গবন্ধুর অপ্রকাশিত রচনাবলি বৃহত্তর পাঠকের কাছে পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অধ্যাপক ড. এম আবদুল আলীম বলেন, ঐতিহ্য-অন্বেষণে শামসুজ্জামান খানের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠা আকস্মিক ব্যাপার ছিল না। এর পেছনে পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি ক্রিয়াশীল ছিল তার বিচিত্র পঠন-পাঠন, বহু দেশভ্রমণ এবং দেশ-বিদেশের বিদ্বৎজনের সঙ্গ-সান্নিধ্য লাভ।

ড. সরকার আমিন বলেন, মর্মে শেকড়সন্ধানী আধুনিক মানব শামসুজ্জামান খান ছিলেন একজন কর্মবীর। তিনি তার প্রজ্ঞাকে রসবোধের সঙ্গে পাঠকের কাছে উপস্থাপন করেছেন, আমৃত্যু মানবমঙ্গলের গান গেয়েছেন।

উম্মুল বানীন দ্যুতি বলেন, শামসুজ্জামান খানের মতো রেনেসাঁ-মানব দেশ ও জাতির জন্য অমূল্য সম্পদ। তাঁকে স্মরণ করে উত্তরপ্রজন্ম নিজেদের এবং বাংলাদেশের আলোকিত ভবিষ্যৎ নির্মাণ করতে পারবে।

ড. মো. হাসান কবীর বলেন, শামসুজ্জামান খান বাংলা একাডেমির সার্বিক উন্নয়নে যে শ্রম ও মেধা প্রদান করেছেন, একাডেমি পরিবার তা চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

বগুড়ায় ৩ হিমাগারে বিক্ষুব্ধ জনতার হামলা-ভাঙচুর

নৌকাডুবির ২২ ঘণ্টা পর ২ শিশুর মরদেহ উদ্ধার

আজ থেকে নতুন দামে বিক্রি হবে সোনা

গুরুতর আহত আদাহ শর্মা

ইরানে মোসাদের ৫০ এজেন্ট আটক

বয়সের ছাপ কমাতে সাহায্য করে যেসব খাবার

ট্রাম্প-নেতানিয়াহুকে কিনতে পারেন বহুবার, খামেনির সম্পদ কত?

কোরআনে বর্ণিত যে নারীকে অনুসরণ করেন ইহুদিরা

খালি পেটে চিরতার পানি, উপকার নাকি ক্ষতি 

১০

ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার ফতোয়া জারি করল ইরান

১১

গাজা যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

১২

টিভিতে আজকের খেলা

১৩

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রলীগ কর্মীর চুল কর্তন

১৪

০২ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

১৬

বুধবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

০২ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৮

টিকাটুলিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

১৯

বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, পুলিশ সদস্য গ্রেপ্তার

২০
X