কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অধ্যাপক শামসুজ্জামান খানের ৮৩তম জন্মবার্ষিকীতে একক বক্তৃতা

বাংলা একাডেমির সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠানে বক্তরা। ছবি : কালবেলা
বাংলা একাডেমির সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠানে বক্তরা। ছবি : কালবেলা

অধ্যাপক শামসুজ্জামান খানের চিন্তার গভীরে ছিল দেশপ্রেম এবং বাঙালিত্বের অহঙ্কারে দীপ্ত, ঐতিহ্যসচেতন ও মূল্যবোধসম্পন্ন একটি জাতি গঠনের স্বপ্ন ও প্রত্যাশা। বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্মকে সাংস্কৃতিকভাবে সচেতন করা, তাদের মধ্যে দেশাত্মবোধ ও বৈশ্বিক চেতনা জাগিয়ে তোলা, অপসংস্কৃতি ও ধর্মান্ধতা সম্পর্কে সচেতন করা, অসাম্প্রদায়িক মানবতাবাদী মানস গঠনে উজ্জীবিত করা ইত্যাদিকে তিনি ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন।

অধ্যাপক শামসুজ্জামান খানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত (২৮ ডিসেম্বর ) বৃহস্পতিবার একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তরা। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. সরকার আমিন। শামসুজ্জামান খান : ঐতিহ্য-অন্বেষণ ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি শীর্ষক বক্তৃতা দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. এম আবদুল আলীম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব উম্মুল বানীন দ্যুতি। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা একাডেমির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. হাসান কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ।

কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, বাংলা একাডেমি এবং শামসুজ্জামান খান অবিচ্ছেদ্য নাম। একাডেমির বহু গবেষণা ও উন্নয়নকর্ম সম্পাদন করে শামসুজ্জামান খান যেমন আমাদের কাছে স্মরণীয় তেমনি বঙ্গবন্ধুর অপ্রকাশিত রচনাবলি বৃহত্তর পাঠকের কাছে পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অধ্যাপক ড. এম আবদুল আলীম বলেন, ঐতিহ্য-অন্বেষণে শামসুজ্জামান খানের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠা আকস্মিক ব্যাপার ছিল না। এর পেছনে পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি ক্রিয়াশীল ছিল তার বিচিত্র পঠন-পাঠন, বহু দেশভ্রমণ এবং দেশ-বিদেশের বিদ্বৎজনের সঙ্গ-সান্নিধ্য লাভ।

ড. সরকার আমিন বলেন, মর্মে শেকড়সন্ধানী আধুনিক মানব শামসুজ্জামান খান ছিলেন একজন কর্মবীর। তিনি তার প্রজ্ঞাকে রসবোধের সঙ্গে পাঠকের কাছে উপস্থাপন করেছেন, আমৃত্যু মানবমঙ্গলের গান গেয়েছেন।

উম্মুল বানীন দ্যুতি বলেন, শামসুজ্জামান খানের মতো রেনেসাঁ-মানব দেশ ও জাতির জন্য অমূল্য সম্পদ। তাঁকে স্মরণ করে উত্তরপ্রজন্ম নিজেদের এবং বাংলাদেশের আলোকিত ভবিষ্যৎ নির্মাণ করতে পারবে।

ড. মো. হাসান কবীর বলেন, শামসুজ্জামান খান বাংলা একাডেমির সার্বিক উন্নয়নে যে শ্রম ও মেধা প্রদান করেছেন, একাডেমি পরিবার তা চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির অঙ্গীকার : রবিউল

বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

১০

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

১১

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

১২

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

১৩

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১৪

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১৫

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১৬

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১৭

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৮

কে এই তামিম রহমান?

১৯

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

২০
X