‘ধবল দুধের স্বরগ্রাম’-এর বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি-কথাসাহিত্যিক, বাংলা একাডেমির ফেলো আবুবকর সিদ্দিক বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
আবুবকর সিদ্দিক বাংলা কবিতার এক শক্তিমান নাম। ধবল দুধের স্বরগ্রাম দিয়ে বাংলা কবিতায় তার যে স্বতন্ত্রযাত্রা, তা ক্রমেই ব্যাপ্ত হয়েছে ব্যক্তিমানুষের ও সমষ্টিমানুষের অন্তর্কথনে। বাংলা কথাসাহিত্যেও আবুবকর সিদ্দিক এক অসামান্য শিল্পী। খরাদাহ, জলরাক্ষস এর মতো উপন্যাস তাকে বাংলা কথাসাহিত্যে বিশিষ্ট আসনে অধিষ্ঠান দিয়েছে। বাংলাদেশের গণসংগীতের ইতিহাসেও আবুবকর সিদ্দিকের নাম কখনও বিস্মৃত হবার নয়। মুক্তিযুদ্ধের বহু সাড়াজাগানো গানের রচয়িতা ছিলেন তিনি।
বাংলা একাডেমি কবি-কথাসাহিত্যিক আবুবকর সিদ্দিকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছে আন্তরিক সমবেদনা।
মন্তব্য করুন