রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১২ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

অলীন বাসারের নতুন উপন্যাস ‘বল্টুদের দেয়াল ঘড়ি’

নতুন উপন্যাস নিয়ে আসছেন অলীন বাসার। ছবি : সংগৃহীত
নতুন উপন্যাস নিয়ে আসছেন অলীন বাসার। ছবি : সংগৃহীত

বল্টু বিল্টু যমজ ভাই। তবে চেহারা একরকম নয়। একজন স্বাস্থ্যবান তো অন্যজন পাতলা। বিল্টু শান্ত। বল্টু দুষ্টু। বল্টু গুলতি ছোড়ায় দক্ষ। তাদের দাদু প্রায় পাগল, ঘরে বন্দি থাকেন। সেই ঘরে একটা পুরোনো দিনের দেয়াল ঘড়ি আছে। অনেক দামি ঘড়ি। নিলামে কেনা কোনো এক রাজার ঘড়ি।

দাদু সব সময় বলতে থাকেন, ঘড়ির সাথে ধ্বংস হবে পৃথিবী। বাড়ির সবার মায়া জড়ানো এই ঘড়িতে। ছলচাতুরি করে ঘড়িটা নিয়ে যায় হাবু ডাকাত। সাথে অপহরণ করে বল্টু বিল্টুকেও। বল্টু বিল্টুর বুদ্ধির প্রশংসা আছে বাড়িসহ গ্রামেও। সেই বুদ্ধি কী ঘড়ি উদ্ধারে কাজে লাগবে? নিজেদের জীবন কী বাঁচাতে পারবে তারা? এমন নানা প্রশ্নের উত্তর মিলবে অলীন বাসারের বল্টুদের দেয়াল ঘড়ি উপন্যাসে। সুন্দর ঝরঝরে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এর পটভূমি। ছোট বড় সকলের ভালো লাগবে।

বল্টুদের দেয়াল ঘড়ির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ভেতরে অলংকরণ করেছেন শেহরীন আহমেদ ইরিনা ও ফেরদৌস আরা কাশফিয়া। বিশ্ব সাহিত্য ভবন থেকে প্রকাশিত বইয়ের দাম রাখা হয়েছে তিনশ টাকা।

অলীন বাসার এখন উপন্যাস লিখছে, নিয়মিত। সেই ছোট বয়সে লেখালেখি শুরু করা লেখক সে। খুদে লেখক হিসেবে সমধিক পরিচিত। ২০১৫ সালে যখন তার প্রথম বই প্রকাশ হয় তখন সে প্রথম শ্রেণির ছাত্র। বয়স তখন সাত। আর গল্প লেখা শুরু ছয় বছর বয়স থেকে। এ পর্যন্ত তার ১১টি বই প্রকাশ হয়েছে।

২০০৮ সালের ২২ মে, সাতক্ষীরায় তার জন্ম। বর্তমানে আইডয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের দশম শ্রেণির ছাত্র। 'বল্টুদের দেয়াল ঘড়ি' উপন্যাস হিসেবে দ্বিতীয় বই। প্রথম উপন্যাস ছিল 'নীল রত্নের রাজ্যে মিনু ' (২০২৩)। অন্যগুলো গল্প সংকলন।

অলীন বাসারের প্রকাশিত অন্য বইগুলো হলো- অন্ধকারে ভূতের ছায়া (সাঁকোবাড়ি প্রকাশন ২০১৫); ভূতুড়ে (সাঁকোবাড়ি প্রকাশন ২০১৬); ভুতুম (সাঁকোবাড়ি প্রকাশন ২০১৭); ভূতের টিউশনি (জ্ঞান বিতান ২০১৮); পালোয়ানের হার (ঘাসফড়িং ২০১৮); গোরস্তানে বিয়ে (সাম্প্রতিক ২০১৯); বিড়াল পণ্ডিত (ঘাসফড়িং ২০১৯); বাঘের গর্জন (ঘাসফড়িং ২০২০); কালো ঘোড়া (পাঞ্জেরি ২০২০); পেটুক শিয়াল (ঘাসফড়িং প্রকাশনি ২০২১) এবং চক্র (পালক প্রকাশনি, ২০২২)। এসব প্রত্যেক বইতে অনেক গল্প দিয়ে সাজানো। অপ্রকাশিত গল্প এখনো শতাধিক। নতুন গোয়েন্দা সিরিজ লিখছে। এই সিরিজের ১৬টা বই লেখা ইতিমধ্যে শেষ। এগুলো এখনো প্রকাশ হয়নি।

গল্প লেখা আর দেশ বিদেশের বিভিন্ন লেখকের বই পড়া তার এখন নিত্যদিনের কাজ। স্কুলের পড়াশোনাও চলছে সমান তালে। করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ২ দিনের সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং রয়টার্সের ডিজিটাল জার্মালিজম কোর্স (অনলাইনে)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বইমেলা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১০

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১১

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১২

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৩

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৪

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১৫

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৬

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৭

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

১৮

গ্যাস লাইনে বিস্ফোরণ, ভাইয়ের পর চলে গেল বোনও

১৯

ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল নামিবিয়া

২০
X