হোসনে আরা বিউটি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৯:৪২ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জলের নহর  

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

কোথায় বিয়ে দিলে বাবা?

পাত্রের বাড়িতে দুটো গুরুজনকে পাঠাতে,

তাদের অভিজ্ঞ চোখে ধরা পড়তো

শাশুড়ির লোভাতুর চোখ,

তারা দেখতে পেতেন বাবার বাড়ি পড়ে থাকা

ননদের কথার তেজে পড়শীরাও নাজেহাল।

আমি তো পরের বাড়ির মেয়ে

খাবারে ভাগ বসালে কুত্তাগুলো ও কামড় বসায়

তাহলে এরা কি আমায় ছেড়ে দেয়?

###

বাবা আমি কি তোমার এতটাই বোঝা ছিলাম?

দুটো ঘর যাচাই না করে বিয়ে দিলে,

তোমার ঘরে রাজকন্যা ছিলাম

হোক তোমার কুঁড়েঘর, সব বাবার কাছে তার মেয়ে রাজকন্যা।

কত অভাবে থেকেছো

যখন যা চেয়েছি তাই পেয়েছি, বুঝতে দাওনি।

###

তোমার আদরের ধন পরের বাড়ির ঘুটি কুড়ানি,

অসুখে মেলে না ওষুধ।

বৈভবের বেদনায় নীল এখানকার আকাশ।

জানি বাবা, অভাব যেন আমায় ছুঁতে না পারে

মোটা কাপড় মোটা ভাতে জীবন কেটে যায়

তার জন্য গেরস্ত ঘরে পাঠিয়েছ।

###

জীবনজুড়ে শুধুই অভাব এখানে,

ভালোবাসার অভাবে হৃদয়ে হাহাকার

সম্মানের অভাবে অসম্মানের সাথে বসবাস

অভাবের আকাশে চাঁদের আলোটা ও ক্ষীণ।

মনের অভাবে মরেছে মন,

###

কোথায় বিয়ে দিলে বাবা?

শ্বশুর তোমায় কটু কথা বললে

সে ঘরে আমার ঘুম আসে না।

###

যার হাতে আমায় তুলে দিয়েছো

এত ভালো মানুষ আমার ভালো লাগে না,

যেন নিরুত্তাপ চায়ে চুমুক দেয়া,

শুধু মাঝে মধ্যে কাঁসার থালার মতো

ঝনঝনিয়ে ওঠে নালিশের বহর বাড়লে।

###

মানুষটার পোষা গাড়িটার ওপর

যতটুকু দরদ, তার সিকি ভাগও যদি

পেতাম তবে জীবনকে আগলে রাখতাম।

এক বিন্দু ভালোবাসা পেলেও

জোছনার আলোতে গেঁথে দিতাম

বিনি সুতোর মালা।

মনকে উড়িয়ে দিতাম সাদা মেঘের ভেলায়।

###

এমন তো আমি চায়নি

না পাওয়ার অনুযোগ আমার নেই।

তবু কেন মিষ্টি করে কখনো বলেনি

আমি তোমাকে সুগন্ধি তেল এনে দিতে না

পারলেও চিরুনির আঁচড়ে সুবিন্যস্ত করে

দিতে পারবো তোমার ভ্রমর কালো চুল।

কখনো হাত দুটো ধরে বলেনি,

তোমার লাবণ্যতা, এলোমেলো, তোমার অসুন্দরকে ও আমি ভালোবাসি।

###

যার মন অন্য মনে বাধা

তাকে তো চায়নি আমি।

তাকেই তো চেয়েছিলাম

ঘুমের ঘোরে ও তাকে ঘিরে থাকে

আমার ঘ্রাণ।

###

এমন জীবনে কেন বেঁধে দিলে আমার জীবন?

যার হাত ধরে বৃষ্টিতে ভেজা হলো না

শরতের জোছনা মাড়িয়ে ছাতিম ফুল

কুড়ানোর বাহানায়,

স্পর্শের আগুনে জ্বললো না জীবন।

###

বাবা বীরেন কাকাকে পথে পেয়ে তোমাকে

আসতে বললাম, আলুথালু বেশে দেখে কাকা

খুব কেঁদেছিল, তুমি শুনে মন খারাপ করো না।

ঘর ভরে দিতে পারোনি বলে এখানে তোমার কোনো কদর নেই।

তবুও একদিন এসে দেখে যেও

একা না পারলেও এসো

ছমির চাচাকে ধরে ঘোর ঘোর থকতে রওনা দিও

আমায় দেখে আবার বাড়িতে ফিরে খেয়ো,

না হলে আমার উপবাসে

তোমার চোখে জলের নহর বইবে অবিরত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার নামাজে মসজিদে হামলা, প্রাণ গেল মুসল্লির

স্বেচ্ছায় না গেলে শরণার্থীদের যেভাবে নির্বাসিত করবে জার্মানি

কাকরাইল গির্জার ফটকে ককটেল বিস্ফোরণ

এনসিপিতে যোগ দিয়ে যে ব্যাখ্যা দিলেন যুবলীগ নেতা

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

জাহানারা ইস্যুতে মুশফিকের তীব্র নিন্দা

জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি

রাজপথের কর্মসূচি দিয়ে সংকট নিরসন করা যাবে না : সাইফুল হক

চলতি সপ্তাহে যেসব অঞ্চলে ১৫ ডিগ্রিতে নামতে পারে শীত

১০

চট্টগ্রামে ঘোষিত প্রার্থীর বিরোধিতা করায় পদ হারালেন ৩ নেতা

১১

রিজভীর পা ধরে সালাম করা সেই সার্জেন্টকে প্রত্যাহার

১২

স্ত্রী-শাশুড়িসহ চারজনকে ছুরিকাঘাত, জামাইসহ আটক ২

১৩

বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার

১৪

সাতক্ষীরায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হাবিব

১৫

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

১৬

ভিয়েতনামে সড়কে ঝরল বাংলাদেশির প্রাণ

১৭

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না : সাদিক কায়েম

১৮

নির্বাচনবিরোধীদের ৭ নভেম্বরের চেতনায় পরাজিত করতে হবে : আমীর খসরু

১৯

সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু : ফয়েজ আহমদ তৈয়্যব

২০
X