আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে দেশের মুদ্রা বাজার পুরোপুরি বাজারভিত্তিক করল বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আগামী জুনের মধ্যে আইএমএফের দুই কিস্তির ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। একই সঙ্গে অন্য সংস্থা থেকে পাওয়া ঋণসহ মোট সাড়ে তিন বিলিয়ন ডলার যুক্ত হবে আগামী জুনের মধ্যে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেশি স্থিতিশীল হবে।
তিনি বলেন, দীর্ঘদিন থেকেই আইএমএফের শর্ত ছিল মুদ্রা বাজার পুরোপুরি বাজার ভিত্তিক করার। কিন্তু দেশের আর্থিক অবস্থা বিবেচনায় এতদিন আমরা বাজারের উপর মুদ্রা বাজার ছেড়ে দেয়নি। তবে আমরা এখন মনে করি মুদ্রা বাজার বাজারের উপর ছেড়ে দেওয়ার সময় এসেছে।
ড. আহসান এইচ মনসুর বলেন, এখন থেকে বৈদেশিক মুদ্রার মূল্য নির্ধারণ হবে বাজারের উপর ভিত্তি করে। তবে বাংলাদেশ ব্যাংক মার্কেটে সব সময় থাকবে। বাজারের ডলার ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করবে।
মন্তব্য করুন