সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এয়ার এরাবিয়া। পাশাপাশি কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হলে সেখান থেকেও অচিরেই ফ্লাইট চালানোর ইচ্ছা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের এই উড়োজাহাজ সংস্থাটি।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে এক বৈঠকে এয়ার এরাবিয়া’র রিজিওনাল হেড রাজেশ নারুলা এই আগ্রহের কথা জানান। মঙ্গলবার (২০ মে) রাজেশ নারুলা রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে ওই বৈঠক হয়।
বেবিচক জানায়, সাক্ষাৎ অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান স্বল্প সময়ের মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইট পরিচালনার অনুরোধ জানান। একই সঙ্গে কক্সবাজার বিমানবন্দর স্বল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার তথ্য জানিয়ে সেখান থেকেও ফ্লাইট পরিচালনার বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ওই সময় রাজেশ নারুলা সিলেট থেকে ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হলে সেখান থেকেও অচিরেই ফ্লাইট চালানোর ইচ্ছা প্রকাশ করেন। বেবিচক চেয়ারম্যান তাকে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, সাক্ষাৎ অনুষ্ঠানে এভিয়েশন খাতে বিদ্যমান সহযোগিতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং যাত্রীসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। ওই সময়ে এয়ার এরাবিয়ার প্রতিনিধি এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন