শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১২:৫২ এএম
অনলাইন সংস্করণ

আছিয়ার মৃত্যুতে শোক, ধর্ষকদের শাস্তির দাবিতে বহ্নিশিখা ও গ্রীন ভয়েসের প্রতিবাদ

আছিয়ার নির্মম হত্যায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মসূচি করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। ছবি : কালবেলা
আছিয়ার নির্মম হত্যায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মসূচি করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। ছবি : কালবেলা

পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এবং এর নারী ও শিশু অধিকার সংক্রান্ত উপদল বন্নিশিখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় আছিয়ার নির্মম হত্যার বিরুদ্ধে শোক প্রকাশ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে শতাধিক মানবাধিকার কর্মী, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

কেন্দ্রীয় সংগঠক ফাহমিদা নাজনীনের সঞ্চালনায় এবং মোনছেফা তৃপ্তির সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গ্রীন ভয়েসের সমন্বয়ক আলমগীর কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শামীমা মাহবুব ডলি, যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক তারিকুল ইসলাম রাতুল ও শাকিল কবির, রাজশাহী বিভাগের সহ-সমন্বয়ক আব্দুর রহিম, ঢাকা কলেজ শাখার আসাদুল ইসলাম, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের রাফিকা ইসলাম রিতু, আসফিয়া তাসনিম মুনা ও মোহনা আক্তার জাকিয়া প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে নিম্নলিখিত দাবিগুলো উপস্থাপন করেন :

নারী ও শিশুর বিরুদ্ধে ধর্ষণসহ সব ধরনের সহিংসতার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, প্রতিটি উপজেলায় ডিএনএ পরীক্ষা নিশ্চিত করতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করতে হবে, থানায় মামলা দায়েরের সময় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ নিশ্চিত করতে হবে, ধর্ষণের শিকার নারীদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করতে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তাদের জবানবন্দি নেওয়া নিশ্চিত করতে হবে, দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে।

গ্রীন ভয়েসের সমন্বয়ক আলমগীর কবির বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরশাসকদের হাত থেকে মুক্তি পেলেও, নারী নির্যাতনকারীদের হাত থেকে মুক্তি পাইনি। দেশজুড়ে আছিয়ার মতো অসংখ্য নারী ও শিশু নির্যাতনের শিকার হচ্ছে। আমরা ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

মোনছেফা তৃপ্তি বলেন, ধর্ষণকে এখনো গুরুতর অপরাধ হিসেবে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। ধর্ষকেরা আইনের ফাঁকফোকর দিয়ে জামিন পেয়ে ঘুরে বেড়ায়, অথচ ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটায়। দ্রুত বিচার কার্যকর করা এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শামীমা মাহবুব ডলি বলেন, নারীরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। সরকার পরিবর্তন হয়, কিন্তু নারীদের প্রতি সহিংসতা বন্ধ হয় না। আজ আছিয়াকে হত্যা করা হয়েছে, কাল হয়তো আপনার মেয়েকেও একই পরিণতি ভোগ করতে হবে।

তারিকুল ইসলাম রাতুল বলেন, নারীর প্রতি সকল প্রকার সহিংসতা এখনই বন্ধ করতে হবে। সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত হয়ে ধর্ষণের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশ শেষে উপস্থিত সকলে মোমবাতি প্রজ্জ্বলন করে আছিয়ার স্মরণে শোক প্রকাশ করেন। পাশাপাশি ধর্ষকের প্রতীকী কুশ পুত্তলিকা ফাঁসি দেওয়া হয়। আছিয়ার শোককে শক্তিতে রূপান্তর করে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রতিজ্ঞা গ্রহণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১০

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১১

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১২

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১৩

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১৪

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১৫

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১৬

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১৭

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১৮

বিরক্ত মেহজাবীন চৌধুরী

১৯

জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : সাদ্দাম

২০
X