কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মানবসম্পদ রূপে গড়ে তোলার বিকল্প নেই’

মিরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কর্মমুখী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ। ছবি : কালবেলা
মিরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কর্মমুখী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ। ছবি : কালবেলা

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মুখলেসুর রহমান।

শনিবার (১০ মে) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের উদ্যোগে মিরপুর কার্যালয়ে ‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কর্মমুখী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ’ তিনি কথা বলেন।

অতিথির বক্তব্যে তিনি বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অনেকে সৃজনশীল প্রতিভার অধিকারী। শারীরিকভাবে বৈপরীত্য ও প্রতিবন্ধকতা থাকলেও সুযোগ পেলে প্রতিভার বিকাশে তারাও এগিয়ে যেতে পারেন। সেই সুযোগ ও পরিবেশ তৈরি এবং সহযোগিতা আমাদের অব্যাহত রাখতে হবে।

নিজেকে জনশক্তিতে রূপান্তর করার তাগিদ জানিয়ে তিনি বলেন, রাস্তায় যেসব তৃতীয় লিঙ্গের মানুষদের দেখা যায় তারা অনেকেই জানেন না তার কী প্রতিভা আছে। দেশ, পৃথিবী এগিয়ে যাচ্ছে। নিজেকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। আমাদের শক্তি মানবসম্পদ। সেখানে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাথওয়ে’র পক্ষ থেকে অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের ১০ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়। তাদের তৈরি করা পোশাকও বিক্রি করবে পাথওয়ে।

পাথওয়ের চেয়ারম্যান রইজুর রহমান বলেন, এই জনগোষ্ঠীর অনেকেই ভাসমান জীবনযাপন করেন। তাদের শুধু বিশেষায়িত পেশার জন্য দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণই যথেষ্ট নয়, তাদের জন্য চাকরির সুবন্দোবস্ত করতে হবে।

ড্রাইভিং শিখলে তাকে পেশা হিসেবে সুযোগ করে দিতে হবে। সেলাই শিখলে তার কাজের জন্য সুযোগ করে দেওয়া ও হিজড়াদের বানানো পোশাক পণ্যকে ব্রান্ডিং করার উদ্যোগ নিতে হবে।

ঢাকা মহানগরে ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর দক্ষ ও শিক্ষিতদের সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন। তিনি বলেন, পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। অনেককে ফ্রি ড্রাইভিং শেখানো হয়েছে। সেলাই মেশিন শুধু বিতরণ নয়, প্রশিক্ষণও দিয়েছি। আমরা মনে করি, হীনমন্যতায় ভুগে পিছিয়ে থাকলে চলবে না, নিজে স্বাবলম্বী হলে পুরো পরিবার দাঁড়িয়ে যায়।

তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর নেতা কনা হিজড়া বলেন, আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা নানা কাজে পারদর্শী, প্রতিভাসম্পন্ন দক্ষ যোগ্য। অনেকে আছেন ড্রাইভিং, সেলাই কাজ, আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট ও পার্লারে কাজ করার দক্ষতা আছে। এসব ক্ষেত্রে আমাদের যেন সুযোগ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক জসীম উদ্দীন, শহর সমাজসেবা অফিসার শহিদুজ্জামান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মহিউদ্দিন আমিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে ঝাড়ু মিছিল

নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তন

সাবেক ছাত্রদল নেতার ওপর দফায় দফায় হামলার অভিযোগ

জবির হল সংসদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের জয়

বিজয়ী হয়ে যা বললেন রিয়াজুল

সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা

এবার সহযোগিতা চাইলেন আমজনতার তারেক

গোপালগঞ্জে শতাধিক আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ—জানাল আইসিসি

১০

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

১১

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

১২

শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

১৩

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

১৪

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

১৫

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

১৬

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

১৭

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

১৮

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

১৯

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

২০
X