কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মানবসম্পদ রূপে গড়ে তোলার বিকল্প নেই’

মিরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কর্মমুখী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ। ছবি : কালবেলা
মিরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কর্মমুখী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ। ছবি : কালবেলা

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মুখলেসুর রহমান।

শনিবার (১০ মে) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের উদ্যোগে মিরপুর কার্যালয়ে ‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কর্মমুখী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ’ তিনি কথা বলেন।

অতিথির বক্তব্যে তিনি বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অনেকে সৃজনশীল প্রতিভার অধিকারী। শারীরিকভাবে বৈপরীত্য ও প্রতিবন্ধকতা থাকলেও সুযোগ পেলে প্রতিভার বিকাশে তারাও এগিয়ে যেতে পারেন। সেই সুযোগ ও পরিবেশ তৈরি এবং সহযোগিতা আমাদের অব্যাহত রাখতে হবে।

নিজেকে জনশক্তিতে রূপান্তর করার তাগিদ জানিয়ে তিনি বলেন, রাস্তায় যেসব তৃতীয় লিঙ্গের মানুষদের দেখা যায় তারা অনেকেই জানেন না তার কী প্রতিভা আছে। দেশ, পৃথিবী এগিয়ে যাচ্ছে। নিজেকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। আমাদের শক্তি মানবসম্পদ। সেখানে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাথওয়ে’র পক্ষ থেকে অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের ১০ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়। তাদের তৈরি করা পোশাকও বিক্রি করবে পাথওয়ে।

পাথওয়ের চেয়ারম্যান রইজুর রহমান বলেন, এই জনগোষ্ঠীর অনেকেই ভাসমান জীবনযাপন করেন। তাদের শুধু বিশেষায়িত পেশার জন্য দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণই যথেষ্ট নয়, তাদের জন্য চাকরির সুবন্দোবস্ত করতে হবে।

ড্রাইভিং শিখলে তাকে পেশা হিসেবে সুযোগ করে দিতে হবে। সেলাই শিখলে তার কাজের জন্য সুযোগ করে দেওয়া ও হিজড়াদের বানানো পোশাক পণ্যকে ব্রান্ডিং করার উদ্যোগ নিতে হবে।

ঢাকা মহানগরে ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর দক্ষ ও শিক্ষিতদের সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন। তিনি বলেন, পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। অনেককে ফ্রি ড্রাইভিং শেখানো হয়েছে। সেলাই মেশিন শুধু বিতরণ নয়, প্রশিক্ষণও দিয়েছি। আমরা মনে করি, হীনমন্যতায় ভুগে পিছিয়ে থাকলে চলবে না, নিজে স্বাবলম্বী হলে পুরো পরিবার দাঁড়িয়ে যায়।

তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর নেতা কনা হিজড়া বলেন, আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা নানা কাজে পারদর্শী, প্রতিভাসম্পন্ন দক্ষ যোগ্য। অনেকে আছেন ড্রাইভিং, সেলাই কাজ, আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট ও পার্লারে কাজ করার দক্ষতা আছে। এসব ক্ষেত্রে আমাদের যেন সুযোগ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক জসীম উদ্দীন, শহর সমাজসেবা অফিসার শহিদুজ্জামান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মহিউদ্দিন আমিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আইপিএল অধ্যায় থামায় হতাশ মুস্তাফিজ

পদ বড় কথা নয়, ঐক্য থাকলেই বিএনপি শক্তিশালী হবে : শেখ মো. আব্দুল্লাহ

ভেনেজুয়েলায় হামলায় বিভিন্ন দেশের নেতাদের প্রতিক্রিয়া

অনিশ্চয়তার মুখে ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক

মুস্তাফিজ ইস্যুতে ভারত নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ

কল্যাণ রাষ্ট্রের জন্য জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রয়োজন : শিবলী

কৃতজ্ঞতা জানিয়ে নতুন বার্তা তারেক রহমানের

ঢাকায় বুয়েট উদ্ভাবিত ই-রিকশার পরীক্ষামূলক চলাচল শুরু

ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার

১০

সেইফওয়ে গ্রুপের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১১

মাদুরোর মতো আরও যাদের তুলে নিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র

১২

একনজরে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্ক

১৩

বিএফইউজে-ডিইউজের শোকসভা / প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া দেশের মানুষের জন্য অটল ছিলেন : রিজভী

১৪

বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে দোয়া মাহফিল

১৫

মানুষের কাছে আমার মা ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করতেন : তারেক রহমান

১৬

আইপিএল থেকে মুস্তাফিজ বাদ পড়া নিয়ে বিসিবির প্রতিক্রিয়া কী?

১৭

ভেনেজুয়েলায় মাদুরোর বৈধতা নেই, সংযমের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

১৮

বরুড়া থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুদ, সম্পাদক সুজন

১৯

মিশা সওদাগরের জন্মদিনে বিশেষ ‘তারকা কথন’

২০
X