রাজধানীর তেজগাঁও পলিটেকনিকের সামনে থেকে ছিনতাই হওয়া পাঁচ লাখ সৌদি রিয়ালের মধ্য থেকে ২ লাখ ৬৯ হাজার রিয়াল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ছয়জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁও এলাকায় রাস্তায় ব্যারিকেট দিয়ে প্রাইভেটকারে অস্ত্র ঠেকিয়ে রিয়াল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই গাড়িতে পাঁচ লাখ রিয়াল ছিল, যা দুর্বৃত্তরা লুটে নেয়।
এই ঘটনার পর বুধবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে রিয়াল উদ্ধার ও ছয়জনকে আটক করে থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজা এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঘটনার পর পুলিশ ও ডিবি দুর্বৃত্তদের ধরতে মাঠে নামে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আমরা লুট হওয়া রিয়ালের মধ্যে ২ লাখ ৬৯ হাজার রিয়াল জব্দ করেছি। বাকিটা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন