রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় ইশতিয়াক হোসেন খান নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইশতিয়াকের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ। তবে তিনি পরিবার নিয়ে রাজধানীর মালিবাগে বসবাস করতেন বলে জানা গেছে।
যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম এ তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যমে জানান, ময়নাতদন্তের জন্য ইশতিয়াকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, যাত্রাবাড়ী মোড়ে রাস্তা পার হতে গিয়ে ইশতিয়াক হোসেন খান ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।
মন্তব্য করুন