ইসলামি বক্তা ও আলোচক রফিকুল ইসলাম মাদানী বলেছেন, ‘আমরা বাংলাদেশে জাতিসংঘের মিশন কার্যালয় চাই না। জাতিসংঘের মানবাধিকার হলো আল্লাহ ও রাসুলদের আঘাত করা মানবাধিকার।’
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় ‘ইন্তিফাদা বাংলাদেশ’ ব্যানারে বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু হওয়া গণমিছিল ও বিক্ষোভ শেষে শাপলা চত্বরে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম মাদানী বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম এই বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে তোলে দেওয়া হলো তাদের মানবাধিকার। বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদ ট্যাগ দেওয়া হলো এদের মানবাধিকার। বাংলাদেশের মানুষকে ধরে কারাগারে ভরে আমেরিকানদের অ্যাজেন্ডা বাস্তবায়ন হলো এদের মানবাধিকার।’
তিনি আরও বলেন, ‘এ দেশের যাকে তাকে জঙ্গিবাদ তকমা দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’
এসময় ‘ওয়াশিংটন না ঢাকা’ এই স্লোগান দেন রফিকুল ইসলাম মাদানী।
মন্তব্য করুন