বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে প্রস্তাবনার প্রতিবাদ

রাজধানীর হাইকোর্টের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা। ছবি : সংগৃহীত
রাজধানীর হাইকোর্টের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকায় বসবাসরত টাঙ্গাইলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর হাইকোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া টাঙ্গাইলবাসী জানান, টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব তারা মেনে নেবেন না। টাঙ্গাইল নিয়ে টানাহেঁচড়া চলবে না। টাঙ্গাইল যদি ঢাকা বিভাগে না থাকে, তাহলে একে স্বাধীন বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।

মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান বলেন, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করাকে আমি ষড়যন্ত্র বলেই মনে করছি। এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানাচ্ছি। তা না হলে টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ আন্দোলন-সংগ্রাম করে এই ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করবে। টাঙ্গাইল ঢাকার সঙ্গেই থাকবে, উল্টো পথে হাঁটবে না।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আরিফুর রহমান আরিফ বলেন, কোথাও মধু কিংবা সোনার খনি থাকলে সবাই লুফে নিতে চায়৷ টাঙ্গাইল তেমন একটি স্থান, তাই বারবার এই জেলাকে নিয়ে ষড়যন্ত্র হয়। এর আগেও একই ষড়যন্ত্র করা হয়েছিল, তখন ঢাকা ও টাঙ্গাইলে বিক্ষোভ করে দাবি আদায় করেছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আবারও একই ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা টাঙ্গাইলবাসী এটা মেনে নেব না। আমাদের কথা— আমরা ঢাকার সঙ্গে আছি এবং থাকব।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি সুরুজ মণ্ডল বলেন, টাঙ্গাইল ঐতিহ্যবাহী জেলা। ময়মনসিংহ বিভাগে টাঙ্গাইলের প্রস্তাবিত সিদ্ধান্তকে আপামর জনসাধারণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি বিভাগে যা প্রয়োজন তা টাঙ্গাইলে আছে। আমরা ঢাকামুখী, তাই আমরা ঢাকা বিভাগে থাকতে চাই। নয়তো টাঙ্গাইলকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য কাজ করব।

টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি ড. মো. ইব্রাহীম হোসেন খান বলেন, আমাদের দাবি খুবই স্পষ্ট— টাঙ্গাইলকে ঢাকার সঙ্গে রাখতে হবে। একই দাবিতে এর আগে যারা যমুনা সেতুর সম্মুখে কর্মসূচি দিয়েছিলেন তাদের ধন্যবাদ জানাই। ইতোমধ্যেই টাঙ্গাইল জেলা প্রশাসন মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে যাতে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে নেওয়া না হয়। আমরা অচিরেই একটি স্মারকলিপি দেব। এরপর আমরা পরিস্থিতির ওপর নজর রাখব, তারপর আমাদের কর্মসূচি গ্রহণ করব। আশা রাখব উপস্থিত সবাই আমাদের সঙ্গে থাকবেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর ময়মনসিংহকে দেশের অষ্টম বিভাগ হিসেবে ঘোষণার সময়ই টাঙ্গাইলকে ওই বিভাগে যুক্ত করার প্রস্তাব ছিল। সে সময়ও টাঙ্গাইলের মানুষ গণস্বাক্ষর, মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর প্রতিবাদ করেন।

বর্তমানে আবারও প্রস্তাবের বিষয়টি আলোচনায় আসায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করছেন এবং টাঙ্গাইলের প্রশাসনিক অবস্থান অপরিবর্তিত রাখার দাবি জানাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের তারেক রহমানের সহায়তা

সেন্টমার্টিনে অভুক্ত প্রাণীর পাশে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

গণতান্ত্রিক চর্চায় নির্বাচনের বিকল্প নেই : এনপিপি

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

আমরা হতবাক ও ক্ষুব্ধ : মুহিউদ্দীন রাব্বানী

৩১ দফা আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা : কফিল উদ্দিন

‘একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র’

এনসিপি ও জামায়াতকে যা বললেন প্রধান উপদেষ্টা

টুঙ্গিপাড়ায় মাইকিং করে দেশীয় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

সেনাবাহিনীর উদ্যোগ প্রশংসার দাবিদার, বললেন আইন উপদেষ্টা

১০

ইউআইইউতে ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ প্রতিযোগীতার দ্বিতীয় সাইকেলের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

১১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

নির্বাচিত সরকার এলে পরবর্তী কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নেবে আইএমএফ : গভর্নর

১৩

‘চট্টগ্রামের সব বিজনেস ফোরাম ঐক্যবদ্ধ থাকলে প্রতিবন্ধকতা দূর করা সম্ভব’

১৪

পশুর নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

১৫

হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চাই : সালাউদ্দিন বাবু

১৬

প্রধান উপদেষ্টাকে যেসব বার্তা দিল জামায়াত

১৭

জাতীয় দলের ব্যাটিং কোচের দৌড়ে আশরাফুল!

১৮

ধানের শীষ নিরাপত্তার প্রতীক : কবির আহমেদ

১৯

বেপরোয়া গতির তিন মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

২০
X