অবরোধের সমর্থনে রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে সায়েদাবাদের প্রবেশমুখ চৌরাস্তায় মিছিল করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত এই মিছিলে নেতৃত্ব দেন বিএনপির নির্বাহী কমিটির সহগণশিক্ষা সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
এ ছাড়াও সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, থানা বিএনপি নেতা আব্দুল কাদির, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. জুয়েল মৃধা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিনসহ নেতাকর্মীরা। মিছিলটি সায়েদাবাদ মোড় অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এ সময় মাহাবুব এবং মোড়ল নামের বিএনপির দুই নেতাকে আটক করে।
এ সময় আনিসুর রহমান খোকন বলেন, গ্রেপ্তার করে আন্দোলন দমন করার সুযোগ নেই। এক দফা দাবি আদায় করেই আমরা মাঠ থেকে যাব।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক জুয়েল মৃধা বলেন, স্বৈরাচার পতন হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
মন্তব্য করুন