চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজনীতি হবে না : আমীর খসরু

চট্টগ্রামে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সমাবেশে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
চট্টগ্রামে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সমাবেশে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজনীতি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘দেশ পরিচালনা হবে প্রতিটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে এবং প্রত্যেক নাগরিকের পরিচয় হচ্ছে বাংলাদেশি। ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই এ রাষ্ট্রে, সমাজে, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না।’

রোববার (১১ মে) চট্টগ্রাম নগরীর বৌদ্ধ মন্দিরের ডিসি হিলের সামনে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বের হওয়া শান্তি শোভাযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। সম্মিলিত বুদ্ধপূর্ণিমা উদযাপন পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

শান্তি শোভাযাত্রায় ৬১টি সংগঠন অংশ নেয়। শোভাযাত্রাটি বৌদ্ধ মন্দিরের সামনে থেকে শুরু হয়ে এনায়েত বাজার, জুবলী রোড়, নিউমার্কেট, কোতোয়ালি মোড়, লালদিঘির পাড়, আন্দরকিল্লা, চেরাগি মোড় হয়ে ফের বৌদ্ধ মন্দিরে গিয়ে শেষ হয়।

উদযাপন পরিষদের সভাপতি সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়ার সভাপতিত্বে শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সিএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন, আর কে কে বাংলাদেশের ব্রাঞ্চ মিনিস্টামরি মাসানোবু, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ও বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় আমীর খসরু বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমাজ, দেশ, রাষ্ট্র গড়ব। বিভক্তির কোনো সুযোগ নেই। সংখ্যাগরিষ্ঠের রাজনীতি বাংলাদেশে চলবে না। সবাই মিলে দেশ গড়ব। ধর্ম যার যার রাষ্ট্র সবার—এ কথা পরিষ্কার। আমরা মেসেজ দিতে চাই, এ দেশ সবার। সবাই মিলে গড়তে হবে।’

মানুষের মধ্যে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এ শান্তি শোভাযাত্রার দেশের রাজনীতিতে শান্তিপূর্ণ অবস্থা থাকতে হবে। অন্যের সঙ্গে আমার রাজনৈতিক ভিন্নতা থাকবে; কিন্তু অন্যের মতকে সম্মান জানাতে হবে। ভিন্ন থেকেও আমরা একসঙ্গে চলতে পারব, আজকের শোভাযাত্রা সেটারই প্রতীক হিসেবে মনে করি।’

বৌদ্ধ পূর্ণিমার যে শান্তির বাণী বাংলাদেশের জন্য বেশি প্রযোজ্য উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘বিগত ১০-১৫ বছর অনেক অশান্তির মধ্যে থেকেছি। এত অশান্তির মধ্যে থেকেছি যে— এ সমাজ, রাজনীতি, দেশ ভেঙে গেছে, ব্যবসা-বাণিজ্য সবকিছু আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে।’

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামকে আমরা ক্লিন, গ্রিন, হেলদি সিটির পাশাপাশি শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই।’

লায়ন রনি কুমার বড়ুয়া ও রোটারিয়ান সপু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও শোভাযাত্রার প্রধান সমন্বয়কারী রুবেল বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক লায়ন ববি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি মৃদুল বড়ুয়া চৌধুরী, বিএলআই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক মৃণাল কান্তি বড়ুয়া, বুড্ডিস্ট ফেডারেশনের সদস্য অশোক কুমার বড়ুয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

ভারতে পালাতে গিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ব্যবসায়ীর গলায় ছুরি ধরে চাঁদা দাবি

‘চাঁদাবাজদের নিপীড়ন মুখ বুঝে সহ্য করবে না জনগণ’

সোহাগ হত্যা / ক্ষোভ ঝাড়লেন মামুনুল হক

হাসিনা আমলের মতো নৃশংস আচরণ করবেন না : মঞ্জু

বিএনপিকে জিয়ার আদর্শে ফিরতে হবে : হেফাজতে ইসলাম

আওয়ামী জাহেলিয়াতের লগি-বৈঠাকে স্মরণ করিয়ে দিচ্ছে : রাশেদ প্রধান

লর্ডসে ইতিহাস গড়লেন ঋষভ পন্ত

পেন বাংলাদেশের সভাপতি ড. সামসাদ, সম্পাদক পারভীন

১০

রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখা হয় বিএনপি নেতাকে

১১

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে জবি শিক্ষার্থী ফোরামের বিক্ষোভ

১২

এবার ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি

১৩

নির্বাচন নেই বলে আজকে দেশে এই ঘটনাগুলো ঘটছে : মির্জা ফখরুল

১৪

বিএনপি কোনো দিন অন্যায়কে সমর্থন করে না : মির্জা ফখরুল

১৫

সবার সহযোগিতায় ‘জুলাই সনদ’ স্বাক্ষরের প্রত্যাশা আলী রীয়াজের

১৬

এডাস্টে ‘ইংলিশ ফর ওয়ার্ক’ শীর্ষক সেমিনার

১৭

চীনা অটোমোটিভ জায়ান্ট জিএসির শোরুম উদ্বোধন

১৮

‘৮ দিন পর পর্তুগালের ফ্লাইট, আমি ফাইসা গেছি’

১৯

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মিরপুরে ছাত্র-জনতার বিক্ষোভ

২০
X