মিরসরাইয়ে ২০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের মিরসরাইয়ের সুফিয়ারোড় গুলিস্তাান ফিলিং স্টেশনের সামনে প্রাইভেটকারসহ গাঁজা উদ্ধার করা হয়।
এসময় হাইওয়ে পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার নাসিম খান ও জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার উপস্থিত ছিলেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার বলেন, রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের দিকে মাদক বহন করা একটি প্রাইভেটকার যাওয়ার সংবাদে গুলিস্তান ফিলিং স্টেশনের সামনে গতিরোধের চেষ্টা করলে চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। এরপর গাড়ির পেছনে ঢাকনার ভেতর থেকে প্লাস্টিকের বস্তায় কালো রঙয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি প্যাকেটে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (নং ১০৫) করা হয়েছে।
মন্তব্য করুন