ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আপনারা আমার বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবুকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন এটা আমি জানি। আমার বাবার মৃত্যুর পর বিগত প্রায় ১২ বছর আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ পেয়েছি। এই সময়ে আনোয়ারা ও কর্ণফুলীতে যাতায়াত, শিক্ষা, শিল্প ও বিভিন্ন খাতে উন্নয়নের চেষ্টা করেছি। সব সময় আপনাদের পাশে ছিলাম। আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারব না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা আমাকে আবারও আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। এখন আমি বিগত দিনের মতো আবারও আপনাদের সেবা করতে চাই। নৌকায় ভোট দিয়ে আপনারা আমাকে এই সুযোগ দিন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সবার উদ্দেশে এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ উন্নয়নের সরকার, দেশের মানুষের জন্য এই সরকারকে আবারও ক্ষমতায় আসতে হবে। আগামী ৭ জানুয়ারি বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। নৌকায় ভোট দিয়ে আপনাদের এই সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সোলেমান তালুকদার, ভূমি মন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান নোয়াব আলী, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আমিন শরীফ, এম এ কাইয়ুম শাহ, আসীম কুমার দেব, কলিম উদ্দিন, বড় উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল আলমসহ আনোয়ারা কর্ণফুলীর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মী।
মন্তব্য করুন