চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে নগরের কোতোয়ালি ও খুলশি থানার পৃথক দুই মামলায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এবং ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান ও যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু।
বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ এরফানুর রহমান। তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে আলী মর্তুজা খানের বিরুদ্ধে কোতোয়ালি থানা ও নুরুল আলম শিপুর বিরুদ্ধে খুলশি থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। বুধবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মন্তব্য করুন