বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের সেমিনার

ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সেমিনার। ছবি : সংগৃহীত 
ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সেমিনার। ছবি : সংগৃহীত 

ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং’ শীর্ষক সেমিনার।

শনিবার (১৫ মার্চ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের আয়োজনে এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৪৬তম আইসিপিসি এশিয়া চ্যাম্পিয়ন ও এসিএম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট কাজী মোহাম্মদ ইরশাদ।

সেমিনারে সিএসইর শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের গুরুত্ব, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এর ভূমিকা এবং সফলতা অর্জনের কৌশল নিয়ে আলোচনা করা হয়। কাজী মোহাম্মদ ইরশাদ তার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং শুধু সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় না, এটি যৌক্তিক চিন্তাভাবনা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও বৃদ্ধি করে, যা একাডেমিক এবং পেশাগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সেমিনারে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার প্রোগ্রামিংয়ে উৎসুক বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। তারা প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং কীভাবে সঠিক প্রস্তুতি নিলে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় সফল হওয়া যায়, সে বিষয়ে দিকনির্দেশনা গ্রহন করেন। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষক ও প্রোগ্রামিং ক্লাবের মডারেটর মিস সামিরা আক্তার শিক্ষার্থীদের গাইডলাইন প্রদান করেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গঠনে প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের গুরুত্ব সম্পর্কে মতামত দেন।

সেমিনারে আলোচকরা জানান, প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা ও অ্যালগরিদমিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। এটি ভবিষ্যতে গুগল, আমাজন, ফেসবুক, মাইক্রোসফটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে সহায়ক হয়। এছাড়াও আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের শীর্ষ প্রোগ্রামারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান ও আত্মবিশ্বাসী হয়ে উঠেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্ট ইতিমধ্যেই আধুনিক আউটকাম বেজড (ওবিই) শিক্ষা কারিকুলাম, অত্যাধুনিক ইনভেশন ল্যাব ও দেশের সেরা শিক্ষকদের মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদান করে সারাদেশের কম্পিউটার বিজ্ঞান পড়তে আগ্রহী মেধাবী শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে। সিএসই ডিপার্টমেন্টের হেড হিসাবে নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান নাঈম যিনি দীর্ঘ ২২ বছর যাবত বাংলাদেশে সিএসই শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার নেতৃত্বে ও মেধাবী ও দক্ষ শিক্ষকদের সমন্বয়ে অত্যাধুনিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রোগ্রামিং চর্চা ও আধুনিক গবেষণায় অনুপ্রাণিত করতে কাজ করছে বেশ কয়েকটি ক্লাব যাদের মধ্যে প্রোগ্রামিং ক্লাব, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) ক্লাব, ব্লকচেইন ক্লাব উল্লেখযোগ্য। সিএসই ডিপার্টমেন্ট এই ক্লাবগুলোর সহযোগিতায় ভবিষ্যতে ক্যাম্পাসে আরও কার্যকর প্রতিযোগিতা ও কর্মশালা আয়োজনের পরিকল্পনা নিয়েছেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরের মতোই এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১০

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১১

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১২

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৩

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৪

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৫

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৬

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৭

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৮

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৯

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

২০
X