কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০১:২২ এএম
অনলাইন সংস্করণ

অভিভাবকের আয়ের ভিত্তিতে টিউশন ফি নেবে ইউডা, থাকবে আরও সুবিধা

ইউডার ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান। সৌজন্য ছবি
ইউডার ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান। সৌজন্য ছবি

দেশের বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অভিভাবকদের আর্থিক অবস্থা বিবেচনা করে সামার সেমিস্টার-২০২৫ সেশনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ ছাড়ে ভর্তির সুযোগ করে দেওয়ার লক্ষ্যে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) আয়োজন করেছে ১১ দিনব্যাপী ভর্তি মেলা।

সোমবার (৫ মে) ইউডার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান।

এসময় তিনি বলেন, শিক্ষাকে আমরা বাণিজ্যিক পণ্য করি না। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করি না। ভবিষ্যতেও করবো না। শিক্ষাকে আমরা নাগরিক অধিকার মনে করি। ইউডা চায় আগামী প্রজন্ম দায়িত্বশীল, দেশপ্রেমিক সুনাগরিক হয়ে গড়ে উঠুক। আধুনিক জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে দক্ষ, অভিজ্ঞ ও সৃষ্টিশীল কর্মমুখর মানব সম্পদে পরিণত হোক। সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই বিশ্ববিদ্যালয় প্রকৃত মেধাবী, অদম্য গরীব মেধাবীদের খুঁজে বের করার এবং তাদের বিশেষ ছাড়ে ইউডায় উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার প্রেক্ষিতে আয়োজন করেছে ১১ দিন ব্যাপী সামার সেমিস্টার-২০২৫ ভর্তি মেলা।

তিনি আরও বলেন, মেলায় এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্তদের জন্য থাকছে টিউশন ফিতে ১০০% ছাড়। উভয় পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের জন্য টিউশন ফিতে ৫০% ছাড়। সাধারণ জিপিএ প্রাপ্তদের জন্য টিউশন ফিতে ২০% ছাড়। এছাড়াও সব শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে থাকছে ৫০% ছাড় সুবিধা। মেলায় অভিভাবকের আয় অনুযায়ী শিক্ষার্থীর ভর্তি ও মাসিক টিউশন ফি নির্ধারণ করার সুযোগও দিচ্ছে ইউডা।

তিনি বলেন, অদম্য মেধাবী শিক্ষার্থীদের প্রয়োজনবোধে ইউডায় বিনা বেতনে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগও করে দেবে ইউডা কর্তৃপক্ষ।

স্বাগত বক্তব্যে ইউডার উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল ইসলাম বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ইউডা শিক্ষার্থীদের জ্ঞানগত উৎকর্ষতা এবং ক্যারিয়ার গঠনের লক্ষ্যে কাজ করছে এবং সেই লক্ষ্যে প্রতিটি বিভাগের কারিকুলাম প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, গত ২৩ বছর ধরে ইউডা দক্ষ জনশক্তি গড়ে তোলার কাজে নিয়োজিত রয়েছে। ফলে এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীরা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়ে আসছে এবং সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করছে। আগামী দিনগুলোতেও এই ধারাবাহিকতায় ইউডার ছাত্র-ছাত্রীদের অ্যাকাডেমিক সাফল্য অব্যাহত থাকবে। সেই জন্য আজকের ভর্তি মেলায় ঘোষিত সুযোগ-সুবিধা গ্রহণের মাধ্যমে ইউডা পরিবারের সদস্য হওয়ার জন্য আমি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮০, সাত মসজিদ রোড (ইউডার রেজিস্ট্রার ভবন) এবং ৩/এফ, সাত মসজিদ রোড ধানমন্ডিতে ভর্তি হওয়া যাবে। সাপ্তাহিক ছুটির দিন মেলা চলবে এবং অ্যাডমিশন অফিস খোলা থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কল্যাণ কুমার মল্লিক, কলা অনুষদের ডীন বরেণ্য চিত্রশিল্পী প্রফেসর শাহজাহান আহমেদ বিকাশ, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. আহমদুল্ল্যাহ মিয়া, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. কাজী মেজবাউল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনিসুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর হায়দার ফারুক, বিভিন্ন উইং -এর পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র সংসদের নেতারা ও সাধারণ ছাত্র-ছাত্রী ও প্রাক্তন শিক্ষার্থী প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

প্রতিবন্ধকতা ছাড়াই সিলেটে ঢুকবে কোরবানির পশুর গাড়ি

সাভারে ৩১ দফা বাস্তবায়নে যুবদলের লিফলেট বিতরণ

মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষ, আহত ১০

পরীক্ষা দিতে গিয়ে আটক জাবিপ্রবির ছাত্রলীগ নেতা

স্বাস্থ্য পরামর্শ / হাইপোসপেডিয়াস হলে ১৮ মাসের মধ্যে অপারেশন করা উচিত

বিএনপি নেতা প্রকৌশলী তুহিনের মুক্তির দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

‘এটা আমার এলাকা’ বলেই ভাঙচুর শুরু করেন কলেজ ছাত্রদল সভাপতি

অভিভাবকের আয়ের ভিত্তিতে টিউশন ফি নেবে ইউডা, থাকবে আরও সুবিধা

১০

বর্ধিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতি / আনীত অভিযোগ ‘উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর’ দাবি

১১

‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’ বললেন খালেদা জিয়া

১২

কবি নজরুল বিশ্ববিদ্যালয় / ছাত্রলীগ, শিক্ষক-কর্মকর্তাসহ ২১০ জনের বিরুদ্ধে মামলা

১৩

জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা

১৪

পিরোজপুরে সমিতির পরিচালকের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও

১৫

দুই চিকিৎসক দিয়ে চলছে দেড় লাখ মানুষের সেবা

১৬

বিমানবন্দর সড়ক ব্যবহারে হাজযাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

১৭

বরিশালের রাস্তায় উড়ছে টাকা আর টাকা

১৮

জামায়াত কর্মী পরিচয় দিয়েও রক্ষা হলো না কৃষক লীগ নেতার

১৯

আতঙ্কে ভারত, বাংলাদেশ-পাকিস্তান সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা

২০
X