কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

উচ্চশিক্ষার নতুন দিগন্তে বাংলাদেশ ইউনিভার্সিটি : আছে ‘পড়শি ছাড়ের’ ব্যবস্থা

গ্রুপ স্টাডি করছে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ছবি : সৌজন্য
গ্রুপ স্টাডি করছে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ছবি : সৌজন্য

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে অক্টোবর ২০০১ সাল থেকে ঢাকার বৃহৎ জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা মোহাম্মদপুরের ইকবাল রোডে বাংলাদেশ ইউনিভার্সিটি যাত্রা শুরু করে। বাংলাদেশ ইউনিভার্সিটি এর রূপকল্প হলো বৈশ্বিক পরিপ্রেক্ষিতে জাতীয় প্রয়োজনে আধুনিক জ্ঞানসমৃদ্ধ প্রতিভা উন্নয়ন ও লালন-পালন করা।

এই রূপকল্প অর্জনে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক অভিলক্ষ্য হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ম মধ্যবিত্ত শ্রেণির মেধাবী ছাত্রছাত্রীদের স্বল্প খরচে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা, যাতে তারা স্ব স্ব ক্ষেত্রে যোগ্য মানব সম্পদে পরিণত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। বিভিন্ন অনুষদের অধীনে আধুনিক বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ব্যবসায় প্রশাসন, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন বিষয়ক ক্ষেত্রসমূহে শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষাদান, বিজ্ঞান-প্রযুক্তি ও ব্যবসায়সংক্রান্ত গবেষণা পরিচালনা করার মাধ্যমে উপযোগী জনসম্পদ উন্নয়ন এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম কৌশলগত উদ্দেশ্য। দেশের ক্ষয়িষ্ণু শিক্ষার পরিবেশ উন্নয়নে আধুনিক চিন্তা-চেতনায় উদ্ভাসিত বাংলাদেশ ইউনিভার্সিটি তার উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে যথাযথভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আর্ন্তজাতিক মানের কর্মমুখী ও মানসম্মত উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনার ব্রত নিয়ে ২০০১ সালে প্রতিষ্ঠাতা উপাচার্য কাজী আজহার আলীর এবং গুনী ও আদর্শবান কিছু স্বজ্জনের ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগে বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) যাত্রা শুরু করে। ২০০১ সালের ২৩ আগষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয়ে দক্ষ, যোগ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ শিক্ষক মন্ডলী ও নিজস্ব বোর্ড অব ট্রাস্টির সঠিক তত্ত্বাবধানে সফলভাবে বাংলাদেশ ইউনিভার্সিটি পরিচালিত হয়ে আসছে। ২০২৩ সালে বাংলাদেশ ইউনিভার্সিটির সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নিজস্ব স্থায়ী ক্যাম্পাস ৫/বি বেড়িবাধ, প্রধান সড়ক, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এ স্থানান্তরিত হয়।

বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী সংখ্যা প্রায় পাঁচ হাজার এবং শিক্ষক সংখ্যা ১৫৩। উচ্চশিক্ষা পাঠদানে সহায়ক শিক্ষা উপকরণ, উৎসনির্ভর ও তথ্যসমৃদ্ধ পরিপূর্ণ লাইব্রেরী তথা স্বয়ংসম্পূর্ণ জ্ঞানভান্ডার, সার্বক্ষানিক উচ্চগতি সম্পন্ন নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ স্থাপন এবং পরিচালনা, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রতিযোগিতাপূর্ণ আর্ন্তজাতিক অঙ্গনে শিক্ষার্থীদের যোগ্যতার প্রমাণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ইংরেজী মাধ্যমে পাঠদান পদ্ধতি, প্রযুক্তি নির্ভর যুগোপযোগী গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রম, দেশবিদেশের খ্যাতনামা বিশ^বিদ্যালয়সমূহের সঙ্গে প্রযুক্তি, গবেষনা, মেধা ও শিক্ষা বিনিময় সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ ইউনিভার্সিটি নিজস্ব স্বকীয়তা বজায় রাখার প্রচেষ্ঠা অব্যাহত রেখে চলেছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে এখন পর্যন্ত প্রায় ১১ হাজার শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ডিগ্রি লাভ করেছেন, যারা দেশে এবং বিদেশে উচ্চশিক্ষা বা কর্মে নিয়োজিত আছেন। বাংলাদেশ ইউনিভার্সিটির গ্রাজুয়েট শিক্ষার্থীদের মাঝে দেশের প্রায় সব জেলা ও উপজেলার প্রতিনিধিত্ব আছে।

শিক্ষা কার্যক্রম ও বিভাগসমূহ

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৩টি অনুষদের অধীনে ১০টি অনার্স ও ৫টি মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে। প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে-

ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ইকোনমিক্স : ব্যবসায় প্রশাসন (বিবিএ), এমবিএ (রেগুলার), এমবিএ (এক্সিকিউটিভ) ও অর্থনীতি।

ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি : কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), স্থাপত্য, গণিত ও ফার্মেসি।

ফ্যাকাল্টি অব আর্টস, সোস্যাল সায়েন্স অ্যান্ড ল’ : ইংলিশ (অনার্স), এমএ ইন ইংলিশ (১ বছর), এমএ ইন ইংলিশ (২ বছর), আইন এলএলবি (অনার্স), এলএলএম (১ বছর), ও সোসিওলোজী ।

শিক্ষক ও অবকাঠামো

বাংলাদেশ ইউনিভার্সিটিতে রয়েছে ১৫৩ জন শিক্ষক, যাদের মধ্যে ১২১ জন পূর্ণকালীন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো গড়ে উঠেছে দেশের এবং বিদেশি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকদের উপর ভিত্তি করে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন রয়েছে যেখানে আধুনিক ল্যাবরেটরি, গ্রন্থাগার, কমনরুম, ক্যাফেটেরিয়া, অত্যাধুনিক শ্রেণীকক্ষ ও সেমিনার রুম রয়েছে। আছে প্রায় ২০,০০০ বই সমৃদ্ধ গ্রন্থাগার ও উন্নত কম্পিউটার ল্যাব।

বিশেষ সুবিধা ও স্কলারশি:

বাংলাদেশ ইউনিভার্সিটি দেশের অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম খরচে মানসম্পন্ন শিক্ষা দিয়ে থাকে। এখানে ছাত্র-ছাত্রীরা এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ২০% থেকে ১০০% পর্যন্ত বৃত্তি পেয়ে থাকেন। গোল্ডেন সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ ফ্রি-তে পড়ার সুযোগ পায়। আর্থিকভাবে অসচ্ছল মেধাবীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। এছাড়া জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

ক্রেডিট ট্রান্সফার সুবিধা

বিশ্ববিদ্যালয়টির ক্রেডিট ট্রান্সফার সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্র, লন্ডন, নেদারল্যান্ডস ও চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা চালিয়ে নেওয়ার সুযোগও রয়েছে ছাত্রছাত্রীদের।

পড়শি ছাড়

বাংলাদেশ ইউনিভার্সিটি তার সামাজিক দায়িত্বের অংশ হিসেবে পড়শি কার্যক্রম পরিচালনা করে থাকে। এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ ইউনিভার্সিটি তার পড়শি এলাকার শিক্ষা সংস্কৃতি বিকাশে শুধু নয় বরং সামাজিক মূল্যবোধ, জীবনমান উন্নয়ন এবং স্বাস্থ্যসচেতনতা নিয়েও কাজ করে থাকে। পড়শি সংযোগের একটি অংশ হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটির ক্যাম্পাসের আশপাশের সব পড়শি কলেজের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রেগুলার ওয়েভার ছাড়াও টিউশন ফি’র উপরে অতিরিক্ত ১০% মেধাবৃত্তি প্রদান করা হয়।

একাডেমিক ক্যালেন্ডার

বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম ট্রাই এবং বাই সেমিস্টারে বিভক্ত। চারমাসব্যাপী ট্রাই সেমিস্টারগুলো হলো- স্প্রিং (জানুয়ারি-মে), সামার (মে-সেপ্টেম্বর) এবং ফল (সেপ্টেম্বর-জানুয়ারি)। ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, সোসিওলোজী ও গণিত বিষয়গুলো ট্রাই সেমিস্টারের অর্ন্তভুক্ত। ছয়মাস মেয়াদি বাই সেমিস্টারগুলো হলো- স্প্রিং (জানুয়ারি -জুলাই) ও ফল (জুলাই-জানুয়ারি)। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য, ফামের্সী ও আইন বিষয়গুলো বাই সেমিস্টারের অর্ন্তভুক্ত।

পাঠক্রম বহির্ভূত কার্যক্রম

সাধারণ শিক্ষা কার্যক্রমের বাইরেও বাংলাদেশ ইউনিভার্সিটি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। ছাত্রছাত্রীদের মেধার পরিপূর্ণ বিকাশ ও প্রতিভা উম্মোচনের জন্যই বাংলাদেশ ইউনিভার্সিটির এই প্রয়াস। সহ শিক্ষাকার্যক্রম হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। যেমন : প্রোগ্রামিং প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, বিজনেস প্ল্যান প্রতিযোগিতা, স্থাপত্য বিষয়ক প্রতিযোগিতা, ফুটবল এবং ক্রিকেট প্রতিযোগিতা ইত্যাদি। বিভিন্ন বিভাগ থেকে প্রতিবছর নিয়মিত বিভিন্ন অভ্যন্তরীণ অনুষ্ঠান, দিবস বা সপ্তাহ পালন করা হয়। যেখানে র‌্যালি, বিভিন্ন রকম প্রতিযোগিতা, প্রদর্শনী, সেমিনার, আলোচনা অনুষ্ঠান, ইনডোর ও আউটডোর গেমস, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে।

এছাড়াও বিভিন্ন বিভাগ থেকে নিয়মিত শিক্ষা সফরের আয়োজন করা হয়ে থাকে। প্রতিবছর ফুটবল, ক্রিকেট এবং বিভিন্ন ধরনের ইনডোর গেমসেরও আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রোগ্রাম ছাড়াও শিক্ষার্থীরা আন্তঃবিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। এ ধরনের প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ ইউনিভার্সিটি সবসময় জাতীয় বা বিশেষ দিবস যেমন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ উদযাপন নিয়মিতভাবে পালন করে আসছে।

খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সাফল্য

খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশ ইউনিভার্সিটির অসামান্য সাফল্য রয়েছে। ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টে হ্যাট্রিক চ্যাম্পিয়ানসহ তিনবার রানার্সআপ হওয়ার কৃতিত্ব রয়েছে।

এছাড়া ২০১৬ সালে ভারতের কলকাতায় অনুষ্ঠিত বিবেক কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ান। এলএলএম ক্রিকেট টুর্নামেন্টে হ্যাট্রিক চ্যাম্পিয়ানেরও কৃতিত্ব রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটির।

এছাড়া এটিএন বাংলা আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি তিনবার চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।

উপসংহার

বাংলাদেশ ইউনিভার্সিটি আজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্নপূরণের পথ। দেশের শিক্ষাখাতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই প্রতিষ্ঠান। শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের কাছে বিশ্বাসযোগ্য একটি নাম হয়ে ওঠা বাংলাদেশ ইউনিভার্সিটি তার ঐকান্তিক প্রচেষ্টায় আগামীতেও উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এ প্রত্যাশাই আমাদের।

যোগাযোগ : বাংলাদেশ ইউনিভার্সিটি

৫/বি বেড়িবাঁধ প্রধান সড়ক, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

ফোন- ০১৭৫৫-৫৫৯ ৩০১, ০১৭৫৫-৫৫৯ ৩২৫, ০১৭৫৫-৫৫৯ ৩২০

ই- মেইল : [email protected]

ওয়েব সাইট: www.bu.edu.bd

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে রোহিঙ্গা পুশ-ইনের ঘটনায় বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা

বাংলাদেশের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ভারতের স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা : দিল্লি

চাকরিচ্যুত সেনা সদস্যদের বিক্ষোভ নিয়ে অবস্থান জানাল সেনাবাহিনী

মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না : আল-খামেনি

মানবতাবিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য, জামায়াতের অবস্থান

সাম্য হত্যার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে সাংবাদিক জিসানের মুক্তি দাবি

জমি নিয়ে বিরোধে যুবক খুন

অবৈধভাবে বাগদা রেনু শিকার, শত কোটি টাকার বাণিজ্য

শিক্ষার্থীদের ধাওয়ায় আহত যুবলীগ নেতা পেলেন জুলাই যোদ্ধার অনুদান

১০

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১১

এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের অত্যাধুনিক কারখানার উদ্বোধন

১২

যমুনার তীরে বেওয়ারিশ জাহাজ, চুরির অভিযোগে মামলা

১৩

‘জাতীয় নির্বাচন বিলম্বিত করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে’

১৪

একটি সম্পর্ক থামাতে গাজায় ৫৩ হাজার ফিলিস্তিনি নিহত

১৫

রাণীশংকৈলে কালবৈশাখী ঝড়, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে ওয়েবিনার অনুষ্ঠিত

১৭

রমেকে নার্সেস স্টেশন অবরুদ্ধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

ইনশাআল্লাহ তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দেবেন : মোস্তফা জামান

১৯

‘পুঁজিবাজারকে শক্তিশালী অবস্থানে উন্নীত করতে চায় সরকার’

২০
X