কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য, জামায়াতের অবস্থান

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের কোনো মামলার অভিযোগপত্রে আসামি হলে নির্বাচনে অযোগ্য বলে ঘোষিত হবেন। জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত পোষণ করেছে জামায়াতে ইসলামী। যদিও দলটি এর আগে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বলেছিল, শুধু দোষী সাব্যস্ত হলেই নির্বাচনে অযোগ্য হবেন।

শনিবার (১৮ মে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, সাধারণভাবে কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধের কারণে দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হন, তাহলে ট্র্যাডিশনালি তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আবার কোনো মামলায় দোষী সাব্যস্ত হওয়া নিয়ে আমরা একমত হয়েছি।

‘তবে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের কারও বিরুদ্ধে যদি মামলার চার্জশিট হয়ে যায়, তাহলে তিনি আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। যদিও সাধারণ নিয়ম হচ্ছে, একটা লোকের বিরুদ্ধে চার্জশিটে দিলেই অযোগ্য হবে না, দোষী সাব্যস্ত হতে হবে।’

তাহের বলেন, মানবতাবিরোধী অপরাধ তো ভিন্ন মাত্রার অপরাধ। এটা সাধারণ অপরাধ নয়। এটার জন্য একটা সুনির্দিষ্ট সময়কে ধরে মানবতাবিরোধী অপরাধে জড়িত মর্মে চার্জশিট হলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন।

এক প্রশ্নের জবাবে তাহের বলেন, অন্যান্য অপরাধের মতো মানবতাবিরোধী অপরাধ এক না। এটার জন্য শাস্তির ক্ষেত্রে দুই বছরের অপেক্ষার কথা বলেনি কমিশন। আমরাও তাই কথা বলিনি। চার্জশিটকে আমলে নিতে বলেছি। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে ১৯৭৩ সালেও এ রকম একটা আইন হয়েছিল। যেটা ক্রিমিনাল কেসের মতো না। তারা বলেছেন, বিশেষ সময়ের অপরাধের শাস্তি নিশ্চিতে বিচারপ্রক্রিয়ায় চার্জশিটকেই আমলে নিতে। সেটার সঙ্গে আমরা এগ্রি করেছি।

কমিশনের প্রস্তাবে ঐকমত্য পোষণ নাকি দলের প্রস্তাব, এমন প্রশ্নে জামায়াতের নায়েবে আমির বলেন, আমরা প্রস্তাব করেছিলাম যে দোষী সাব্যস্ত হলেই কেবল নির্বাচনে অযোগ্য হিসেবে গণ্য হবেন। তবে আমরা মানবতাবিরোধী অপরাধের যে আইন, সেটা অন্তর্ভুক্ত করতে বলেছিলাম। কিন্তু তারা (ঐকমত্য কমিশন) বলেছেন, এটা করলে লম্বা সময় লাগবে। তখন ট্রাইব্যুনালে রায় হবে, সেটার বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে। সব মিলিয়ে দীর্ঘ সময়। সে জন্যই আমরা তাদের মতে একমত হয়েছি।

অন্তর্বর্তী সরকারের সময়কাল সম্পর্কে নায়েবে আমির বলেন, একটা সরকার থেকে আরেকটা সরকারের মাঝে মিনিমাম সময় থাকবে। অন্তর্বর্তী সরকারের অনেক লম্বা সময় থাকার সুযোগ নেই। যেহেতু বিশেষ পরিস্থিতিতে আসা এ সরকারের কাছে সংস্কারের বিষয় আছে, এ জন্য আমরা মিনিমাম সময় দিতে চাই। এরপর শিগরিরই নির্বাচন দিতে হবে। নির্বাচনই বেটার সলিউশন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের আগের আন্দোলনে সৃষ্ট সংঘর্ষে হত্যার ঘটনাকে ‘গণহত্যা’ বলছে বর্তমান সরকার। এনসিপির নেতাকর্মীরাও একই দাবি করে বিচার দ্রুত সম্পন্ন করার জন্য জোর দিয়ে আসছেন। এ নিয়ে গঠিত ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়াও শুরু হয়েছে।

ইতোমধ্যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক কয়েকজন মন্ত্রী-এমপি, পুলিশের সাবেক আইজিসহ কয়েকজন সদস্যের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধে ট্রাইব্যুনালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী, অভিবাসনে অগ্রগতির সম্ভাবনা

জো বাইডেনের শরীরে ক্যানসার শনাক্ত, ছড়িয়ে পড়েছে হাড়েও

সকালের মধ্যে ঢাকাসহ কয়েক জেলায় ঝড়ের আশঙ্কা

শিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাবি উপাচার্যের বিশেষ বৈঠক, এলো যত সিদ্ধান্ত

সীমান্তে রোহিঙ্গা পুশ-ইনের ঘটনায় বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা

বাংলাদেশের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ভারতের স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা : দিল্লি

চাকরিচ্যুত সেনা সদস্যদের বিক্ষোভ নিয়ে অবস্থান জানাল সেনাবাহিনী

মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না : আল-খামেনি

মানবতাবিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য, জামায়াতের অবস্থান

সাম্য হত্যার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১০

নারায়ণগঞ্জে সাংবাদিক জিসানের মুক্তি দাবি

১১

জমি নিয়ে বিরোধে যুবক খুন

১২

অবৈধভাবে বাগদা রেনু শিকার, শত কোটি টাকার বাণিজ্য

১৩

শিক্ষার্থীদের ধাওয়ায় আহত যুবলীগ নেতা পেলেন জুলাই যোদ্ধার অনুদান

১৪

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৫

এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের অত্যাধুনিক কারখানার উদ্বোধন

১৬

যমুনার তীরে বেওয়ারিশ জাহাজ, চুরির অভিযোগে মামলা

১৭

‘জাতীয় নির্বাচন বিলম্বিত করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে’

১৮

একটি সম্পর্ক থামাতে গাজায় ৫৩ হাজার ফিলিস্তিনি নিহত

১৯

রাণীশংকৈলে কালবৈশাখী ঝড়, ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X